দু’দল সমাজবিরোধীর বোমাবাজি ঠেকাতে গিয়ে বোমার ঘায়ে গুরুতর জখম হলেন মুর্শিদাবাদের সুতি থানার অফিসার ইন-চার্জ সুরজিৎ সাধুখাঁ। রবিবার সন্ধ্যায় সুতির মালোপাড়া গ্রামে তুমুল বোমাবাজি হচ্ছে শুনে থানার জনা পাঁচেক কনস্টেবলকে নিয়ে সেখানে যান। পুলিশ সূত্রের খবর, জিপ থেকে নামতেই তাঁকে লক্ষ করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ডান কাঁধে বোমা লেগে জিপের সামনে লুটিয়ে পড়েন ওসি। সঙ্গে সঙ্গে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বোমায় সুরজিৎবাবুর ডান হাতটি মারাত্মক জখম হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ‘রেফার’ করে দেওয়া হয় কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। |
পরে জঙ্গিপুর ও বহরমপুর থেকে পুলিশ বাহিনী মালোপাড়া গ্রামে গিয়ে ৭০ জনকে গ্রেফতার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “ওই এলাকায় প্রায়ই সমাজবিরোধীদের দু’টি গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। এ দিন বিকেল থেকেই তা শুরু হয়েছিল। সেই সময়ে অরঙ্গাবাদে একটি খেলার মাঠে ডিউটিতে ছিলেন ওই ওসি। খবর পেয়েই ওই গ্রামে পৌঁছতেই তাঁকে বোমা মারে দুষ্কৃতীরা।”
চোলাই মদ তৈরি নিয়ে ওই গ্রামে দুষ্কৃতীদের গণ্ডগোল নতুন ঘটনা নয়। শনিবার এ নিয়ে দু’পক্ষকে ডেকে থানায় একটি বৈঠকও করেছিলেন ওই ওসি। তবে চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন দুপুর থেকে বোমাবাজি শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, ঘণ্টা দু’য়েকের মধ্যে শ’চারেক বোমা পড়ে গ্রামে। ভাঙচুর করা হয় অন্তত ১৫টি বাড়ি। |