কবিস্মরণে কলকাতা-শান্তিনিকেতন বাস |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জন্ম সার্ধশতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘সংস্কৃতি যাত্রা’ বাস পরিষেবা চালু করতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সোমবার কবিগুরুর প্রয়াণ দিবসে কলকাতার ধর্মতলা থেকে শান্তিনিকেতন পর্যন্ত ওই বাস চালানোর কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ, মঙ্গলবার কলকাতা গিয়ে ওই বাস পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন নিগমের চেয়ারম্যান। এর পরেই মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ে সংস্কৃতি যাত্রা উদ্বোধনের নির্ঘণ্ট তৈরি হবে। রবীন্দ্রনাথবাবু বলেন, “জন্ম সার্ধশতবর্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সংস্কৃতি যাত্রা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কিছু কথা হয়ে গিয়েছে। তিনি নিজে বাসটির নামকরণ করেছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বোধনের দিনক্ষণ ঠিক করব।” |
|
রায়গঞ্জে কবিস্মরণে প্রভাতফেরি। |
নিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতার উল্টোডাঙায় নিগমের একটি ডিপো আছে। ধর্মতলা টার্মিনাসে রয়েছে টিকিট বুকিং কাউন্টার। ওই টার্মিনাস থেকে দূরপাল্লার প্রচুর বাস চলাচল করে। কিন্তু ধর্মতলা-শান্তিনিকেতন রুটে এখনও পর্যন্ত নিগমের কোনও বাস নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডনবসকো লেপচা বলেন, “ওই রুটে বাস চালু হলে পর্যটক থেকে পড়ুয়া প্রত্যেকে উপকৃত হবেন। পরিষেবার বিষয়ে পরিকল্পনা তৈরির কাজ চলছে।” নিগম কর্তারা জানান, কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কোচবিহার শহরে দুটি সিটি বাসে ১ অগস্ট থেকে রবীন্দ্রসঙ্গীত বাজানোর ব্যবস্থা করা হয়েছে। শহরে মহিলা কন্ডাক্টর পরিচালিত বাসগুলিতে ভাল ভিড় হচ্ছে। মঙ্গলবার থেকে ওই সিটি বাস পরিষেবার রুটের পরিধি বাড়ানো হচ্ছে। একটি বাস বকুলতলা পর্যন্ত এবং অন্যটি আশ্রম মোড় পর্যন্ত চলাচল করবে। |
|
ভ্রাম্যমাণ রবীন্দ্র-প্রদর্শনী হরিশ্চন্দ্রপুরে। |
এ দিন থেকে পিলখানা বিবেকানন্দ স্ট্রিট, সন্তানসঙ্ঘ মোড়, কোচবিহার কলেজ রুটে আরও একটি নতুন সিটি বাস চালু করার ব্যবস্থা হচ্ছে। সেখানেও রবীন্দ্রসঙ্গীত শোনানোর আয়োজন থাকবে। নিগমের চেয়ারম্যান সোমবার আরও বলেন, “তুফানগঞ্জ থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের সংযোগকারী একটি বাস মঙ্গলবার থেকে চালু করা হবে।” হিলি, হরিশ্চন্দ্রপুর ও রায়গঞ্জে ছবি তুলেছেন অমিত মোহান্ত, বাপি মজুমদার এবং তরুণ দেবনাথ। |
|