Content on this page requires a newer version of Adobe Flash Player.
Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
পালে কংগ্রেস হাওয়া, ‘পরিবর্তনের’ স্বপ্নে তৃণমূল
সন্দীপন চক্রবর্তী • কলকাতা
জাফরপুর জামে মসজিদের কাছে স্কুলমাঠে ম্যারাপ বাঁধা তখনও শেষ হয়নি। একটু পরেই জনসভা করতে এসে পড়বেন তৃণমূলের দুই তারকা বিধায়ক চিরঞ্জিৎ ও সাংসদ শতাব্দী রায়। তারকাদের গঞ্জে আগমন নিয়ে অত্যুৎসাহী সমর্থককুল। এতটাই যে, ম্যারাপটা বাঁধা হয়নি, খেয়াল হল অনেক পরে! মাঠের লাগোয়া রাস্তার দু’ধারে তৃণমূলের মুখোমুখি দু’টি নির্বাচনী কার্যালয়। দুপুর বেলার ভিড় দুই ঘরেই দেদার হিন্দি ছবি দেখছে। ভোট সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর নেই। প্রশ্নকর্তার দিকে এক বার তাকিয়েই চোখ সরে যাচ্ছে টিভির পর্দায়। জটলার মধ্যেই গাড়ি থেকে নামলেন চল্লিশ বছরের এক যুবা। ভিড় পথ আগলে দাঁড়িয়ে। যুবার সঙ্গীরা বললেন, “যেতে দিন, যেতে দিন! উনিই তো প্রার্থী!” জনসভার ম্যারাপ সময়ে বাঁধা হয় না। প্রচারের সময় নির্বাচনী কার্যালয়ে সিনেমা চলে। তবু ‘স্বস্তিতেই’ আছেন তৃণমূল প্রার্থী আবু তাহের মহম্মদ (এ টি এম) আবদুল্লা! রনি নামেই এলাকা যাঁকে চেনে। তাঁর পরিষ্কার কথা, “অবিভক্ত বসিরহাটে ৩৪ বছর ধরে সিপিএমের এক জনই বিধায়ক (এ বার বসিরহাট দক্ষিণ থেকে জয়ী নারায়ণ মুখোপাধ্যায়) ছিলেন। যে হাসনাবাদের কিছু এলাকা এই কেন্দ্রে এসেছে, সেখানকারও দীর্ঘ দিন বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। চার মাস আগে রাজ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। বসিরহাটে পরিবর্তনটা হয়নি। এ বার মানুষের সামনে সেই সুযোগ!”
বিস্তারিত...
ভাতারে সংঘর্ষ চাল বিলি
নিয়ে, জখম তৃণমূলের ১৩ জন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
সরকারি চাল বিলি নিয়ে গোলমালের জেরে বর্ধমানের ভাতারে জখম হয়েছেন এক মহিলা-সহ ১৩ জন। সকলেই তৃণমূল কর্মী-সমর্থক। বৃহস্পতিবার সকালে ভাতারের খাঁড়জুলি গ্রামে ওই সংঘর্ষ হয়। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে আবু বক্কার ও শেখ হাবিবুল নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূলের অভিযোগ, সিপিএম এবং আরএসপি-র লোকজন তাদের উপরে হামলা চালিয়েছে। দুই বাম দলের পাল্টা বক্তব্য, হামলা করা দূরস্থান, তাদের কর্মীরাই ভয়ে কাঁটা হয়ে আছেন। তৃণমূলের দুই গোষ্ঠীই মারপিটে জড়িয়েছে। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগেই। খাঁড়জুলি গ্রাম যে এলাকায় পড়ে, সেই খেতিয়া পঞ্চায়েত সিপিএমের দখলে রয়েছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, সরকারি চাল বিলি নিয়ে দলবাজি চলছিল। বেছে বেছে সিপিএমের সমর্থকদেরই চাল দেওয়া হচ্ছিল। কিছু চাল বাইরেও পাচার হয়েছে বলে অভিযোগ। গ্রামের শেখ মিরজান আলির অভিযোগ, “পঞ্চায়েতের আরএসপি সদস্য আবু সালামের নেতৃত্বে চাল বিলির তদারকি হচ্ছিল। দলবাজি এবং চাল পাচারের অভিযোগ ওঠায় তিনি গ্রামবাসীকে হুমকি দিচ্ছিলেন। এ দিন সকালে তাঁর নেতৃত্বে ২০-২৫ জন গ্রামে চড়াও হয়। তাদের আটকাতে গিয়ে আতেকা বিবি নামে এক মহিলাও মার খান।”
বিস্তারিত...
ক্ষতি প্রায় সর্বত্রই, স্কুল ঘুরলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ভূমিকম্পে শ্রেণিকক্ষের দেওয়ালের একাংশে ফাটল ধরেছে। ছাদের কংক্রিটের অংশেও কিছু জায়গায় চিড় ধরেছে। ছাত্রছাত্রীরা ক্লাসে বসে সে দিকে তাকিয়ে রয়েছেন। শিক্ষকেরাও আতঙ্কে রয়েছেন। ভূমিকম্পের পর ৪ দিন কেটে গেলেও ভয়ে ভয়ে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষে বসেই ক্লাস করতে হচ্ছে শিলিগুড়ির শালুগাড়া হাই স্কুলের পড়ুয়াদের একাংশকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ওই স্কুল পরিদর্শনে যেতেই উদ্বিগ্ন প্রধান শিক্ষক শ্যাম দাস তাঁকে বিভিন্ন ক্লাসে ঘুরিয়ে ক্ষতিগ্রস্ত অংশ দেখান। প্রধান শিক্ষক বলেন, “স্কুলে বাংলা মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ক্লাস যেখানে হয় এবং নেপালি মাধ্যমের অষ্টম শ্রেণির ক্লাস ঘরের দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে। কংক্রিটের কিছু অংশেও সামান্য চিড় ধরেছে। সে কারণেও আমরা উদ্বিগ্ন ছিলাম। ভূমিকম্পের পর দিন সর্বশিক্ষা দফতরে ফোন করেছিলাম। তারা লোক পাঠিয়েছিলেন। এ দিন ব্লক প্রশাসন থেকেও লোক এসেছিল। পরে মন্ত্রী এলে তাঁকে সমস্ত দেখিয়েছি।” গৌতমবাবু তাঁকে আশ্বস্ত করে বলেন, “দ্রুত বিশেষজ্ঞ বাস্তুকারদের পাঠানো হবে। তাঁরা পরীক্ষা করে বিষয়টি দেখবেন।” এ দিন পুরসভার তরফে বাস্তুকারদের একটি দল শহরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলির একাংশ পরীক্ষা করেন। আশ্রমপাড়ায় একটি ৪ তলা ভবনের নিচ তলার কংক্রিটের স্তম্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। ওই ভবনটিতে বসবাস করা বিপজ্জনক বলেও জানিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি পুরসভার তরফে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি দলও এ দিন ওই ভবনটি পরীক্ষা করে বিপজ্জনক বলে জানায়।
বিস্তারিত...
শিশু-নির্যাতনের অভিযোগ
না নিয়ে সাসপেন্ড এএসআই
স্বপন বন্দ্যোপাধ্যায় • বিষ্ণুপুর
এক মহিলার অভিযোগ না নেওয়ায় সাসপেন্ড করা হল এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে। ঘটনাটি বিষ্ণুপুর থানার। তাঁর শিশুকন্যাকে যৌন লাঞ্ছনা করা হয়েছে, এই অভিযোগ নিয়ে সোমবার বিষ্ণুপুর থানায় গিয়েছিলেন স্বামী-বিচ্ছিন্না মণি সাঁতরা। তাঁর অভিযোগ, থানায় তাঁর লিখিত অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ‘অর্থের বিনিময়ে’ সব মিটিয়ে নিতে বলেছিলেন বিষ্ণুপুর থানার এএসআই শশাঙ্কশেখর লায়েক। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ওই মহিলার অভিযোগ না নেওয়ায় সাসপেন্ড করা হয়েছে ওই এএসআই-কে।” গ্রেফতার করা হয়েছে শিশুকন্যার উপরে নির্যাতনে অভিযুক্ত মধু খানকে। বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার পরে মণিদেবীর চার বছরের মেয়ে নিবেদিতাকে বৃহস্পতিবার ছাড়া হয়েছে। এ দিন মেয়ের পাশে বসে মণিদেবী জানালেন, সাড়ে চার বছর আগে স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তাঁর বাপের বাড়ি শহরের হাঁড়িপাড়ায়। এখন তিনি লোকের বাড়িতে কাজ করে কোনও রকমে সংসার চালান। তাঁর মেয়ের ‘দায়িত্ব’ নেবেন দাবি করে দিন কুড়ি আগে তাকে বাড়িতে নিয়ে যান বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা মধু খান। মণিদেবীর দাবি, “সোমবার ওই বাড়িতে গিয়ে দেখি, মেয়ের যৌনাঙ্গে আঘাতের চিহ্ন।
বিস্তারিত...
লক্ষ্মণ এবং দীপকেরও সাজা
হবে, হুমকি দিলেন শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • কেশপুর
শাসকদল প্রতিহিংসার রাজনীতি করছে বলে সিপিএম নেতাদের অভিযোগের জবাব দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। সুশান্ত ঘোষ যে ‘হত্যা’ ও ‘লাশ লোপাটে’র মামলায় জড়িয়ে জেলবন্দি, কেশপুরের পিয়াশালায় সেই ‘হত্যা’স্থলে দাঁড়িয়েই বৃহস্পতিবার শুভেন্দুর দাবি, “রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেই সুশান্ত ঘোষ জেলে রয়েছেন।” ‘যাঁরা অপরাধ করেও এত দিন পার পেয়েছেন’, ‘এখনও লুকিয়ে রয়েছেন’, তাঁদেরও টেনে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। হুমকির সুরেই তাঁর মন্তব্য, “সুশান্ত ঘোষ গ্রেফতার হলেও দীপক সরকার, অনিল বসু, লক্ষ্মণ শেঠরা ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মদতেই দীর্ঘ সন্ত্রাস হয়েছে। তাই তাঁদেরও সাজার ব্যবস্থা হবে।” তৃণমূল যুবনেতার এই মন্তব্যকে ‘প্রতিহিংসার আস্ফালন’ বলেই ফের কটাক্ষ করেছে সিপিএম। ন’বছর আগে ২০০২-এর ২২ সেপ্টেম্বর এই পিয়াশালায় সিপিএমের সশস্ত্র লোকজনের হামলায় তাদের সাত কর্মী নিহত হন বলে দাবি তৃণমূলের। দু’জনের দেহ উদ্ধার হলেও ৫ জন ‘নিখোঁজ’ই থেকে গিয়েছিলেন এত দিন। রাজ্যে পালাবদলের পরে জুনের গোড়ায় পিয়াশালার কাছে দাসেরবাঁধে মাটি খুঁড়ে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। সেই হাড়গোড় পিয়াশালা থেকে নিখোঁজদেরই বলে দাবি ওঠে। নতুন করে মামলা দায়ের হয়।
বিস্তারিত...
তিন কলেজে জয়ী সিপি-টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেল মেদিনীপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচন। তবে আরও ৪টি কলেজে নির্বাচন হল বৃহস্পতিবার। দু’টিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ছাত্র পরিষদ। একটি কলেজে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ জোট এবং একটি কলেজে এসএফআই জয়ী হয়েছে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন কলেজেই কোণঠাসা এসএফআই। প্রভাব বাড়ছে সিপি-টিএমসিপি’র। তবে এসএফআইয়ের বক্তব্য, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, তাহলে সর্বত্র ধরাশায়ী হবে টিএমসিপি। উঠেছে ‘সন্ত্রাসে’র অভিযোগও। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “ধরাশায়ী হবে জেনেই টিএমসিপি মনোনয়ন দিতে দিচ্ছে না। সন্ত্রাস করছে। যে কলেজে লড়াই করার সুযোগ পেয়েছি। সেখানেই সাফল্য এসেছে।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি-র জেলা সভাপতি লোকেশ করের বক্তব্য, “বামফ্রন্টের আমলে কোনওদিন এসএফআই সমর্থকেরা পুলিশের মার খায়নি। পুলিশ ডেকেও আমরা পেতাম না। এখন পুলিশের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে। মানুষ এসএফআইয়ের সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সমর্থন করছে।” ছাত্র পরিষদ নিজেদের জয় ধরে রাখতে পেরে খুশি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ব্যবসায়ীকে গুলি করে
লুঠ ১৫ লক্ষ
ভূমিকম্পে পা খুইয়ে
প্রাণে বাঁচল বিনোদ
দক্ষিণবঙ্গ
বনগাঁর থিম পুজোয়
এ বার ‘পরিবর্তন’
পঞ্চায়েতে আসা বন্ধ করে
দিলেন আরও এক প্রধান
বর্ধমান
কলাপাতায় ভেসে
যাবে দেবীর নাম
সাবেকিয়ানাই বাজিমাত
করবে, আশায় কর্তারা
পুরুলিয়া
আশ্রমের পুজোই
আজ সর্বজনীন
সন্ধিপুজোর পরে
ঢাক বাজে তামড়ায়
মুর্শিদাবাদ
অধ্যক্ষকে হুমকি,
অভিযুক্ত ৫ ছাত্র
স্কুলে চার ক্লাসে
তিনি একাই শিক্ষক
মেদিনীপুর
চার মাসেই ভাবমূর্তি
নিয়ে প্রশ্ন শাসকদলে
কারখানা বন্ধ করে
আন্দোলন চলবে না
কলকাতা
৩০.৭ /২৫.৯
আজকের দিনে
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
•
১৯৫৫:
ইতালীয় ফুটবলার
পাওলো রোসির জন্ম।
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.