l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
রাজ্য সরকার এবং মোর্চার বিরুদ্ধে
প্রতারণার অভিযোগ অশোকের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
গোর্খা আঞ্চলিক প্রশাসন (জিটিএ) বিল পাশ করে রাজ্য সরকার পাহাড়ের মানুষের সঙ্গে ‘প্রতারণা করল’ বলে অভিযোগ করলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। একই অভিযোগের আঙুল তিনি তুলেছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বের দিকেও। যদিও মোর্চা এবং তৃণমূল নেতৃত্ব এই অভিযোগের পিছনে অশোকবাবুর ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার বিধানসভায় পাশ হয় ওই বিল। রবিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে বিল-প্রসঙ্গে ওই অভিযোগ করেন প্রবীণ সিপিএম নেতা অশোকবাবু। তাঁর দাবি, বামেরা রাজ্যে ক্ষমতায় থাকার সময় পাহাড়কে ষষ্ঠ তফসিলের অন্তভুর্ক্ত করা বা স্বায়ত্তশাসন দেওয়ার আলোচনা যে পর্যায়ে এগিয়ে গিয়েছিল, জিটিএ বিলে পাহাড়ের বাসিন্দাদের তা থেকে ‘অনেক কম’ ক্ষমতা দেওয়া হচ্ছে। এমনকী, ‘রেগুলেশন’ তৈরির যে ক্ষমতা এ রাজ্যে পুরসভাগুলি পায়, ‘সেটুকু’ও থাকছে না গোর্খা আঞ্চলিক প্রশাসনের হাতে। অশোকবাবুর অভিযোগ, “রাজ্য সরকারের পাশাপাশি, জিটিএ বিল মেনে নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাও পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করল।” এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের প্রতিক্রিয়া, “আগে অশোকবাবু বলেছিলেন, জিটিএ চুক্তি বাংলার মানুষের পক্ষে দুর্ভাগ্যের। ওই চুক্তি বিচ্ছিন্নতাবাদীদের মদত দেবে। এখন উল্টে বলছেন, জিটিএ বিল পাশ করে পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নানা প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতা জিটিএ-কে দেওয়ার কথা বিলে উল্লেখ করা হয়েছে। তা ছাড়া, অনেক বিষয়ে ক্ষমতাও থাকবে জিটিএ-র হাতে।” ওই তৃণমূল নেতার সংযোজন, “বিধানসভায় বিল পাশের সময় অশোকবাবুদের প্রতিনিধি তথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ছিলেন।
বিস্তারিত...
স্বরূপনগরে মেয়ের সহপাঠীকে
খুনের দায়ে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর
মেয়ের সহপাঠী আন্না খাতুনকে খুন করার অভিযোগে স্বরূপনগরের আজমল গাজিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে বাংলানি গ্রামের বাড়ি থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার বসিরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেল-হেফাজতে রাখার নির্দেশ দেন। এ দিনই সন্ধ্যায় আন্নার দেহ গ্রামে এলে জনতা আজমলের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আজমলের মেয়ে মাসুরা খাতুনের সহপাঠী ছিল বাংলানি গ্রামের ১১ বছরের আন্না খাতুন। গত ২৫ অগস্ট বই নিয়ে বচসা হয় দুই বন্ধুর। মাসুরা আন্নার বই নিয়ে নেয়। অভিযোগ, আন্না মাসুরাকে চুরির অপবাদ দেয়। মাসুরা সে কথা তার বাবাকে বলে। আজমলের বউদি আকলিমা বিবির কাছে আন্না আরবি পড়ত। ২৬ অগস্ট আন্না আজমলদের বাড়ির বারান্দায় বসে পড়ছিল। মাসুরা তখন ফের পুরনো কথা তোলায় আন্না তাকে ‘ডিস্টার্ব’ করতে বারণ করে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, আজমল মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে গেলে আন্না তাঁকেও ‘ডিস্টার্ব’ করতে বারণ করে। এতেই রেগে গিয়ে আজমল ভাবেন, তাঁকে ইংরেজিতে গালাগাল দিচ্ছে আন্না। এর পরেই তিনি গলার টুঁটি চেপে আন্নাকে মাটিতে আছড়ে, মারধর করেন বলে অভিযোগ। আন্না অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার বিকালে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। আন্নার বাবা নজরুল গাজি পুলিশের কাছে আজমলের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, জেরায় আজমল তাদের কাছে জানিয়েছেন, ‘রাগের বশে’ তিনি ওই ‘কাণ্ড’ ঘটিয়ে ফেলেছেন। আন্না ইংরেজিতে যা বলেছিল, তা তিনি বুঝতে পারেননি। ভেবেছিলেন, মেয়েটি তাঁকে গালাগাল দিচ্ছে। আজমলের বাবা গোলাম গাজিও বলেন, “আমার ছেলে ইচ্ছাকৃত ওই ঘটনা ঘটায়নি। আমরা তদন্তে পুলিশকে সব রকম সাহায্য করতে চাই। সেই কারণেই মেয়েটিকে যখন হাসপাতালে ভর্তি করানো হচ্ছিল, আমরা গিয়েছিলাম। থানায় আন্নার বাবা যখন ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছিলেন, তখনও আমি ছিলাম।” আন্নার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না-তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
বিস্তারিত...
জমিতে ট্রাক্টর নামতেই গুলি-বোমা বারুইপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যে আবার জমি নিয়ে রক্তপাত। প্রাণহানি। একটি জমির দখলদারি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন শাসক দল তৃণমূলের দু’জন। গুরুতর আহত হয়েছেন দু’জন। তাঁরাও তৃণমূলের সমর্থক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার বৃন্দাখালি গ্রামের জয়াতলায়। পুলিশ জানায়, নিহতদের নাম সাধন নস্কর (৩৫) ও সন্ন্যাসী নস্কর (২২)। গোপাল হালদার ও দেবপ্রসাদ মির্ধা নামে অন্য দুই তৃণমূল-সমর্থক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাঙ্গামায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ছ’জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জয়াতলায় র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশ পিকেট বসেছে পাশের হিমঞ্চি গ্রামেও। সংঘর্ষ কেন? পুলিশি সূত্রের খবর, ওই এলাকায় আট বিঘে জমির মালিকানা নিয়ে কয়েক বছর ধরে মামলা চলছে। সিপিএমের-সমর্থকেরা ওই জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে চাষ করছিল বলে তৃণমূলের অভিযোগ। রবিবার সকালে তৃণমূল-সমর্থকেরা লোকজন নিয়ে ওই জমিতে ট্রাক্টর চালিয়ে ধান চাষের মাটি তৈরির কাজ শুরু করতে গিয়েছিলেন। হাঙ্গামার পরে তৃণমূল এবং সিপিএম নেতাদের মধ্যে চাপান-উতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, হামলাকারীরা সিপিএমের। সিপিএম নেতারা অবশ্য বলেছেন, বাইরে থেকে আসা তৃণমূলকর্মীরাই ‘চিনতে না-পেরে’ এলাকার তৃণমূলকর্মীদের উপরে হামলা চালিয়েছে।
বিস্তারিত...
জমিমালিকদের সঙ্গে আলোচনায় নির্মাণ সংস্থার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
বিক্ষোভের মুখে পড়ে জমিমালিকদের সঙ্গে আলোচনায় বসলেন অন্ডাল বিমাননগরী নির্মাণে নিযুক্ত বেঙ্গল এরোট্রোপলিস কর্তৃপক্ষ। রবিবার দুপুরে দুর্গাপুরে সংস্থার অফিসে ওই জমিমালিকদের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয় তাঁদের। সংস্থার সিইও সুব্রত পাল বলেন, “ওঁদের দাবি-দাওয়া লিখিত ভাবে জমা দিতে বলেছি। তা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।” জমির দাম বাড়ানোর দাবিতে বিমাননগরী গড়ার কাজে বেশ কিছু দিন ধরে বাধা দিচ্ছেন কিছু জমিমালিক। এ দিন অন্ডাল পঞ্চায়েত অফিসে একটি স্তন-ক্যানসার নির্ণয় শিবিরের আয়োজন করেছিলেন এরোট্রোপলিস কর্তৃপক্ষ। সকাল ১১টা নাগাদ সেখানে যাচ্ছিলেন সংস্থার অন্যতম আধিকারিক শুভঙ্কর গঙ্গোপাধ্যায়। রাস্তায় জমিমালিকদের দু’টি সংগঠন ‘অন্ডাল ব্লক কৃষক ও খেতমজুর সংগ্রাম কমিটি’ ও ‘দুবচুড়ুরিয়া কৃষক স্বার্থরক্ষা কমিটি’র সদস্যেরা তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভঙ্করবাবু গাড়ি ঘুরিয়ে ফিরে যান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘণ্টাখানেক পরে শুভঙ্করবাবুকে নিয়ে সেখানে যান সংস্থার সিইও সুব্রতবাবু। তিনি ওই জমিমালিকদের দুর্গাপুরে সংস্থার অফিসে গিয়ে দেখা করতে বলেন।
বিস্তারিত...
জঙ্গলমহলের উন্নয়নে ফের প্রকল্প প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের উন্নয়নে আরও একটি ‘বিশেষ পরিকল্পনা’ তৈরি করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের কাছে সেই রিপোর্ট পাঠানোও হয়েছে। সাধারণ ভাবে জেলা প্রশাসন, রাজ্য সরকার, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর, জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কিংবা কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যানে যে কাজ হচ্ছে তার বাইরেও জঙ্গলমহলের উন্নয়নে জোর দিতেই ‘বিশেষ প্রকল্প’ বলে জানিয়েছে প্রশাসন। এই বিশেষ প্রকল্পে সেচ, পানীয় জল, গৃহহীনদের বাড়ি তৈরি থেকে রাস্তা নির্মাণ-সব কিছুই রয়েছে। যার জন্য ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৬০ লক্ষ টাকা। মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের প্রতিটিতে সেচের জন্য ১০টি করে গভীর নলকূপ তৈরির কথা ভাবা হয়েছে। সব মিলিয়ে ১১০টি নলকূপ তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। সেই সঙ্গে প্রতি ব্লকে ২০টি করে মিনি ডিপটিউবওয়েলের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬০ লক্ষ টাকা। ভূগর্ভস্থ জল ধরে রাখার জন্য প্রতিটি ব্লকে ৫টি করে ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্ক তৈরি করা হবে। ৫৫টি ট্যাঙ্কের জন্য ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এ সবই করা হবে সেচের সুযোগ বাড়াতে। গ্রামে-গ্রামে পাইপলাইনে পানীয় জল সরবরাহের জন্যও প্রতিটি ব্লকে ১০টি করে কমিউনিটি ট্যাঙ্ক তৈরির প্রস্তাব রয়েছে। সে জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা।
বিস্তারিত...
খোঁজ নেই দলীয় কর্মীর, গুসুম্বয় কংগ্রেস নেতারা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া ও বর্ধমান
কাটোয়ার গুসুম্ব গ্রামে নিখোঁজ কংগ্রেস কর্মীকে উদ্ধারে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় প্রদেশ কংগ্রেস। রবিবার দুপুরে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া গুসুম্ব গ্রামে গিয়ে এই অভিযোগ করেন। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য বলেন, “আমরা তদন্ত করছি। খুব তাড়াতাড়ি নিখোঁজের সন্ধান মিলবে।” এ দিনই গ্রাম থেকে ফেরার পথে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান প্রদীপবাবু। এ দিন গুসুম্বয় তিনি বলেন, “আমাদের নিখোঁজ কর্মীকে উদ্ধার করার ব্যাপারে পুলিশের তদন্তে আমরা খুশি নই। আমরা দেখতে চাই পরিবর্তিত সরকারে পুলিশের ভূমিকার পরিবর্তন হচ্ছে কি না।” গুসুম্ব গ্রামের নিখোঁজ ওই কংগ্রেস কর্মীর নাম নিমাই সাহা। প্রদীপবাবুর পাশেই ছিলেন রাজ্য মন্ত্রিসভার সেচ ও কুটির শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, “পরিবারের লোকেরা বুঝতেই পারছেন না নিমাইবাবু মৃত না জীবিত। পুলিশ শিথিলতা করছে কি না সে দিকে নজর রাখা হচ্ছে।” তিনি আরও জানান, সোমবার মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে রিপোর্ট জমা দেবেন তিনি। ইতিমধ্যেই কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গত শুক্রবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিখোঁজ কর্মীকে উদ্ধার করার দাবি জানিয়েছেন। তবে পুলিশের অনুমান, নিমাইবাবুকে খুন করে তাঁর দেহ লোপাট করা হয়েছে। বর্ধমানের জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আমাদের ধারণা, গাড়ি করে তাঁর দেহ নিয়ে পগারপার হয়েছিল দুষ্কৃতীরা। আমরা গুসুম্ব গ্রাম থেকে একটি সন্দেহভাজন গাড়ি আটক করেছি। গাড়ির মালিক পলাতক।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কর্মীর অভাব, টিকিট
বিক্রি বন্ধে দুর্ভোগ
মজুরি বৃদ্ধি নিয়ে
ফের বৈঠক আজ
দক্ষিণবঙ্গ
ফের সোনার দোকানে
চুরি, আতঙ্ক
জলপ্রকল্প থেকে উপযুক্ত
পরিষেবা, না মেলায় ক্ষোভ
বর্ধমান
‘দলবিরোধী কাজ’, তৃণমূল
পুরপ্রধান বহিষ্কৃত গুসকরায়
কয়েক লক্ষ ভুয়ো
রেশন কার্ড মহকুমায়,
অভিযান প্রশাসনের
পুরুলিয়া
ভুয়ো রেশন কার্ড
ধরতে গণশুনানি
অনাস্থা এনে সদস্যরা
গরহাজির আস্থা ভোটে
মুর্শিদাবাদ
অস্থায়ী কর্মীর ‘আবিষ্কারে’
বিদ্যুৎ অপচয় রুখছে
জঙ্গিপুর পুরসভা
দুষ্কৃতীদের বোমায় গুরুতর
জখম সুতি থানার ওসি
মেদিনীপুর
কবে হবে পারাঙের
সেতু, সংশয়
কেশপুরের নেতাদের তলব
জেলা তৃণমূল নেতৃত্বের
কলকাতা
৩০.০/২৬.২
আজকের দিনে
•
১৮১৭:
রাশিয়ান লেখক
অ্যালেক্সি টলস্টয়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.