কিসান কংগ্রেসের কার্যালয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস পেয়ে সিপিএমের সালার লোকাল কমিটির কার্যালয়ের ‘দখল’ ছেড়ে দিল কংগ্রেস।
গত রবিবার রাতে সালারের মল্লিকপাড়ায় কিসান কংগ্রেসের ভরতপুর ২ নম্বর ব্লক কার্যালয়টি সিপিএমের লোকজন পুড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করে কংগ্রেস। তাঁদের দাবি ছিল, ওই ঘটনায় অভিযুক্তদের সকলকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে। কিন্তু তা না হওয়ায় সোমবার সকালে কংগ্রেসের লোকজন গিয়ে সালার লোকাল কমিটির দফতরটি ‘দখল’ করে। ছাদে নিজেদের পতাকাও তুলে দেয় কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
কিসান কংগ্রেসের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় ১২ সিপিএম কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস। পুলিশ তার মধ্যে এক জনকে গ্রেফতার করেছে। তারপরে সোমবার রাতে পুলিশ দোষীদের গ্রেফতার করবে বলে আশ্বাস দিলে পুলিশের সামনেই সিপিএমের দফতরের তালা খুলে দেওয়া হয়। কংগ্রেসের কান্দি মহকুমা কমিটির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “আমরা সিপিএমের পার্টি অফিস দখল করিনি। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ওই দফতরে তালা দিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। পুলিশের কাছে আশ্বাস পেয়ে তালা খুলে দিয়েছি।”
সিপিএম নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, কিসান কংগ্রেসের কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় তাঁদের কর্মীরা কোনও ভাবেই যুক্ত নন। পুলিশের পাশাপাশি দলীয় স্তরেও এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। সিপিএমের কান্দি ভরতপুর সালার জোনাল কমিটির সম্পাদক কার্তিক মণ্ডল বলেন, “কংগ্রেসের কার্যালয় জ্বালিয়ে দেওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তবে আমাদের কার্যালয় দখল করাটা খুবই অন্যায় কাজ।” তিনি জানিয়েছেন, দলের দফতর ‘দখল’ করার প্রতিবাদে কান্দিতে তাঁরা প্রতিবাদ সভা করবেন। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “সিপিএমের পার্টি অফিসের তালা খুলে দেওয়া হয়েছে। কিসান কংগ্রেসের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” |