|
|
|
|
|
সাবেকিয়ানাই বাজিমাত
করবে, আশায় কর্তারা
সুশান্ত বণিক • আসানসোল |
|
থিম নয়। এ বার তাঁদের পুজোয় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।
শিল্পাঞ্চলের একাধিক বিগ বাজেটের পুজো কমিটির কর্তারা এ বার সে রকমই ভাবছেন। তাঁদের বিশ্বাস, আধুনিক মণ্ডপসজ্জার ভিড়ে ক্লান্ত দর্শনার্থীরা তাঁদের মণ্ডপে এসে এক নিটোল ভাবগম্ভীর পরিবেশের স্বাদ পাবেন।
এ বছর সে রকই একটি মণ্ডপ নিয়ে হাজির হচ্ছে রাধানগর অ্যাথলেটিক ক্লাব। তাদের সর্বজনীন পুজো এ বার ৫৮ বছরে পড়ল। উদ্যোক্তাদের তরফে বলরাম গুহ জানান, এ বার তাঁদের মণ্ডপে থাকবে দুর্গার ৯টি রূপ। ৯টি পৃথক মন্দির তৈরি করে প্রতিটিতে একটি করে মূর্তি বসানো হবে। এছাড়া একটি মূল মন্দিরও থাকবে। সেখানে সপরিবার স্থান পাবেন দুর্গা। মাঝখানে একটি শিব মন্দিরও তৈরি হচ্ছে। প্রায় দেড় একর জায়গা জুড়ে এ বার তৈরি হচ্ছে মণ্ডপটি। |
|
কল্যাণপুর কে সেক্টরের পুজো মণ্ডপ। নিজস্ব চিত্র। |
হুগলির পাণ্ডুয়া থেকে শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরি করার জন্য। গত দেড় মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে। চট, প্যারিস, নারকেলের ছোবড়ার উপকরণ দিয়ে মণ্ডপটি তৈরি হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষে শুক্লা দাশগুপ্ত জানালেন, মণ্ডপ দেখলে মনে হবে পর্বতের উপরে প্রাচীন মন্দির। মন্দিরের গায়ে থাকবে সুন্দর কারুকার্য।
বার্নপুরের রামবাঁধ সর্বজনীন পুজোও এ বার ৫৮ বছরে পড়ল। আয়োজকদের পক্ষে রঞ্জিত গোস্বামী জানান, এলাকার বাসিন্দারাই এ বছর আবদার করেছেন সাবেকিয়ানার পুজো হোক। তাঁরা এ বছর রাজস্থান ও উত্তরপ্রদেশের শিল্পকলার সংমিশ্রণে একটি কাল্পনিক মন্দির তৈরি করছেন। এ বার তাঁদের মণ্ডপের বৈশিষ্ট্য হল প্রায় ৬০ ফুট উচু একটি চূড়া। ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি।
আসানসোলের কল্যাণপুর কে সেক্টর দুর্গা পুজো কমিটির পুজো এ বার ২৫তম বর্ষ। স্বাভাবিক ভাবেই এ বার তাদের পুজোর জাঁকজমক একটু বেশি। উদ্যোক্তাদের পক্ষে সুমন্ত লায়েক জানান, থিম পুজোয় তাঁদের তেমন আগ্রহ নেই। তবে মণ্ডপ হবে সবার সেরা, এই ভাবনা নিয়েই কাজ শুরু করেছেন তাঁরা। আমেরিকার লক্ষ্মী-গণেশের মন্দিরের অনুকরণে তাঁদের মণ্ডপ তৈরি করছেন নৈহাটির শিল্পীরা। উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাঁশ, প্লাই, প্যারিস ও কাগজ।
এই পুজো উদ্যোক্তাদের দাবি, গণেশের মন্দিরে যে ভাবে প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলার মেলবন্ধন ঘটানো হয়েছে তার বেশির ভাগটাই তাঁদের পুজো মণ্ডপে দেখা যাবে। সেই সঙ্গে সাবেকিয়ানাও থাকবে পুরোমাত্রায়। কৃষ্ণনগর থেকে মূর্তি নিয়ে আসা হচ্ছে। পুজো মণ্ডপে সারাক্ষণ চলবে চণ্ডীপাঠ ও ভক্তিগীতি। এছাড়াও প্রতি দিন পুজো মণ্ডপে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। থিম পুজোর ভিড়ে সাবেকি মণ্ডপ দর্শকের অন্য রকম স্বাদ দেবে, আপাতত এমনই আশা উদ্যোক্তাদের। |
|
|
|
|
|