l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মৃতদেহ নিয়ে মিছিল,
বাড়ি-দোকান ভাঙচুর বারুইপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জমি নিয়ে সংঘর্ষের জেরে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল বারুইপুরের জয়াতলা। দু’দিন আগে, রবিবার একটি জমির দখলকে কেন্দ্র করে গুলি-বোমার সংঘর্ষে ওই এলাকায় দুই তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছিল। এ দিন সেখানে বহু ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। ঘরে ঢুকে লোকজনকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, এ দিন সকালে ওই দু’টি মৃতদেহ সামনে রেখে এলাকার বহু ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করেন তৃণমূলকর্মীরা। তৃণমূল অবশ্য ওই ভাঙচুরের ঘটনায় তাদের কর্মীদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই বলেন, “শোকমিছিল থেকে বেরিয়ে এক দল লোক এলাকার কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালিয়েছে।”
বিস্তারিত...
কেশপুরে বয়কটের মুখে সিপিএম কর্মী, জলও বন্ধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কেশপুরে ‘সন্ত্রাস’চলছেই। ক’দিন আগেই এখানে দুই সিপিএম কর্মীকে সামাজিক ভাবে বয়কট করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার আরও এক সিপিএম কর্মীকে বয়কটের পাশাপাশি তাঁর পরিবারের কেউ পানীয় জল সংগ্রহও করতে পারবে না-বলেও ফতোয়া জারির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সুবিচার পেতে জেলা পুলিশ-প্রশাসন, এমনকী জেলা তৃণমূল নেতৃত্বেরও দ্বারস্থ হয়েছেন ওই সিপিএম কর্মী। তাঁর কথায়, “জল তোলা যাবে না। কারও সঙ্গে কথা বলা যাবে না। এই পরিস্থিতিতে আমারা কার্যত ঘরবন্দি।”মঙ্গলবারই মেদিনীপুরে এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন শুভঙ্কর সিংহ নামে কেশপুরের কলাগ্রাম পঞ্চায়েতের চাঁদচক গ্রামের ওই বাসিন্দা। শুভঙ্করবাবু সিপিএমের স্থানীয় শাখা কমিটির সম্পাদক। অভিযোগ শুনে নড়েচড়ে বসেছেন তৃণমূল নেতৃত্বও।
বিস্তারিত...
ইট-আগুন-লাঠিচার্জে রণক্ষেত্র মেহেদিবাগান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যুর পরে বাস জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা। পুলিশ গেলে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান শহরের মেহেদিবাগান। জি টি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও র্যাফ লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। বাসে আগুন ধরানোর ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ। স্থানীয় ওষুধ ব্যবসায়ী শ্যামকুমার গুপ্ত (৫৫) সাইকেলে চেপে শহরেরই কল্যাণী মার্কেটে ওষুধ আনতে যাচ্ছিলেন। মেহেদিবাগানের কাছে জি টি রোডের বাঁকে বর্ধমান-বরাকর রুটের একটি বাস পিছনের দরজা খুলে লোক নামাতে নামাতে আসছিল। খোলা দরজার ধাক্কায় সাইকেল সমেত পড়ে যান শ্যামবাবু। বাসের পিছনের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়।
বিস্তারিত...
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ, দ্বন্দ্ব কংগ্রেসের সঙ্গেও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
টানা তিন দিন ধরে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ চলছে কেশপুরে। স্থানীয় তৃণমূল নেতাদের ডেকে জেলা নেতৃত্ব সতর্ক করার পরেও বিবাদ থামেনি। পুলিশকে গিয়ে সংঘর্ষ থামাতে হয়েছে। এরই মধ্যে আবার দাঁতন-২ ব্লকের শাবড়ায় কংগ্রেসের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ল প্রধান শাসকদল। শাবড়া গ্রামে কংগ্রেস সমর্থকদের বাড়ি ভাঙচুর ও কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ বাবুলের বাড়ি থেকে বোমা-গুলিও উদ্ধার করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ তৃণমূল সমর্থককে গ্রেফতারও করেছে। সংঘর্ষে দু’পক্ষের জনা দশেক কর্মী-সমর্থক আহত হয়েছেন। অন্তত কুড়িটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্তারিত...
আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত আদালত চত্বর
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
বাস মালিকদের হয়ে কোনও আইনজীবী লড়ছেন না। এর জেরে উত্তপ্ত হল কোচবিহার কোর্ট চত্বর। মে মাসে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক আইনজীবীর। গণ্ডগোলের সূত্রপাত তখন থেকেই। মঙ্গলবার দুপুরে বাস মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যদের সঙ্গে একদল আইনজীবীর ঢিল ছোড়াছুড়ি হয়। চলে ভাঙচুর। কোচবিহার শহরের কাছারি মোড় এলাকায় ওই গোলমালের জেরে অন্তত ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন আইনজীবীকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এবং র্যাফের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। গোলমালে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ২০ জনকে। ধৃতদের মুক্তির দাবিতে আজ, বুধবার থেকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ সমন্বয় কমিটি।
বিস্তারিত...
গঙ্গার গ্রাসে বন্ধই করে দিতে হল অরঙ্গাবাদের স্কুল
নিজস্ব সংবাদদাতা • অরঙ্গাবাদ
গঙ্গা এসে গিয়েছে একেবারে দোরগোড়ায়। তাই বিপদের আশঙ্কায় মঙ্গলবার থেকে অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ। সুতি ২ ব্লকের বিডিও সুকুমার বৈদ্য বলেন, “সোমবার রাত থেকে ভাঙন শুরু হওয়ার পরে স্কুল দু’টি কার্যত ঝুলে রয়েছে গঙ্গার উপরে। তিন তলা ভবন যে কোনও সময় গঙ্গা গর্ভে ভেঙে পড়তে পারে। তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।” তিনি জানান, সেচ বিভাগের গঙ্গা ভাঙন প্রতিরোধ শাখার কর্মীরা এসে সকাল থেকেই স্কুলের সামনে বালি ও পাথর ফেলছেন। কিন্তু তাতে কতটা কাজ হবে, তা নিয়ে এলাকার বাসিন্দাদের সংশয় কাটেনি।
বিস্তারিত...
ভাওয়াইয়া গানে মমতা এখন তিস্তাপারের কইন্যা
কিশোর সাহা • শিলিগুড়ি
জলবণ্টন-বৃত্তান্ত রাতারাতি যেন ‘তিস্তাপারের কইন্যা’ করে তুলেছে কালীঘাটের মেয়েকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উত্তরবঙ্গের বাতাসে ভাসছে ভাওয়াইয়া গান। জলচুক্তি ‘বাতিল’ হওয়ার খবর পেয়ে রাত জেগে ভাওয়াইয়া-শিল্পী সঞ্জীব মজুমদারের বাঁধা সে গানের শুরুটা হল: ‘শুধু কালীঘাটের নও গো তুমি/নও গো শুধুই পরিবর্তনের বন্যা। জল ধরিয়া প্রাণ জুড়াইলে/তুমি যেন মোদের তিস্তা পাড়ের কইন্যা রে....। সব মিলিয়ে ১৭ লাইনের গান। তার শিল্প-মূল্য কতটা, সে বিতর্ক তোলা থাকুক কলারসিকদের জন্য। যা নিয়ে প্রায় কোনও মহলেই বিতর্কের অবকাশ নেই তা হল, কেন্দ্রকে কার্যত জল-চুক্তি ‘বাতিলে’ বাধ্য করিয়ে উত্তরবঙ্গে ‘কর্তৃত্ব’ আরও ‘শক্তপোক্ত’ করে ফেলেছেন তৃণমূল নেত্রী। তারই বার্তা যেন মিলছে ওই ভাওয়াইয়ার কথা ও সুরে। লোকসঙ্গীত গবেষকেরা জানাচ্ছেন, সাধারণত সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে ভাওয়াইয়া গান রচিত হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
স্কুল চলছে,
চলছে সংসার
শ্রমিক-সংগ্রহে
লোক-সংস্কৃতি
দক্ষিণবঙ্গ
মগরাহাটে চরম
দুর্দশায় চাষিরা
অধিগ্রহণ নয়, জমির স্বত্ব
ফিরিয়েছি, দাবি রাজ্যের
বর্ধমান
‘দুর্নীতি’, সমবায় সমিতির দুই প্রাক্তন সদস্য গ্রেফতার
চিনাকুড়িতে কয়লাখনি বন্ধ দু’বছর, বিক্ষোভ কর্মীদের
পুরুলিয়া
বেহুলার ভাসান
দেখতে ভিড় সব ধর্মের
দলীয় সদস্যদের ভোটে
পরাস্ত সিপিএম সভাপতি
মুর্শিদাবাদ
সালারে বাম দফতরের
তালা খুলল কংগ্রেস
তৃণমূল চেয়ারম্যানের
বিরুদ্ধে অনাস্থা দলের
মেদিনীপুর
নন্দীগ্রাম-খেজুরির সম্মেলন অন্যত্র, সিদ্ধান্ত সিপিএমের
সিপি’র বন্ধ কমার্স কলেজে
কলকাতা
৩১.৫/২৬.৬
আজকের দিনে
•
১৮২২:
ব্রাজিলের স্বাধীনতা দিবস।
•
১৮২৬:
মনীষী রাজনারায়ন বসুর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.