|
|
|
|
২২শে শ্রাবণ |
উত্তরবঙ্গে কবিস্মরণ |
নিজস্ব প্রতিবেদন |
রাজ্যের অন্যান্য জায়গার মতো উত্তরবঙ্গ জুড়েই পালিত হল রবীন্দ্রপ্রয়াণ দিবস। কোচবিহার থেকে মালদহ, শিলিগুড়ি, দুই দিনাজপুর, পাহাড়ে সর্বত্রই আয়োজনের খামতি ছিল না। কোথাও পুরসভার উদ্যোগে, তো কোথাও গ্রাম পঞ্চায়েত, সরকারি দফতর, স্কুল-কলেজগুলির তরফে দিনটি পালন করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হয়। তুফানগঞ্জে একটি ট্যাক্সি ইউনিয়ন কবিগুরুর প্রয়াণ দিবস পালন করে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রবীন্দ্র মূর্তিতে সকালে পুরসভার উদ্যোগে মালা দেওয়া হয়। বিকালে সংস্কৃতিক অনুষ্ঠানও হয় রবীন্দ্রমঞ্চে। জলপাইগুড়ি পুরসভা এবং জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগেও প্রভাতফেরি হয়েছে। শহরের বিভিন্ন ক্লাব, স্কুল কলেজ, জেলা পরিষদ কর্তৃপক্ষ দিনটি পালন করেন। উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন জেলার থানাগুলির একাংশে পুলিশ কর্তারা কবিকে শ্রদ্ধা জানান। কোচবিহার শহরে রবীন্দ্রমূর্তির পাদদেশে কবিকে শ্রদ্ধা জানান শহরবাসী। জেলার বিভিন্ন জায়গায় নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সদর দফতর কোচবিহারের পরিবহণ ভবনে ঘটা করে দিনটি পালন করা হয়। |
|
দুই বাংলা এক হল দক্ষিণ দিনাজপুরের হিলিতে। ছবি: অমিত মোহান্ত। |
এ দিন সকালে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে র্যালি বার করা হয় রবীন্দ্রঅনুরাগী বাসিন্দাদের নিয়ে। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল শহরের একটি ভবনে। কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগেও অনুষ্ঠান হয়। চাকুলিয়া হাইস্কুল, শকুন্তলা হাই স্কুল, ইটাহারে মেঘনাদ সাহা কলেজে কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি পালন করা হয়। জেলা সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর সোমনাথ চক্রবর্তী বলেন, “সরকারি নির্দেশে সমস্ত স্কুল কলেজে কবিগুরুর প্রয়াণ দিবস পালন হওয়ার কথা।” দিনহাটা কলেজ হল্টে নাগরিক মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পেটলার নবিবক্স হাই স্কুল ছাত্রছাত্রীদের দিয়ে প্রভাতফেরি বার করে। দিনহাটা কলেজেও দিনভর অনুষ্ঠান হয়েছে। মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রবীন্দ্র বিষয়ক সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালদহ জেলা জুড়েও স্কুল, কলেজগুলিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন হয়। ঘুঘুমারিতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার-১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে রবীন্দ্রনাথ প্রসঙ্গে আলোচনা চক্র হয়। আইএনটিটিইউসি’র তুফানগঞ্জ ট্যাক্সি ইউনিয়নে কবির ছবিতে মালা দেওয়া হয়। কবির প্রয়াণ দিবস পালনে হিলকার্ট রোডে দলীয় কার্যালয় থেকে দার্জিলিং জেলা সিপিএমের মহিলারা র্যালি বার করেন। ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের ঘোঘোমালি এলাকায় যুব তৃণমূলের উদ্যোগে কবির প্রয়াণদিবস পালনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ দিন ফাঁসিদেওয়া যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১ তম প্রয়াণ দিবস পালতি হয়। ফুলবাড়ি -১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফেও স্থানীয় কামরাঙাগুড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বলে অঞ্চল কমিটির সহ-সভাপতি সূর্য মল্লিক জানান। |
|
|
|
|
|