গ্রামে গিয়ে শুনানির মাধ্যমে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু করল পুরুলিয়া জেলা প্রশাসন। রবিবার পুরুলিয়া ১ ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। তিনি বলেন, “সেপ্টেম্বরের মধ্যে জেলার ২০টি ব্লকের ১৭০টি পঞ্চায়েতের ১০৬৪টি রেশন দোকানো থাকা তালিকা ধরে ধরে ভুয়ো রেশন কার্ড চিহ্নিকরণের কাজ শেষ হবে।” |
১ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুরুলিয়ায় এসে জানিয়েছিলেন, এই জেলায় প্রচুর সংখ্যক ভুয়ো রেশন কার্ড রয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে ভুয়ো কার্ড দ্রুততার সঙ্গে চিহ্নিত করে বাতিলের নির্দেশও দেন খাদ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, সোনাইজুড়ি পাশাপাশি মানবাজার ১ ব্লকের বিমরি পঞ্চায়েত, কাশীপুরের মণিহারা পঞ্চায়েত, বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েত, বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া, পাড়া ব্লকের সডিহা সুরুলিয়া, বাঘমুণ্ডির অযোধ্যা পঞ্চায়েত, নিতুড়িয়ার জনার্দন্ডি এবং জয়পুরের ঘাঘরাএই ৯টি ব্লকের ৯টি পঞ্চায়েত এলাকায় জনশুনানির মাধ্যমে ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। লটারির মাধ্যমে এই ব্লক ও পঞ্চায়েতগুলিকে প্রশাসন বেছে নিয়েছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি জানান, ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকের নেতৃত্বে জনশুনানি হয়েছে। ভুয়ো কার্ড ধরার পাশাপাশি এই কর্মসূচিতে নতুন রেশন কার্ড দেওয়ার ব্যবস্থাও থাকছে। |