কানের দুল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল এক দুষ্কৃতী। ষাটোর্ধ্ব সোহাগী হালদারের চিৎকারে গ্রামবাসীরা ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন। পুলিশের সাহায্যে গয়না ফেরতও পেয়ে যান আহত ওই বৃদ্ধা। কিন্তু তাঁকে ব্যাপক হয়রান হতে হয় একটি অভিযোগ দায়ের করতে গিয়ে। আরপিএফ পাঠায় সুতি থানায়। সুতি থানার কর্তব্যরত পুলিশকর্মী তাঁকে যেতে বলেন জঙ্গিপুর রেলপুলিশের কাছে।
রবিবার সকালে স্বামীকে নিয়ে আজিমগঞ্জগামী মালদহ টাউন প্যাসেঞ্জারে খাগড়াঘাটে যাচ্ছিলেন সোহাগীদেবী। নিমতিতা স্টেশনের কাছে অমিত দাস নামে ওই দুষ্কৃতী তাঁর কানের দুল ছিনতাই করে ট্রেন থেকে লাফ দেয়। সোহাগীদেবীর চিৎকারে পাশের গ্রামের লোক ওই দুষ্কৃতী ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
সোহাগীদেবী বলেন, “সুতি থানার ডিউটি অফিসার আমায় স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। সেখান থেকে ফিরে প্রায় দু’ঘণ্টা থানায় বসিয়ে রাখার পর দুলটি আমায় ফেরত দিয়ে জঙ্গিপুর রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে বলে।” সমস্যায় পড়েন সোহাগীদেবী। রবিবার বিকেলে ৩০ কিলোমিটার দূরে ফরাক্কায় বাড়ি ফিরবেন না ২০ কিলোমিটার দূরে জঙ্গিপুরে যাবে অভিযোগ দায়ের করতে। শেষে বৃদ্ধ স্বামীকে নিয়ে বাড়িই ফিরে যান তিনি।
সুতি থানার ওসি সুরজিৎ সাধুখাঁর কথায়, “ঘটনাটি রেলের কামরায় ঘটেছিল। সেক্ষেত্রে তো রেলপুলিশের কাছেই অভিযোগ দায়ের করতে হবে। ধৃত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সেটাই তো বলা হয়েছিল ওই মহিলাকে!” জঙ্গিপুর রেল পুলিশের ইনচার্জ দুলাল মুখোপাধ্যায় বলেন, “বয়স্ক মহিলার পক্ষে যখন রেল পুলিশের কাছে আসা সম্ভব নয়, তখন সুতি থানাতেও অভিযোগ দায়ের করা যেত। পরে সেটা রেল পুলিশের কাছে হস্তান্তর করা যায়। এটা নিয়মের মধ্যেই আছে। ওই মহিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।” জঙ্গিপুরের এসডিপিও আনন্দ রায় বলেন, “রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার কথা। গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
|
বহরমপুর এফইউসি ময়দানে ফাইনালে মুখোমুখি অভ্যুদয় ও হিন্দ।
গোল পার্থক্যের বিচারে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলা লিগ চ্যাম্পিয়ন হল হিন্দ ক্লাব। রবিবার এফইউসি ক্লাব ময়দানে অনুষ্ঠিত জেলা লিগের শেষ ম্যাচে তারা অভ্যুদয় সংঘের কাছে ১-০ গোলে হেরে যায়। জয়সূচক গোলটি করেন অভ্যুদয়ের সম্রাট ঘোষ। এদিন জয়ী হওয়ায় অভ্যুদয় ও হিন্দের সমসংখ্যক পয়েন্ট হয় ২১। কিন্তু গোল পার্থক্যে হিন্দ চ্যাম্পিয়ান হয়। দ্বিতীয় স্থান পায় অভ্যুদয়। লিগের দুটি ম্যাচ হলুদ কার্ড দেখা সত্ত্বেও ওই ফুটবলারকে এদিন মাঠে নামায় বলে হিন্দের বিরুদ্ধে অভিযোগ। অভ্যুদয়ের পক্ষে বীরেন মণ্ডল বলেন, “লিগের দুটি ম্যাচে হলুদ কার্ড দেখা ফুটবলারকে এদিন বেআইনি ভাবে খেলানোর জন্য লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
|
টানা ২৩ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে বেলডাঙা এসআরএফ কলেজ। ১২ অগস্ট ছাত্র পরিষদ ও এসএফআইয়ের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কলেজে ভাঙচুরও চলে। অনির্দিষ্টকাল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত তারপরেই। ওই ঘটনায় পুলিশ দুই ছাত্রকে গ্রেফতার করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায় বলেন, “স্টাফ কাউন্সিলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে পঠনপাঠন শুরু হবে।”
|
অসুস্থতার জন্য পদত্যাগ করলেন বেলডাঙা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের রিম্পা দাস। ১৪ সদস্যের ওই পুরসভায় ১০টি আসন কংগ্রেস এবং ৩টি বামফ্রন্ট ও ১টি বিজেপি-র দখলে। কংগ্রেসের পুরপ্রধান অনুপমা সরকার বলেন, “১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শারীরিক অসুস্থতার জন্য পদ থেকে অব্যহতি চেয়েছেন। বিষয়টি মহকুমাশাসককে জানানো হয়েছে এবং কাউন্সিলরের অনুরোধ রাখা হয়েছে।” এরপর ওই ওয়ার্ডে ভোট হবে কি না তা নিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত জেলাশাসক নেবেন।”
|
প্রায় ৬৫টি তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বেলডাঙার কাপাসডাঙা গ্রামে লটারিপাড়ার কলাবাগানে বোমাগুলি মেলে। তবে পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। |