অন্তত সাড়ে তিন লক্ষ ভুয়ো রেশন কার্ড রয়েছে আসানসোল মহকুমায়। গত কয়েক বছর ধরে এই সব কার্ড দিয়ে রেশন দোকানগুলি থেকে বিপুল খাদ্যশস্য তোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো রেশন কার্ড বাতিলে অভিযান চালিয়ে উঠে এসেছে এমনই তথ্য। বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, এই সব কার্ড বাতিলের জন্য অভিযান চলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এপ্রিলের জনগণনা অনুযায়ী আসানসোল মহকুমার মোট জনসংখ্যা ১৬ লক্ষ ৭০ হাজার। অথচ রেশন কার্ডের সংখ্যা ২০ লক্ষ ৩০ হাজার। উল্লেখ্য, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়ো রেশন কার্ড বাতিলে উদ্যোগের নির্দেশ দিয়েছেন সব জেলা প্রশাসনকে। বর্ধমানের জেলাশাসক জানান, এ ব্যাপারে অভিযান শুরু হয়েছে। শনিবার তিনি আসানসোলে এ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে যান। তিনি বলেন, “আমরা মহকুমার সমস্ত রেশন ডিলারকে খোঁজখবর নিয়ে ভুয়ো রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছিলাম।” জেলাশাসক দাবি করেন, এখনও পর্যন্ত প্রায় দু’লাখ ভুয়ো কার্ড বাতিল করা হয়েছে। গত সপ্তাহে একাধিকবার মহকুমায় রেশন ডিলারের দোকানে মহকুমাশাসক ও জেলাশাসক আচমকা অভিযান চালিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা যায়। তার পরেও প্রায় দেড় লক্ষ ভুয়ো কার্ড রয়েছে। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, অভিযান এখনও চলছে। রেশন দফতরের পরিদর্শকেরা ভুয়ো কার্ডগুলি চিহ্নিতকরণের কাজ করছেন। রেশন দফতর সূত্রে জানা যায়, মহকুমার বিভিন্ন জায়গায় আরও অন্তত পঞ্চাশ হাজার নতুন কার্ডের জন্য আবেদন জমা পড়েছে।
ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্যের কালোবাজারিও চলছে বলে প্রশাসন সূত্রের খবর। মহকুমা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে দেখা গিয়েছে, বেশ কিছু অসাধু রেশন ডিলার ভুয়ো নামধাম দিয়ে কার্ড তৈরি করছেন। তা দিয়ে খাদ্যশস্য তুলে কালোবাজারি হচ্ছে। মহকুমাশাসক জানান, এই অসাধু কারবারে যাঁরা রয়েছেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেশন নিয়ে সভা। ভুয়ো রেশন কার্ড জমা দেওয়া, প্রকৃত বিপিএলের আওতায় কারা প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোপডাঙায় একটি সভার আয়োজন করল তৃণমূল। ছিলেন ব্লক যুব সভাপতি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য পলাশ পান্ডে। তাঁরা জানান, অজ্ঞতার কারণে এলাকার মানুষ রেশন কার্ড ও বিপিএল তালিকার বিষয়ে প্রতারণার শিকার হন। সেই জন্যই এই সভার আয়োজন করা হয়। |