পদ্মার জলে গ্রাম ভাসলেও থেমে থাকেনি ফুটবল। সাগরপাড়া হাইস্কুলের মাঠে ওয়াইএমএ ক্লাবের পরিচালিত অরুণ স্মৃতি ও গঙ্গাপদ সরকার স্মৃতি শিল্ডের খেলা দেখতে ভিড় উপছে পড়ছে প্রথম দিন থেকেই। গ্রামের মানুষ ৭ টাকা করে টিকিট কেটেই আসছেন খেলা দেখতে।
সীমান্তের গ্রাম সাগরপাড়ায় ১৫ বছর ধরে চলছে এই ফুটবল প্রতিযোগিতা ২ সেপ্টেম্বর থেকে নদিয়া-মুর্শিদাবাদের মোট ৮টি দল নিয়ে খেলা শুরু হয়েছে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের বক্তব্য, টিকিট কেটে মাঠে আসতে হচ্ছে দর্শকদের। তবু উৎসাহের অভাব নেই। ছাত্রদের জন্য অবশ্য টিকিটের দাম ৫ টাকা করে।
দর্শকদের বক্তব্য, খেলার মান ভাল হওয়ার জন্যই ভিড় হচ্ছে মাঠে। নরসিংহপুরের দেশবন্ধু কিশোর সংঘের সঙ্গে মুর্শিদাবাদ জেলা লিগ চ্যাম্পিয়ান হিন্দ ক্লাবের খেলার জন্য যেমন মুখিয়ে রয়েছেন তাঁরা। হিন্দ বিখ্যাত ক্লাব। সেই সঙ্গে নরসিংহপুরের ক্লাবের হয়ে ৮ সেপ্টেম্বর মাঠে নামার কথা তিন নাইজেরিয়ার খেলোয়াড়েরও। ওই খেলার টিকিটের চাহিদা তুঙ্গে। দেশবন্ধু কিশোর সংঘের সম্পাদক রোপণ রায় বলেন, “ওই প্রতিযোগিতায় আমরা চার বার খেলেছি। একবারও জিততে পারিনি। তাই এ বার নাইজিরিয়ার খেলোয়াড়দের নিয়ে আসব।” মেসির আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার খেলার পরে উৎসাহ আরও বেড়েছে। তবে এই প্রতিযোগিতায় যাঁরা আসবেন, তাঁরা কেউই নাইজেরিয়ার জাতীয় দলের খেলোয়াড় নন। ওয়াইএমএ ক্লাবের হাসিবুল সরকার বলেন, “নাইজেরিয়ার খেলোয়াড়েরা আসছে শুনেই টিকিটের চাহিদা বেড়ে গিয়েছে। মাঠে জায়গা দেওয়া শক্ত হবে ওই দিন।”
প্রতিযোগিতার উদ্যোক্তাদের অন্যতম হিমাদ্রি সরকার বলেন, “প্রাকৃতিক বিপর্যয়, দারিদ্র, অনুন্নয়ন, অশিক্ষার সঙ্গে সীমান্তের মানুষকে প্রতিদিন লড়াই করতে হয়। তার মধ্যেই তাঁরা মাঠে আসছেন টিকিট কেটে খেলা দেখতে। এটাই বড় পুরস্কার।” |