ইডেনে ম্যাচ না হওয়ায়
মন খারাপ সাকিবের |
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, হায়দরাবাদ: দু’হাত ভর্তি বড় বড় প্লাস্টিক ব্যাগ। দুপুর দু’টো নাগাদ শপিং সেরে সবে ফিরলেন ‘মল’ থেকে। মুখোমুখি হয়েই প্রথম প্রশ্ন, “আপনি বাঙালি? আচ্ছা, ইডেনের কী খবর? ম্যাচ হচ্ছে না?” মিনিট পাঁচেকের মধ্যে একটা থ্রি কোয়ার্টার আর টি-শার্ট গলিয়ে যে চেহারাটা লবির সোফায় গা এলিয়ে দিল তাঁকে দেখে কে বলবে, ইনিই গত বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন? লাজুক, বিনয়ী একটা ভাব সব সময় লেগেই আছে। গত রাতের নাইটদের রুদ্ধশ্বাস জয়ে তাঁর বড়সড় অবদান ছিল। টিম মূলপর্বে ওঠা থেকে আর এক পা দূরে। মন বেশ ফুরফুরে থাকার কথা। |
|
সচিনের ওয়ান ডে বাঁচাও রিপোর্ট আইসিসি-কে |
নিজস্ব প্রতিবেদন: এক দিনের ক্রিকেটকে রক্ষা করতে আইসিসি চিফ এগজিকিউটিভকে প্রোজেক্ট রিপোর্ট পাঠালেন সচিন তেন্ডুলকর। দাদা অজিত তেন্ডুলকর এবং তিনি এই রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন, কী ভাবে জাগিয়ে তোলা যেতে পারে এক দিনের ক্রিকেটের আকর্ষণ। এতে তেন্ডুলকর ভাইয়েরা আইসিসি-কে পরামর্শ দিয়েছেন, পঞ্চাশ ওভারের ক্রিকেটকে ভেঙে দু’ইনিংসে ভাগ করে দিতে। বলেছেন, পঁচিশ ওভার-পঁচিশ ওভার করে দু’ইনিংসের ম্যাচ হোক। তা হলে টস যে ভাবে ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে চলে যাচ্ছে, সেটা আর হবে না। |
 |
|
পালতোলা নৌকার সলিলসমাধি তিন ডিফেন্ডারের ছকে খেলে |
|
রতন চক্রবর্তী, পুণে: তীব্র সমালোচনার ধাক্কায় শেষ পর্যন্ত নিজের গত দু’মাসের তৈরি করা ফর্মেশন বদলে
দিচ্ছেন স্টিভ ডার্বি। তবে যখন ব্যারেটো-ওডাফাদের কোচ টিমের ছক বদলের সিদ্ধান্ত নিলেন ততক্ষণে ফেড
কাপে সলিলসমাধি ঘটে গেছে পালতোলা নৌকার। বুধবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নিয়ম রক্ষার গ্রুপ লিগ ম্যাচ
জিতলেও মোহনবাগানের কোনও লাভ নেই। শুধু দুর্গাপুজোর মুখে ‘আমরাও পারি’র সান্ত্বনা নিয়ে
বাড়ি ফেরা ছাড়া। আর ডার্বির দলের হারের সিরিজে তিন নম্বরটাও ঢুকে পড়লে লাভ চার্চিলের।
গোয়ার ক্লাব সেমিফাইনালে চলে যেতে পারে। |
|
|
|
পাহাড়ি বিপ্লবে ভারতীয় ফুটবলের
উপকারই দেখছেন ভাইচুংরা |
শেষ চারের রাস্তা
জটিল করল প্রয়াগ |
|
টুকরো খবর |
|
|