l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
মদনকে রাজসাক্ষী করার আর্জি সিআইডি-র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে সিআইডি চলতি সপ্তাহেই চার্জশিট পেশ করতে চলেছে বলে সোমবার হাইকোর্টে জানিয়েছিলেন সরকারের কৌঁসুলি। মঙ্গলবার সিআইডি-র পক্ষ থেকে এই মামলায় জেলবন্দি সিপিএম কর্মী মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে রাজসাক্ষী করতে চেয়ে আবেদন জমা পড়ল মেদিনীপুর সিজেএম আদালতে। বিচারক অবশ্য এ দিন কোনও নির্দেশ দেননি। সোমবারই আদালতে হাজিরার দিন রয়েছে মদন ও বৈদ্যনাথের। ২০০২-এর ২২ সেপ্টেম্বর কেশপুরের পিয়াশালায় সিপিএমের হামলার পর কয়েক জন তৃণমূল কর্মী ‘নিখোঁজ’ হয়ে যান বলে অভিযোগ। জুনের গোড়ায় মদন সাঁতরাই দাসেরবাঁধের কোথায় ওই ‘নিখোঁজ’দের দেহ পোঁতা হয়েছিল, তা দেখিয়ে দেন বলে দাবি তৃণমূল নেতাদের। এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত, সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকেও গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থা। মদনবাবু সিআইডি-র কাছে আত্মসমর্পণ করেন।
বিস্তারিত...
বাবু মাস্টার গ্রেফতার, স্বস্তি হাসনাবাদে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
‘সন্ত্রাস’ করে এক সময় হাসনাবাদে এলাকা দখলে অভিযুক্ত বাবু মাস্টারকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। হাসনাবাদের ভবানীপুরের মডেলবাজারের বাসিন্দা ফিরোজ কামাল মনি ওরফে বাবু মাস্টারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে পুলিশের খাতায় খুন-জখম, ধর্ষণ, মারামারি-সহ একাধিক অভিযোগ ছিল। পেশায় মডেলবাজারের একটি হাইস্কুলের শিক্ষক বাবুর দাপটে এলাকার সাধারণ মানুষ ‘অতিষ্ঠ’ ছিলেন। অভিযোগ, এক সময়ে সিপিএমের ‘ছত্রছায়া’য় থাকা বাবুর নেতৃত্বে এলাকার ‘দখল’ নিয়েছিলেন বামপন্থীরা। ঠিক যেমন শাসনে প্রাক্তন স্কুল শিক্ষক মজিদ মাস্টারকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ ভেড়ি এলাকায় ‘আধিপত্য’ বিস্তার করা হয়েছিল। এ হেন বাবু মাস্টার ধরা পড়ায় স্বাভাবিক ভাবেই এলাকায় স্বস্তি এসেছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাবু ক্রমশ ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলেন বলে তৃণমূলেরই একটি সূত্রে জানা গিয়েছে।
বিস্তারিত...
আরামবাগে বিক্ষোভের মুখে সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
দলীয় কর্মসূচিতে এসে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে। মঙ্গলবার দুপুরে আরামবাগে এসেছিলেন সূর্যবাবু। জখম এক দলীয় সমর্থককে দেখে আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে বেরোনোর মুখে জনা পঞ্চাশ তৃণমূল কর্মী-সমর্থক সূর্যবাবুকে ঘিরে ‘গো-ব্যাক’ ধ্বনি তোলেন। কালো পতাকা দেখানো হয় সিপিএমের কেন্দ্রীয় কমিটি তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সূর্যবাবুকে। কিছু ‘গো-ব্যাক’ লেখা পোস্টারও সাঁটা হয়েছিল হাসপাতাল চত্বরে এবং শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে বিরোধী দলনেতাকে যাওয়ার পথ করে দেয়। সূর্যবাবু পরে এক সভায় বলেন, “রাজ্য প্রশাসন আমাদের হাতে নেই। আমি মন্ত্রী নই। তবু গো-ব্যাক বলছে। কী দলের হাতে শাসন ব্যবস্থা বুঝুন!” হাসপাতাল থেকে বেরিয়ে আরামবাগ উপসংশোধনাগারে পৌঁছন সূর্যবাবু। সেখানে নানা অভিযোগে বিচারাধীন দলের কয়েক জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
বিস্তারিত...
সেই পিয়াশালায় এ বার
প্রথম শহিদ-স্মরণ তৃণমূলের
বরুণ দে • কেশপুর
ন’বছর আগে সিপিএমের সশস্ত্র লোকজনের হামলায় তাদের সাত কর্মী নিহত হয়েছিলেন বলে দাবি তৃণমূলের। ২০০২-এর ২২ সেপ্টেম্বর কেশপুরের পিয়াশালার সেই ‘সপ্ত-শহিদ’কে স্থানীয় ভাবে এই প্রথম স্মরণের সুযোগ পাচ্ছে তৃণমূল। ‘বিরোধী’ থেকে ‘শাসকদল’-এ উত্তরণের পরে একদা তাদের কাছে ‘অবরুদ্ধ’ কেশপুরে আজ তৃণমূলেরই একাধিপত্য। উপরন্তু ওই ‘পিয়াশালা গণহত্যা’ মামলাও নতুন করে শুরু হয়েছে। যে মামলায় জড়িয়েই এখন জেল খাটছেন সুশান্ত ঘোষের মতো ‘দোর্দণ্ডপ্রতাপ’ সিপিএম নেতাও। আগামীকাল, বৃহস্পতিবার দশ বছর ছুঁচ্ছে সেই গণহত্যা। এত দিনের অধরা ‘বিচার’ও এ বার মিলবেসে প্রত্যাশাও জেগেছে দলের কর্মী-সমর্থকদের মধ্যে। এই অবস্থায় ‘পূর্ণ মর্যাদা’য় পিয়াশালায় ‘শহিদ-স্মরণে’র প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। মঙ্গলবার সকালে গিয়ে দেখা দেল, সভামঞ্চ ও শহিদ-বেদী তৈরির কাজ প্রায় শেষ। গ্রামের অদূরে তৈরি হয়েছে তোরণও। রক্তদান শিবিরেরও আয়োজন হচ্ছে ওই দিন। স্থানীয় তৃণমূল কর্মী আশিস হালদার বলছিলেন, বহু মানুষের রক্ত ঝরেছে। কিন্তু আর নয়।
বিস্তারিত...
পাহাড়ের পুনর্গঠনের জন্য
২৫০০ কোটি চাইবে মোর্চা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ভূমিকম্পের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সমতল।
গত রবিবারের সন্ধ্যার আতঙ্ক আর এক বার উস্কে দিয়ে মঙ্গলবার শিলিগুড়ির বিধান রোডের একটি বহুতল কাত হয়ে পড়ে। তাতে সামান্য উত্তেজনা দেখা দেয়। তবে শিলিগুড়ি শহরের স্কুল-কলেজ, বাজার-হাট ও জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি, পাহাড় থেকেও কমবেশি বাসিন্দা পুজোর বাজার করতে আসছেন। একই ছবি জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সেও। তবে দার্জিলিঙের কয়েকটি স্কুল, সরকারি দফতরে বড় মাপের ফাটল এবং ভাঙন দেখা দেওয়ায় এ দিনও সেগুলি বন্ধ রাখা হয়েছে। আর পাহাড় কার্যত পর্যটক-শূন্য হয়ে পড়ছে। বাসে, ছোট গাড়িতে পর্যটকের দল পাহাড় থেকে সমতলে নেমে বাড়ি ফিরতে শুরু করেছেন। কংগ্রেস সাংসদ তথা প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর এ দিন কার্শিয়াঙে যান। পরিস্থিতি খতিয়ে দেখে এ দিনই তিনি রাহুল গাঁধীকে সে সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, মেয়র গঙ্গোত্রী দত্ত এ দিন সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ি, স্কুল-কলেজ ঘুরে দেখেন।
বিস্তারিত...
অঙ্গহানি এড়াতে ছোট মূর্তি,
টেবিলে পুজো লাকুড্ডিতে
রানা সেগুপ্ত • বর্ধমান
বিসর্জনের দিন প্রতিমা বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়ে দরজার পাল্লায় লেগে ভেঙে পড়েছিল গণেশের ডান হাত। পরিবারের সদস্যেরা চিন্তায় পড়েন, প্রতিমার অঙ্গহানি যে ঘোর অমঙ্গল। এর জেরে আকারই ছোট করে দেওয়া হল প্রতিমার। গত প্রায় ১২০ বছর ধরে তাই ছোট প্রতিমারই পুজো চলছে বর্ধমান শহরের লাকুড্ডির বামুনপাড়ার অধিকারী পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় চারশো বছরের পুরনো এই পুজো শুরু করেছিলেন পূর্বপুরুষ নৃহরি অধিকারী। তিনি ছিলেন বর্ধমান রাজ পরিবারের পুরোহিত। কথিত রয়েছে, তিনি এক দিন স্বপ্ন দেখেন, নিজের বাড়িতে ষোড়শ উপাচারে পুজো করতে পারবেন কি না জিজ্ঞাসা করছেন দেবী। তার পরেই তাঁর পরিবারে শুরু হয় দুর্গার আরাধনা। তবে সেই সময়ে প্রতিমার আকার ছিল ৪২ বর্গফুট। এখন তা কমে দাঁড়িয়েছে ১৬ বর্গফুট। পরিবারের সদস্য তারকনাথ অধিকারী জানান, আকার ছোট হওয়ার পিছনে রয়েছে সেই দুর্ঘটনার কাহিনী। প্রায় ১২০ বছর আগে বিজয়ার দিন মণ্ডপ থেকে প্রতিমা বের করতে গিয়ে দরজার পাল্লায় ধাক্কা লেগে ভেঙে পড়ে সিদ্ধিদাতা গণেশের ডান হাতের একাংশ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ফুলহার নদী
ফের ফুঁসছে
ক্ষয়ক্ষতির
খতিয়ানে সমীক্ষা
দক্ষিণবঙ্গ
ট্রাকচালকদের
তাণ্ডব পেট্রাপোলে
গ্যাস বেলুনের
সিলিন্ডার ফেটে
জখম ১১ শিশু
বর্ধমান
কাঠের পুতুল-প্রতিমায়
মণ্ডপ সাজছে নতুনগ্রামে
অফিস ভাঙচুর, তৃণমূলে
গোষ্ঠী সংঘর্ষ দুর্গাপুরেও
পুরুলিয়া
তৃণমূলে প্রাক্তন
সিপিএম বিধায়ক
রাত জেগে লাইন দিয়েও
মিলল না সার, বিক্ষোভ
মুর্শিদাবাদ
ধুলিয়ান পুর-বোর্ডে ‘পরিবর্তন’ নিয়ে প্রশ্ন
মেদিনীপুর
অধ্যক্ষের বাড়িতে
হামলাতেও অভিযুক্ত শাসকদল
ইউজিসি’র সম্মান
পেল গোপ কলেজ
কলকাতা
৩৩.৫ /২৬.০
আজকের দিনে
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
•
বিশ্ব অ্যালজাইমার দিবস।
• ১৯৫৫:
অভিনেতা গুলশান
গ্রোভারের জন্ম।
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.