টুকরো খবর |
চিডিদের শক্ত চ্যালেঞ্জে ফেলল পৈলান |
রতন চক্রবর্তী • পুণে |
করিম বেঞ্চারিফার সালগাওকরকে শক্ত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন সুখবিন্দর সিংহ। আই লিগ চ্যাম্পিয়নদের ফেড কাপ সেমিফাইনালে যেতে হলে বৃহস্পতিবার হারাতেই হবে পৈলান অ্যারোজকে। ড্র করলেও বিদায় নিতে হবে চিডিদের। মোহনবাগান বিদায় নিলেও নতুন স্পনসর পেয়ে বাংলারই আর একটি দল পৈলান অ্যারোজ মঙ্গলবার চমকে দিল। জীবন সিংহ ও সাবিথের গোলে মুম্বই এফসি-কে ২-১ গোলে হারিয়ে। ফলে দু’ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পথে অনেক এগিয়ে জীবন সিংহরা। তবে দলের টিডি সুখবিন্দর সিংহ এখনই শেষ চারে চলে গেছেন বলে মনে করেন না। বলেন, “সালগাওকর যথেষ্ট বড় দল। এখনও ওদের সঙ্গে ম্যাচ বাকি আমাদের। তবে আমি আগে থেকেই জানতাম এই টিমটার মধ্যে ভাল খেলার ক্ষমতা আছে। সাফ কাপে আমার কাছে ওরা অনেকেই ছিল। দেখা যাক কী হয়।” ভারতীয় ফুটবলের উন্নতির জন্য জুনিয়রদের নিয়ে এই দলটি তৈরি করছে ফেডারেশন। ফেড কাপে পৈলানই একমাত্র দল যাদের দলে বিদেশি ফুটবলার নেই। সেই দলই এ দিন ২-০ এগিয়ে গিয়েছিল। পরে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান লালমপুইয়া। সালগাওকর আগের ম্যাচে ড্র করলেও এ দিন ৪-০ গোলে হারাল হ্যালকে। অসাধারণ একটি গোল করলেন মোহনবাগান বাতিল চিডি। গিলবার্ট অ্যালভিয়েরার তোলা বলে শরীর ছুড়ে গোল করেন তিনি। প্রথম গোলটিও চিডিকে ফাউলের জন্য পাওয়া পেনাল্টি থেকে করেন সুয়েকা। পরের দুটো গোল হয় ছয় মিনিটের মধ্যে। অন্য দুই গোলদাতা লোকাস লেমেরে এবং লুসিয়ানো।
|
অস্ত্রোপচার হাঁটুতে, মাঠের বাইরে সুব্রত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |

সোমবার গাওয়ের সঙ্গে
এই সংঘর্ষের পরেই চোট। |

মঙ্গলবার ব্যান্ডেজ পয়ে
হোটেলে হতাশ সুব্রত। |
|
ফেডারেশন কাপের মধ্যে বিশাল ধাক্কা খেল জাতীয় দল।নতুন স্কট তারকা অ্যালান গাওয়ের ধাক্কায় একেবারে মাস দুই বাইরে চলে যেতে হতে পারে দেশের এক নম্বর কিপার সুব্রত পালকে। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে।সুব্রতর কোচ দেবাশিস মুখোপাধ্যায় বললেন, “মনে হচ্ছে, অন্তত ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। কার্টিলেজ ছিঁড়েছে। ফুটবলে এমন হয়। মোহনবাগানে থাকার সময়ও সুব্রত চোট পেয়েছিল। তবে সেটা মরসুমের শেষে হয়েছিল। এ ভাবে মরসুমের শুরুতেই কোনও দিন চোট পায়নি।”সুব্রত এ দিন বিকেল পর্যন্ত বূুঝতে পারেননি, তাঁর চোট এত বড় হতে পারে। সাড়ে পাঁচটা নাগাদ বলছিলেন, “ব্যথাটা বেশি নেই। তবে কালকের ম্যাচটা মনে হয় খেলতে পারব না। এম আর আই রিপোর্ট এলে বোঝা যাবে, কী অবস্থা।” রিপোর্ট দেখে দেবাশিস হতাশ গলায় বললেন, “মুম্বইয়ের ডাক্তার অনন্ত জোশীর সঙ্গে কথা হচ্ছে। সুব্রত ২৩ তারিখ মুম্বই যাবে অস্ত্রোপচার করতে। তখন বোঝা যাবে, কবে অস্ত্রোপচার।” গাও তাঁর হাঁটুর উপর এসে পড়াতেই এমন ভাগ্য বিপর্যয়। সুব্রত কিন্তু বলছিলেন, “এটাকে একটা দুর্ঘটনা হিসেবেই ধরা উচিত। গাওকে আমি কোনও দোষ দিচ্ছি না।”
|
ছবি: উৎপল সরকার
|
কেকেআর-কে ঠকাতে চাই না বলছেন গম্ভীর |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতীয় ক্রিকেটারদের অত্যধিক চোট-আঘাত পাওয়া নিয়ে ঘুরিয়ে সেই বোর্ডের দিকেই আঙুল তুললেন গৌতম গম্ভীর। বলে দিলেন, যাদের এ ব্যাপারে সতর্কতা নেওয়ার কথা, তারা কিছু না করলে এ রকম বিপর্যয়ের মুখেই পড়তে হবে। স্পষ্টতই, অতিরিক্ত ক্রিকেটকে কাঠগড়ায় তুলতে চাইলেন গম্ভীর। দিল্লিতে এক অনুষ্ঠানের শেষে আনন্দবাজারকে গম্ভীর বললেন “আজকাল ক্রিকেটারদের প্রায় সারা বছরই খেলতে হয়। ক্রিকেটাররা বিশ্রামই পায় না। সেই কারণেই চোট-আঘাতের সংখ্যাও বেড়েই চলেছে। তিনটে ফরম্যাটেই প্রায় সারা বছরই আমাদের খেলতে হয়। তাই পর্যাপ্ত বিশ্রাম না দিলে চোট-আঘাতের সংখ্যা বাড়বেই।” সরাসরি না বললেও গম্ভীরের তির যে বোর্ডের দিকে সেটা পরিষ্কার। অন্যান্য খেলোয়াড়দের নিয়ে যখন দেশ বনাম ক্লাব বিতর্কের জল্পনা চলছে তখন গম্ভীর বলছেন, “চোটের জন্য ইংল্যান্ড সফরে নিজেকে দলের থেকে সরিয়ে নিয়েছিলাম। এবং একই কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আমি নিজেকে সরিয়ে নিয়েছি। চোট নিয়ে খেলে কাউকে আমি ঠকাতে চাই না। দেশের প্রতি আমি যেমন সৎ, ক্লাবের প্রতিও আমার দায়বদ্ধতা সমান। তাই আমার ডাক্তার আমাকে যখন জানায় চোট সারতে আরও কিছু দিন লাগবে তখনই ঠিক করলাম চোট না সারলে মাঠে নামব না। যদি আগামী কয়েক দিনে চোট সেরে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে পরের দিকে খেলতেও পারি।”
|
চ্যাম্পিয়ন্স লিগে নেই সচিন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন সচিন তেন্ডুলকর। পায়ের বুড়ো আঙুলের চোটের জন্য। যে চোটের কারণে ইংল্যান্ড থেকে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ না খেলেও ফিরতে হয়েছিল সচিনকে। একটি টিভি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনও সরকারি ঘোষণা না হলেও ভারতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সচিনের খেলার সম্ভাবনা নেই। এমনকী ওই সূত্রটি জানাচ্ছে, সচিনের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হরভজন সিংহ। যিনি ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজের মাঝপথে তলপেটের ব্যথায় দেশে ফেরত এলেও এই মুহূর্তে পুরো ফিট। তবে হরভজন সুস্থ হয়ে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্স টিম চোটআঘাতে জর্জরিত। সচিন ছিটকে গিয়েছেন। ইংল্যান্ড সফরে আঙুল ভেঙে রোহিত শর্মা এবং গোড়ালির চোটের কারণে মুনাফ পটেলও নেই চ্যাম্পিয়ন্স লিগে।
|
মোদীর বিষোদ্গার |
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
বোর্ড প্রেসিডেন্ট পদে শ্রীনিবাসনের অভিষেকের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ললিত মোদী। নির্বাসিত আইপিএল চেয়ারম্যান এ দিন টুইট করে বলেন, শ্রীনিবাসনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। কারণ নতুন বোর্ড প্রেসিডেন্ট আইপিএল থেকে কোচি টাস্কার্স কেরল ফ্র্যাঞ্চাইজিকে ছেঁটে ফেলে বোর্ডের কোটি কোটি টাকা ক্ষতি করে দিচ্ছেন। এখানেই থেমে থাকেননি মোদী। টুইট করে আরও যোগ করেছেন, “ভুলে যাবেন না, বোর্ডের কোষাধ্যক্ষ থাকাকালীন জি স্পোর্টসের ব্যাঙ্ক গ্যারান্টির টাকা ভাঙাতে ভুলে গিয়েছিলেন শ্রীনিবাসন। যার জন্য বোর্ডের অনেক কোটি ক্ষতি হয়।” এর ঘণ্টাখানেক পরে ফের টুইট। বক্তব্য, “টিভি-তে দেখলাম শ্রীনিবাসন বলছে যে ও চেন্নাই সুপার কিংসের মালিক নয়। টিমের মালিক ইন্ডিয়া সিমেন্ট। ও কি আশা করে কেউ ওর কথা বিশ্বাস করবে?”
|
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর |
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অধিনায়ক করা হল উইকেটকিপার মুশফিকুর রহমান-কে। অক্টোবর এবং ডিসেম্বরে ওই দুই সিরিজের জন্য সহ-অধিনায়ক অলরাউন্ডার মাহমুদুল্লা। জিম্বাবোয়ে সফরের বিপর্যয়ের জেরে অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক তামিম ইকবালকে সরিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার অধিনায়ক পাল্টানোর ক্ষেত্রে বাংলাদেশও পাকিস্তানের রাস্তায় হাঁটে কি না।
|
সিরিজ জিতল অস্ট্রেলিয়া |
নিজস্ব সংবাদদাতা • কলম্বো |
শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র করে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন মাইকেল ক্লার্ক। তিন টেস্টের সিরিজ ১-০ জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে চারে উঠে এল অস্ট্রেলিয়া। আঠারো মাস পরে টেস্টে সেঞ্চুরি পেলেন অধিনায়ক ক্লার্ক (১১২)। অন্য দিকে সিরিজ জিতলেও এই টেস্টের পরেই অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে গেলেন টিম নিয়েলসেন।
|
ম্যাচ বেঙ্গালুরুতেও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ম্যাচ ইডেনে হবে না, সোমবারই ঠিক হয়ে গিয়েছিল। এ দিন সরকারি ভাবে ঘোষণা হল, ম্যাচ তিনটে পাচ্ছে হায়দরাবাদ এবং বেঙ্গালুরু। ২৫ এবং ২৭ সেপ্টেম্বরের দুটো ম্যাচ হবে হায়দরাবাদে, ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। ১ অক্টোবরের ম্যাচ আগেই বেঙ্গালুরুতে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশ্বকাপের পর ফের ইডেন ক্রিকেট থেকে বঞ্চিত।
|
জঙ্গলমহল কাপ |
 |
‘জঙ্গলমহল কাপ-২০১১’-র বাঁকুড়া জেলা চ্যাম্পিয়ন হল বারিকুল একাদশ। সোমবার বারিকুল থানা লাগোয়া মাঠে জেলা স্তরের ফাইনাল খেলায় ১-০ গোলে সিমলাপাল একাদশকে বারিকুল হারায়। প্রতিযোগিতায় জেলার সারেঙ্গা, রাইপুর, রানিবাঁধ, সিমলাপাল, বারিকুলের ১৫৮টি দল যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীতকুমার গোয়েল, বাঁকুড়া পুলিশ সুপার প্রণব কুমার প্রমুখ। অন্য দিকে, এই প্রতিযোগিতার পুরুলিয়া জেলার চূড়ান্ত খেলায় বোরো থানার ফুটবল জয়ী হয়েছে। মঙ্গলবার বাঘমুণ্ডিতে এই খেলায় অযোধ্যা সারনা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বসন্তপুর আদিবাসী বিএসপি ক্লাব। উপস্থিত ছিলেন পুরুলিয়া পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী প্রমুখ। |
|