|
|
|
|
গবেষণা-কেন্দ্র, নেপালি ভাষা একাডেমি মংপুতে |
সৌমিত্র কুণ্ডু • মংপু |
রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংপুর সিঙ্কোনায় আন্তর্জাতিক মানের রবীন্দ্র গবেষণা কেন্দ্র গড়তে রাজ্য সরকার উদ্যোগী হবে। গড়ে তোলা হবে একটি নেপালি ভাষা অ্যাকাডেমিও। সোমবার রবীন্দ্রপ্রয়াণ দিবসে মংপুর রবীন্দ্র সংগ্রহশালায় এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই সংগ্রহশালা সংস্কার করে তা সাজিয়ে তোলার আশ্বাস দেন। মংপুর সিঙ্কোনা ফ্যাক্টরির বাংলোয় ৪ বার এসেছিলেন রবীন্দ্রনাথ। সিঙ্কোনা ফ্যাক্টরির কেমিস্ট মনমোহন সেনের স্ত্রী মৈত্রেয়ী দেবী ছিলেন কবির স্নেহধন্যা। তাঁদের আতিথেয়তায় এখানে থেকেছেন কবি। কবির ব্যবহৃত আসবাব, মূল্যবান ফোটোগ্রাফ রয়েছে। যা সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। সম্প্রতি ঝড়ে গাছ পড়ে বাড়িটির টিনের চালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সপ্তাহখানেক আগে দ্রুততার সঙ্গে তা সংস্কার করা হয়। গৌতমবাবু বলেন, “এখানে মূল্যবান সংগ্রহ রয়েছে। কেন্দ্র সরকারকে নিয়ে রাজ্যের উদ্যোগে একে সংরক্ষণ করা হবে। যা আগে করা হয়নি। একে কেন্দ্র করে আমরা আন্তর্জাতিক মানের রবীন্দ্র গবেষণা কেন্দ্র গড়ে তুলতে চাই। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেব। গড়ে তোলা হবে নেপালি ভাষা একাডেমি।” |
|
মংপুতে মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক। |
তিনি জানান, কার্শিয়াং -এর বিধায়কের সঙ্গে কথা বলেছেন। এই সংগ্রহশালার জন্য অবিলম্বে রাত পাহারায় কর্মী নিয়োগ করা হবে। সপ্তাহখানেকের মধ্যে আলোর ব্যবস্থা করা হবে। ২ বছরের মধ্যে জায়গা সাজিয়ে তোলা হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-কে নিয়ে একে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।” রাজ্য তথ্য সংস্কৃতি দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে মংপুতে প্রয়াণ দিবস পালনের বন্দোবস্ত হয়। সহযোগিতা করেছে রবীন্দ্র স্মৃতি সংরক্ষণ কমিটি। ১৯৪০ সালে কবি মংপুতে থাকার সময় তাঁর আশিতম জন্মদিন পালন করেন পাহাড়বাসী। হাজির ছিলেন খড়্গবাহাদুর ইয়াঞ্জন। এখন তিনি ৯৮ বছরের। এ দিন তাঁর সভাপতিত্বেই অনুষ্ঠান হয়। ছিলেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুনীল তিরকি, শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, কার্শিয়াং এর বিধায়ক রোহিত শর্মা, ফাঁসিদেওয়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, নেপালি লেখিকা রেমিকা থাপা, সিঙ্কোনা ফ্যাক্টরির ডিরেক্টর-সহ অনেকেই। |
|
|
|
|
|