|
|
|
|
মানুষকে ‘ধন্যবাদ’ জানাতে বসিরহাট যাবেন মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রচারে যেতে পারেননি। কিন্তু ৩৪ বছর পরে বসিরহাটের একটি বিধানসভা আসন জয়ের জন্য এলাকার মানুষকে ‘কৃতজ্ঞতা’ জানাতে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট উত্তরের সদ্যজয়ী তৃণমূল বিধায়ক এ টি এম আবদুল্লাকে (রনি) দলনেত্রী বলেছেন, বিজয় সমাবেশে তিনি নিজেই উপস্থিত থাকতে চান। নবনির্বাচিত বিধায়ককে আপাতত মানুষের পাশে নিজের এলাকাতেই থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বসিরহাট উত্তরের উপনির্বাচনে ৩০ হাজার ৯৪১ ভোটে জিতেছেন আবদুল্লা। অবিভক্ত বসিরহাট আসনটি ৩৪ বছর ধরে সিপিএমের হাতে ছিল। সংলগ্ন হাসনাবাদও (যেখান থেকে কিছু অংশ সীমানা পুনর্বিন্যাসের ফলে বসিরহাট উত্তরে ঢুকেছে) দীর্ঘ দিন ছিল সিপিএমের দখলে। চার মাস আগের বিধানসভা নির্বাচনেও নতুন বসিরহাট উত্তর কেন্দ্রটি সিপিএম-ই দখলে রেখেছিল। উপনির্বাচনে সেই আসনটি সিপিএমের কাছ থেকে বিপুল ব্যবধানে ছিনিয়ে নেওয়ার ফলে ওই এলাকার তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে স্বভাবতই ‘আবেগ’ অনেক বেশি। উপনির্বাচনের ফল ঘোষণার পরে আবদুল্লা চেয়েছিলেন বৃহস্পতিবারই কলকাতায় এসে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু মমতা তাঁকে বলেন, এখনই এলাকা ছেড়ে আসার দরকার নেই। যে মানুষ তাঁকে জিতিয়েছেন, তাঁদের পাশেই বরং থাকুন বিধায়ক। আর জয়ের উচ্ছ্বাসের পরিণতিতে যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য বিজয় মিছিলও আপাতত না-করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আবদুল্লা এ দিন বলেন, “দলনেত্রী বলেছেন, মানুষের কাছে থাকাই আসল কথা। জনসংযোগের কাজটাই ভাল করে করতে বলেছেন। উনি জানিয়েছেন, বসিরহাটে বিজয় সমাবেশে উনি নিজেই আসবেন।” সরকারি কাজে ব্যস্ততার জন্য বসিরহাটে উপনির্বাচনের প্রচারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের প্রচারে সন্নিহিত এলাকার অনেকগুলি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে যৌথ সভা করতেন মমতা। এ বার বসিরহাট উত্তরের উপনির্বাচনে তৃণমূলের প্রচার হয়েছে মমতাকে ছাড়াই। সেখানে দলের বিপুল জয়ের পরে এলাকার মানুষকে ‘ধন্যবাদ’ জানাতে চান তৃণমূল নেত্রী। সম্ভবত পুজোর পরে বসিরহাটে ওই বিজয় সমাবেশ হবে। |
|
|
|
|
|