Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ভুল নামে সাড়া দিয়ে ফাঁদে চোর ‘সহযাত্রী’
শুভাশিস সৈয়দ ও দেবাশিস দাশ • কলকাতা
হাতে জলের বোতল আর ছোট একটি ব্যাগ। এ নিয়ে দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণি বাতানুকূল কামরায় চড়ে বসতেন তিনি। রাতে সহযাত্রীরা যখন ঘুমে অচেতন, তখন তাঁদের ব্যাগ হাতিয়ে নেমে পড়তেন। একের পর এক এই রকম ঘটনা ঘটিয়ে দিব্যি চলছিল তাঁর। ধরা পড়ে গেলেন ছোট্ট একটি ভুলের জন্য। ভুলটা কী? নাম ভাঁড়িয়ে নানা ট্রেনের টিকিট কাটলেও, সবক’টিই কেটেছিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশন থেকে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হয়। এর পরে অভিযোগকারী কয়েক জনের সঙ্গে কথা বলে ছবিও আঁকানো হয় অভিযুক্তের। তদন্তে জানা যায়, ওই ব্যক্তির নাম গণজ্যোতি দত্তগুপ্ত। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি থাকেন অশোকনগরেই। এর পরেই তাঁকে ধরার জন্য ফাঁদ পাতেন তদন্তকারীরা।
বিস্তারিত...
পুজোর মুখে বন্ধ কারখানা,
বেকার শ’চারেক শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর
পুজোর মুখে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের লগন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ফলে, কর্মহীন হয়ে পড়লেন শ’চারেক শ্রমিক। সোমবার সকালের শিফ্টে কাজে এসে শ্রমিকেরা দেখেন কারখানার গেট বন্ধ। ঝুলছে ‘সাসপেনশন অব ওয়ার্কের’ নোটিস, যেখানে শ্রমিক অসন্তোষকেই কারখানা বন্ধ রাখার কারণ বলে উল্লেখ করেছেন মালিক পক্ষ। যদিও শ্রমিকদের দাবি, বিভিন্ন দাবি-দাওয়া তাঁদের ছিল ঠিকই। কিন্তু সে সব নিয়ে নানা সময়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও গোলমাল কিছু ছিল না। এমন কোনও বড়সড় আন্দোলনও হয়নি সাম্প্রতিক সময়ে, যার জেরে উৎপাদনে প্রভাব পড়ে। শ্রমিকদের মূল দাবি এখানে তিনটি। অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বেতন থেকে মহার্ঘ্য ভাতার টাকা কাটা বন্ধ করা এবং ওভারটাইমের মজুরি দ্বিগুণ করা।
বিস্তারিত...
জঙ্গলমহলে এসে গ্রেফতার বন্দিমুক্তির কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
গত দু’-আড়াই বছরে রাজনৈতিক আন্দোলনের জেরে জঙ্গলমহল থেকে যাঁরা ধরা পড়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসে এ বার গ্রেফতার ও হেনস্থার শিকার হলেন বন্দিমুক্তি আন্দোলনের কর্মীরাই। রবিবার কলকাতা থেকে বেলপাহাড়িতে এসেছিলেন অরুণ চক্রবর্তী, অর্ঘ্য সাহা ও শুভময় গঙ্গোপাধ্যায়। অরুণবাবু বন্দিমুক্তি কমিটির সঙ্গে যুক্ত। কলকাতার একটি মেডিক্যাল কলেজের ছাত্র অর্ঘ্য ও শুভময় ছাত্র সংগঠন ইউএসডিএফ-এর সদস্য। রবিবার দুপুরে বেলপাহাড়ির তামাজুড়িতে তাঁদের গাড়ি আটকায় সিআরপিএফ। জঙ্গলমহলে তাঁরা কেন এসেছেন, সেই কৈফিয়ৎ তলব করা হয়। জামতলগড়া সিআরপিএফ ক্যাম্প এবং বেলপাহাড়ি থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জেরা করা হয় তাঁদের। পুলিশের দাবি, অরুণবাবুদের গাড়ি থেকে ‘আপত্তিকর’ প্রচারপত্র মেলে।
বিস্তারিত...
ডাক্তার ডেকে রড কেটে উদ্ধার চালককে
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর
তেলের ট্যাঙ্কারের চালকের বাঁ পায়ে ঢুকে রয়েছে কয়েক ফুটের একটা লোহার রড। সামনে পুলিশ ও দমকল। আশপাশের লোকজনেরাও ভিড় করেছেন। কিন্তু সিট থেকে তো তোলাই যাচ্ছে না চালককে। পাছে রড টেনে বের করতে গিয়ে প্রাণ সংশয় হয়ে পড়ে তাঁর! এই ভাবেই কেটে গেল ঘণ্টা তিনেক। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিলেন জিয়ারুল হক। শেষ পর্যন্ত পুলিশ নিয়ে এল চিকিৎসককে। তাঁর উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে কেটে সিট কেটে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বীরভূমের সদাইপুর থানা এলাকার মুড়োমাঠের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে সোমবার সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দেশলাই বাক্স বোঝাই দশ চাকার একটি ট্রাক সিউড়ির দিকে যাচ্ছিল।
বিস্তারিত...
ডান্সবার খোলাতে গিয়ে
‘হাতাহাতি’, অভিযুক্ত পুলিশকর্তারা
কিশোর সাহা • শিলিগুড়ি
নির্দিষ্ট সময়ের পরে ‘ডান্স বার’ খুলিয়ে গান শুনতে গিয়ে কয়েক জন মদ্যপ যুবকের সঙ্গে ‘হাতাহাতি’তে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি শহরের উপকণ্ঠে জলপাইগুড়ির ভক্তিনগর থানার সেবক রোডে একটি পানশালার ঘটনা। ওই ‘মারপিটে’ জড়িত সন্দেহে দুই যুবককে পুলিশ ধরে। কিন্তু পুলিশ অফিসারদের সঙ্গে তাঁদের ‘হাতাহাতি’র বিষয়টি নথিভুক্ত হয়নি। পুলিশ-কর্তারা যাতে অস্বস্তিতে না-পড়েন, সে জন্য দুই যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অভিযুক্ত দু’জনই থানা থেকে রাতে জামিনে মুক্তি পান। যদিও পদস্থ অফিসারদের কয়েকজনের ‘এ হেন আচরণের’ খবর পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরে। মহাকরণ সূত্রের খবর, আইজি পদমর্যাদার এক অফিসারকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ‘ঝামেলা’য় জড়িয়ে পড়া পুলিশ-কর্তাদের মধ্যে ভিন্রাজ্যের একাধিক অফিসার ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বিস্তারিত...
বালি খাদানের রমরমায়
বিপন্ন বাঁধ, সেতু, জনপদ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
কোথাও সঙ্কটে সেতু। কোথাও বা নদীবাঁধ। জেলার বিভিন্ন নদনদীর পাড়ে রমরমিয়ে চলা বালি খাদানগুলি নিয়ে অভিযোগের অন্ত নেই। নিয়ম না মেনে যথেচ্ছ বালি কাটা হচ্ছে এই সব এলাকায়। ধরপাকড় প্রায় হয় না। অনেক ক্ষেত্রে ‘লিজ’ দেওয়ার পরে নির্দিষ্ট এলাকার বাইরে থেকেও বালি তোলা হয়। সে দিকেও বিশেষ নজর নেই প্রশাসনের। প্রাপ্য রাজস্ব থেকেও বঞ্চিত হয় সরকার। তা ছাড়া, এই সব বালি খাদানের জেরে বিপন্ন জনপদও, অভিযোগ নদীর পাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের। বর্ধমানে দামোদরের উপরে কৃষক সেতুর স্তম্ভের গায়ের বালি খুঁড়ে নেওয়া থেকে দুর্গাপুরের ডিভিসি ব্যারাজের কাছে বিপজ্জনক এলাকার বালি তুলে নেওয়া নতুন ঘটনা নয়। ব্যতিক্রম নয় ইলামবাজার বা কেতুগ্রামের চড়কির অজয়ের সেতুও। বালি মাফিয়াদের হাত থেকে রেহাই পায় না ডিভিসি-র বাঁধও। এ নিয়ে অভিযোগও উঠেছে বারবার। কিন্তু খাদান বন্ধ করতে বিশেষ উদ্যোগ দেখা যায়নি কখনও।
বিস্তারিত...
ছাত্র সংঘর্ষ ঠেকাতে দ্বিধাবিভক্ত শিক্ষকেরাই
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
‘ঐক্যবদ্ধ’ হয়ে কলেজে ছাত্র সংঘর্ষ ঠেকানোর বিষয় নিয়ে শিক্ষকেরাই ‘দ্বিধা বিভক্ত’।
ওয়েবকুটা, ডিটিএএফএফ নাকি তৃণমূলের শিক্ষা সেলের নিয়ন্ত্রণে থাকা কোনও সংগঠনশিক্ষকেরা পরিবর্তন-পরবর্তী এই সময়ে কার সমর্থন করবেন তা নিয়েই দ্বিধা বিভক্ত। জটিলতা তা নিয়েই। সম্প্রিত ডিটিএএফএফ একটি কনভেনশনের আয়োজন করে। সেখানে জেলার বিভিন্ন কলেজের অন্তত ৭০ জন শিক্ষক-সহ বহরমপুর কৃষ্ণনাথ ও জঙ্গিপুর কলেজের অধ্যক্ষরা হাজির ছিলেন। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ অধ্যক্ষ সোমেশ রায় বলেন, “ওয়েবকুটা ভেঙে শিক্ষকরা যদি বিভিন্ন সংগঠন গড়ে তোলেন, তাহলে কলেজে ছাত্র-আন্দোলনের নামে জঙ্গিপনা আরও বেড়ে যাবে। ফলে নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদের সংহতি বজায় রাখতে হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কাকার মৃত্যু, ‘ডাইন’কে পিটিয়ে মারল জনতা
গবেষণা-কেন্দ্র, নেপালি
ভাষা একাডেমি মংপুতে
দক্ষিণবঙ্গ
টানা বর্ষণে ডুবেছে বসিরহাটের বহু এলাকা, ভেঙেছে বাড়ি, বিপর্যস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল
জমির দখল নিয়ে
জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ
বর্ধমান
শুষ্ক শিল্পাঞ্চলে
জাঁকিয়ে এল শ্রাবণ
পুরুলিয়া
দুই জেলায় পালিত
হল বাইশে শ্রাবণ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত
জেলার জনজীবন
মুর্শিদাবাদ
বেলডাঙার কাছে অপহৃত
ব্যবসায়ী, মুক্তিপণের দাবি
টানা বৃষ্টিতে ঝুলনের
মুখে নাজেহাল নবদ্বীপ
মেদিনীপুর
শ্রাবণের অঝোর
ধারায় রবীন্দ্র-স্মরণ
পর পর তিনটি চুরির
জেরে ত্রস্ত খড়্গপুর
কলকাতা
২৭.৬/২৫.১
আজকের দিনে
• ১৯৪২:
‘ভারত ছাড়ো’
আন্দোলনের জন্য মহাত্মা গাঁধীকে
গ্রেফতার করল ইংরেজ সরকার
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের আলো ঝিলমিলিয়ে পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে। প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে ভূষিত করেছে
‘ভূ-স্বর্গ’
উপাধিতে। হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে ‘বৈষ্ণোদেবী’-র কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে
মেলা-পার্বণ
ও
ফোটোশপের
গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.