|
|
|
|
অসঙ্গতির অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সময়ে ফল প্রকাশ করেও বিভ্রান্তি এড়াতে পারল না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বালুরঘাট কলেজের তৃতীয় বর্ষের অনার্সের ফল প্রকাশ হতেই নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ক্ষুব্ধ বালুরঘাট কলেজের ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, দ্বিতীয় বর্ষের ‘ব্যাক পেপারে’র পরীক্ষা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের অনার্সের ফল প্রকাশ করে ফল ‘অসম্পূর্ণ’ ঘোষণা করেন। পরীক্ষায় বসলেও ‘অনুপস্থিত’ দেখানো হয়েছে ২ জন ছাত্রকে। সব মিলিয়ে বালুরঘাট কলেজের অন্তত ৮৬ জন পরীক্ষার্থীর অসম্পূর্ণ ফল প্রকাশিত হওয়ায় বিপাকে তাঁরা। অধ্যক্ষ বটকৃষ্ণ পাল বলেন, “গত সোমবার অনার্সের রেজাল্ট বার হয়। তাতে নানা অসঙ্গতি লক্ষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। কোনও সদুত্তর পাইনি।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী বলেন, “কন্ট্রোলারের কাছ থেকে রিপোর্ট পাইনি। তবে সমস্যা থাকলে তা দেখে ঠিক করে দেওয়া হবে।” পরিকাঠামোহীন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ফি বছর কলেজের রেজাল্টে নানা অসঙ্গতির অভিযোগ নিয়ে ডান ও বাম ছাত্র সংগঠনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও সুরাহা হয়নি। এ বারে অনার্সের ফল প্রকাশ ওই অভিযোগেরই পুনরাবৃত্তি বলে কলেজের শিক্ষক এবং ছাত্র মহল ক্ষুব্ধ। গত বছর জুনে এই কলেজের দুশোর বেশি ছাত্রছাত্রী অনার্সের তৃতীয় বর্ষের পরীক্ষা দেন। ফল প্রকাশের পরে দেখা যায় বাণিজ্য বিভাগের দুই ছাত্র নিশান্ত ঝাঁ এবং প্রসেনজিৎ কুণ্ডুকে অনুপস্থিত দেখানো হয়েছে। কলেজের নথিতে ওই দুই ছাত্র তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন বলে উল্লেখ রয়েছে। অনার্সে ভাল পরীক্ষা দিয়েও তৃতীয় বর্ষের আশিক সরকার, সৌরভ সাহাদের মতো ৫৫ পড়ুয়ার রেজাল্ট অসম্পূর্ণ। আশিক, সৌরভদের বক্তব্য, “দ্বিতীয় বর্ষে একটি ‘ব্যাক’ ছিল। তৃতীয় বর্ষের অনার্সের পরীক্ষার পরে ওই পরীক্ষার দিন ঠিক হয় অগস্টের শেষে। পরীক্ষায় বসার আগে কর্তৃপক্ষ কী করে তৃতীয় বর্ষের অনার্সের রেজাল্ট বার করেন?” এমএ পড়া নিয়েই তাঁরা সমস্যায় পড়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা রথীন দে সরকার বলেন, “পড়ুয়ার বছর যাতে নষ্ট না-হয় সেদিকে লক্ষ রেখেই বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম। ওই ‘ব্যাক’ সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার পরে তৃতীয় বর্ষের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার কথা।” পিএসইউয়ের জেলা সম্পাদক সরোজ কুণ্ডু বলেন, “পাশ কোর্সের রেজাল্ট এখনও বার হয়নি। অনার্সের রেজাল্ট বার হলেও মার্কশিট আসেনি। বিভ্রান্তিকর ফল প্রকাশের বিরুদ্ধে আন্দোলনে নামব।” কলেজেই প্রতীকী প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এ দিন এসএফআইয়ের জেলা নেতা কৌশিক ভট্টাচার্য বলেন, “ক’জনের ফলে অসঙ্গতি আছে তালিকা করে জেলা জুড়ে আন্দোলনে নামা হবে।” |
|
|
|
|
|