সাবেকিয়ানাই বাজিমাত
করবে, আশায় কর্তারা
কল্যাণপুর কে সেক্টরের পুজো মণ্ডপ। নিজস্ব চিত্র।
হুগলির পাণ্ডুয়া থেকে শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরি করার জন্য। গত দেড় মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে। চট, প্যারিস, নারকেলের ছোবড়ার উপকরণ দিয়ে মণ্ডপটি তৈরি হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষে শুক্লা দাশগুপ্ত জানালেন, মণ্ডপ দেখলে মনে হবে পর্বতের উপরে প্রাচীন মন্দির। মন্দিরের গায়ে থাকবে সুন্দর কারুকার্য।
বার্নপুরের রামবাঁধ সর্বজনীন পুজোও এ বার ৫৮ বছরে পড়ল। আয়োজকদের পক্ষে রঞ্জিত গোস্বামী জানান, এলাকার বাসিন্দারাই এ বছর আবদার করেছেন সাবেকিয়ানার পুজো হোক। তাঁরা এ বছর রাজস্থান ও উত্তরপ্রদেশের শিল্পকলার সংমিশ্রণে একটি কাল্পনিক মন্দির তৈরি করছেন। এ বার তাঁদের মণ্ডপের বৈশিষ্ট্য হল প্রায় ৬০ ফুট উচু একটি চূড়া। ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি।
আসানসোলের কল্যাণপুর কে সেক্টর দুর্গা পুজো কমিটির পুজো এ বার ২৫তম বর্ষ। স্বাভাবিক ভাবেই এ বার তাদের পুজোর জাঁকজমক একটু বেশি। উদ্যোক্তাদের পক্ষে সুমন্ত লায়েক জানান, থিম পুজোয় তাঁদের তেমন আগ্রহ নেই। তবে মণ্ডপ হবে সবার সেরা, এই ভাবনা নিয়েই কাজ শুরু করেছেন তাঁরা। আমেরিকার লক্ষ্মী-গণেশের মন্দিরের অনুকরণে তাঁদের মণ্ডপ তৈরি করছেন নৈহাটির শিল্পীরা। উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাঁশ, প্লাই, প্যারিস ও কাগজ।
এই পুজো উদ্যোক্তাদের দাবি, গণেশের মন্দিরে যে ভাবে প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলার মেলবন্ধন ঘটানো হয়েছে তার বেশির ভাগটাই তাঁদের পুজো মণ্ডপে দেখা যাবে। সেই সঙ্গে সাবেকিয়ানাও থাকবে পুরোমাত্রায়। কৃষ্ণনগর থেকে মূর্তি নিয়ে আসা হচ্ছে। পুজো মণ্ডপে সারাক্ষণ চলবে চণ্ডীপাঠ ও ভক্তিগীতি। এছাড়াও প্রতি দিন পুজো মণ্ডপে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। থিম পুজোর ভিড়ে সাবেকি মণ্ডপ দর্শকের অন্য রকম স্বাদ দেবে, আপাতত এমনই আশা উদ্যোক্তাদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.