উত্তরবঙ্গ |
উত্তরবঙ্গে কবিস্মরণ |
|
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের অন্যান্য জায়গার মতো উত্তরবঙ্গ জুড়েই পালিত হল রবীন্দ্রপ্রয়াণ দিবস। কোচবিহার থেকে মালদহ, শিলিগুড়ি, দুই দিনাজপুর, পাহাড়ে সর্বত্রই আয়োজনের খামতি ছিল না। কোথাও পুরসভার উদ্যোগে, তো কোথাও গ্রাম পঞ্চায়েত, সরকারি দফতর, স্কুল-কলেজগুলির তরফে দিনটি পালন করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হয়। তুফানগঞ্জে একটি ট্যাক্সি ইউনিয়ন কবিগুরুর প্রয়াণ দিবস পালন করে। |
|
কবিস্মরণে কলকাতা-শান্তিনিকেতন বাস |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: জন্ম সার্ধশতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘সংস্কৃতি যাত্রা’ বাস পরিষেবা চালু করতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সোমবার কবিগুরুর প্রয়াণ দিবসে কলকাতার ধর্মতলা থেকে শান্তিনিকেতন পর্যন্ত ওই বাস চালানোর কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ, মঙ্গলবার কলকাতা গিয়ে ওই বাস পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন নিগমের চেয়ারম্যান। |
|
|
জল কমছে, জলবন্দি বহু |
অসঙ্গতির অভিযোগ |
|
কাকার মৃত্যু, ‘ডাইন’কে পিটিয়ে মারল জনতা |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
গবেষণা-কেন্দ্র, নেপালি ভাষা একাডেমি মংপুতে |
|
সৌমিত্র কুণ্ডু, মংপু: রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংপুর সিঙ্কোনায় আন্তর্জাতিক মানের রবীন্দ্র গবেষণা কেন্দ্র গড়তে রাজ্য সরকার উদ্যোগী হবে। গড়ে তোলা হবে একটি নেপালি ভাষা অ্যাকাডেমিও। সোমবার রবীন্দ্রপ্রয়াণ দিবসে মংপুর রবীন্দ্র সংগ্রহশালায় এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই সংগ্রহশালা সংস্কার করে তা সাজিয়ে তোলার আশ্বাস দেন। মংপুর সিঙ্কোনা ফ্যাক্টরির বাংলোয় ৪ বার এসেছিলেন রবীন্দ্রনাথ। |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: নির্দিষ্ট সময়ের পরে ‘ডান্স বার’ খুলিয়ে গান শুনতে গিয়ে কয়েক জন মদ্যপ যুবকের সঙ্গে ‘হাতাহাতি’তে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি শহরের উপকণ্ঠে জলপাইগুড়ির ভক্তিনগর থানার সেবক রোডে একটি পানশালার ঘটনা। ওই ‘মারপিটে’ জড়িত সন্দেহে দুই যুবককে পুলিশ ধরে। কিন্তু পুলিশ অফিসারদের সঙ্গে তাঁদের ‘হাতাহাতি’র বিষয়টি নথিভুক্ত হয়নি। |
ডান্সবার খোলাতে
গিয়ে ‘হাতাহাতি’,
অভিযুক্ত পুলিশকর্তারা |
|
থানায় রবীন্দ্র-উৎসব, তবলায় বিচারক |
|
টুকরো খবর |
|
|
|
|