টুকরো খবর
জামিন পেলেন সিপিএম নেতা
জামিন পেলেন সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল কমিটির সদস্য মনোজ দত্ত। জামুড়িয়ায় ডিওয়াইএফ কর্মী খুনের ঘটনায় জড়িত অভিযোগে গত ১২ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার ফের আদালতে তোলা হলে তাঁর জামিন মঞ্জুর করেন আসানসোলের এসিজেএম এস শর্মা। গত ২৭ অগস্ট জামুড়িয়ার খাসকেন্দায় সিপিএম-তৃণমূল সংঘর্ষের সময়ে গুলিতে নিহত হন ডিওয়াইএফ কর্মী ভীমরাজ তিওয়ারি। ওই ঘটনায় নিহতের পরিবারের তরফে তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তৃণমূলের ব্লক (২) যুব সভাপতি গোপীনাথ পাত্র পাল্টা অভিযোগ করেন, সিপিএম নেতা গঙ্গা যাদব ও মনোজ দত্তের নেতৃত্বেই গোলাগুলি চলে। তখনই এক জনের গুলি লাগে। মনোজবাবুর আইনজীবী শেখর কুণ্ডু জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার তদন্তকারী অফিসার আদালতে পেশ করা রিপোর্টে জানান, তৃণমূল কর্মী অলোক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জনের নেতৃত্বে ওই ঘটনা ঘটেছিল। অন্য দিকে, গোপীনাথবাবুর দায়ের করা মামলার তদন্তকারী অফিসার এ দিন আদালতে রিপোর্ট দেন, মনোজবাবুর নেতৃত্বেই সে দিন গোলাগুলি চলেছিল। শেখরবাবু বলেন, “দুই তদন্তকারী অফিসারের উল্টো রিপোর্ট দেখার পরেই মনোজবাবুর জামিন মঞ্জুর করে আদালত।” সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল সম্পাদক গঙ্গা যাদবের দাবি, “আমরা যে নির্দোষ তা মনোজ জামিন পাওয়াতেই পরিষ্কার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের ফাঁসানো হচ্ছে।” তৃণমূলের জামুড়িয়া ব্লক (২) কার্যকরী সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, “নিরপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে ঘটনায় কারা জড়িত।”

অন্ডালে তেল সরানোর অভিযোগে গ্রেফতার ২
কেরোসিনের কালোবাজারির অভিযোগে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল অন্ডালের মুকুন্দপুর গ্রামে। দুই স্কুটারআরোহী প্রায় ২০০ লিটার তেল নিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা তাঁদের আটক করে একটি ক্লাবে ঢুকিয়ে দেন। খবর পেয়ে এলাকার কেরোসিন তেলের ডিলার সপরিবারে বাড়ি ছেড়ে চম্পট দেন। তৃণমূলের পতাকা তেলের দোকানে লাগিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায়। পুলিশ এসে ওই দুই যুবককে গ্রেফতার করে ও তাঁদের সঙ্গে থাকা তেল বাজেয়াপ্ত করে। স্থানীয় বাসিন্দা তপন নন্দীরা জানান, ডিলার বুলারানী নন্দীর নামে দোকানটি রয়েছে। তাঁর স্বামী স্বপনবাবু দোকানটি চালান। দোকান থেকে নির্ধারিত পরিমাণ কেরোসিন বাসিন্দারা পান না বলে অভিযোগ। এ দিন তাঁরা দেখেন, দু’টি স্কুটারে চাপিয়ে তেল সরানো হচ্ছে। গ্রামবাসীরা তা দেখে তেল-সহ ওই দু’জনকে ক্লাবে আটকে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, ওই ডিলার, তাঁর স্বামী ও ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিলার ও তাঁর স্বামীর খোঁজে তল্লাশি চলছে।

নৌকা আটকে গেল দামোদরে
নদী পার হওয়ার সময়ে সাত যাত্রী-সহ একটি নৌকা আটকে গেল দামোদরে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে হিরাপুর থানার কালাঝরিয়ার কাছে। রাত প্রায় ১০টা পর্যন্ত তাঁদের উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, যাত্রীরা সকলেই হিরাপুর থানার মদনডিহি গ্রামের বাসিন্দা। তাঁরা নদী থেকে বালি তোলার কাজ করেন। পুরুলিয়ার দিক থেকে তাঁরা নৌকায় এ পাড়ে ফিরছিলেন। তাপসবাবু জানান, কালাঝরিয়ার কাছে ইস্কো স্টিল প্ল্যান্টের জল প্রকল্পে নৌকাটি আটকে যায়। ঘটনাস্থলে যান ডিসিপি (সদর) শীষরাম ঝাঝরিয়া। দমকল কর্মীরা দড়ি দিয়ে নৌকাটি টেনে আনার চেষ্টা করেন। কিন্তু সম্ভব না হওয়ায় রাতে মাইথন থেকে স্পিড বোট আনার উদ্যোগ হয়।

লরি চলায় রাস্তা বেহাল, ক্ষোভ
শিবপুর-মুচিপাড়া রাস্তায় বালির লরির ‘ওভারলোডিং’-র অভিযোগে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, অজয় নদের ঘাটে বালির লরির টোল-ট্যাক্স আদায় করার দায়িত্ব পেয়েছে একটি সংস্থা। তার পর থেকে এখানে লরির যাতায়াত বেড়ে গিয়েছে। ফলে রাস্তা বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীদের পক্ষে গিরিধারী সিংহ জানিয়েছেন, এ দিন তাঁরা অতিরিক্ত বালিভর্তি লরিগুলিকে আটকে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, টোল-ট্যাক্স আদায়কারী সংস্থার পক্ষ থেকে এর আগেও অভিযোগ করা হয়েছিল, শিবপুরের বাসিন্দারা বালির লরি থেকে ২০ টাকা করে আদায় করছেন। গিরিধারীবাবু এ দিন এই অভিযোগ অস্বীকার করেন।

বেতন মেলেনি, ক্ষোভ কাঁকসায়
অগস্ট মাসের বেতন এখনও মেলেনি। প্রতিবাদে বৃহস্পতিবার কাঁকসার বামুনাড়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখান কারখানার কর্মী ও ঠিকাকর্মীরা। ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ দিন বিকেলে কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। দ্রুত বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাসে তাঁরা নিরস্ত হন। কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্যই কর্মীদের বেতন নিয়ে টালবাহানা করছেন। কারখানা কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ মানতে চাননি।

কিশোরীর অপমৃত্যু
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে কোকওভেন থানার সুকান্তপল্লি ক্যানাল পাড় এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পিঙ্কি গড়াই (১৪)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ওই কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্কুলভোটে তৃণমূল
বারাবনির মনোহর বহাল বিবেকানন্দ স্কুলে পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনের ৬ আসনেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সোমবার এই নির্বাচন হয়। অভিভাবক সংগঠনের নেতা পাপু উপাধ্যায় জানান, বিরোধীরা কেউ নির্বাচনে যোগ দিতে পারেন নি।

এজেন্ট ঘেরাও
ভূগর্ভে জল ঢোকায় ডিজিএমএস-এর নির্দেশে বুধবার রাত থেকে রানিগঞ্জের জেমারি (আর) কোলিয়ারি বন্ধ। প্রতিবাদে এজেন্টকে ঘেরাও করল আইএনটিইউসি।

কোথায় কী
দুর্গাপুর
পরিবেশ বিষয়ক র্যালি। সকাল সাড়ে ৮টা। বেনাচিতি বাজার। উদ্যোগ: গুরু তেগবাহাদুর পাবলিক স্কুল।
আসানসোল
রামনাম সংকীর্তন। বিকাল পৌনে ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
বি-জুড়ি অ্যান্ড জাজেস কোর্স প্রশিক্ষণ। অজন্তা হোটেল। সকাল ১০টা। আসানসোল রাইফেল ক্লাব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.