শুক্রবারই তাঁকে দেখা গিয়েছিল যুবভারতীতে অন্য ভূমিকায়। সহকারী রেফারি হিসেবে মেসি-ম্যাচ খেলানোর দিন দু’য়েক পরে পেশার টানে মাছ বিক্রি করছেন বিপ্লব পোদ্দার। রবিবার শ্রীরামপুরের টিনবাজারে। নিজস্ব চিত্র