টুকরো খবর
কবিস্মরণে বাস চলবে
জন্ম সার্ধশতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘সংস্কৃতি যাত্রা’ বাস পরিষেবা চালু করতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সোমবার কবিগুরুর প্রয়াণ দিবসে কলকাতার ধর্মতলা থেকে শান্তিনিকেতন পর্যন্ত ওই বাস চালানোর কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ, মঙ্গলবার কলকাতা গিয়ে বাস পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন নিগমের চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ে সংস্কৃতি যাত্রা উদ্বোধনের নির্ঘণ্ট তৈরি হবে। তিনি বলেন, “জন্মসার্ধশতবর্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সংস্কৃতি যাত্রা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা হয়েছে। তিনি বাসটির নামকরণ করেছেন। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করব।”

ধর্মঘটকে সমর্থন
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আদিবাসী বিকাশ পরিষদের ডাকা ধর্মঘটকে সমর্থন করল আরএসপি’র শ্রমিক সংগঠন ইউটিইউসি। সোমবার সংগঠনের রাজ্য সভাপতি বিনয় চক্রবর্তী এক প্রেস বিবৃতির মাধ্যমে পরিষদের ধমর্ঘটকে সমর্থন করার কথা জানিয়েছেন। তিনি জানান, দার্জিলিং পাহাড়ে মালিক পক্ষ মোর্চার সঙ্গে সমঝোতা করে মজুরি ঠিক করেছে। এতে শ্রমিকদের বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। আজ, মঙ্গলবার থেকে পরিষদের ডাকা ধমর্ঘটকে আমরা সমর্থন করছি।

স্মারকলিপি
কাজ হওয়ার পরেও দীর্ঘদিনেও বিদ্যুৎ সংযোগ না হওয়ার অভিযোগ এনে ‘সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি’র ফুলবাড়ি শাখার পক্ষ প্রকল্পের জেলা আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হল। শনিবার ওই স্মারকলিপি দেওয়া হয়। সমিতির সভাপতি জয়ন্ত ঘোষের অভিযোগ, রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে ২০১০ সালে ফুলবাড়ি-২ পঞ্চায়েতের গঠমাবাড়ি বাড়ি এলাকায় বিপিএল ভুক্ত পরিবারদের বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ হয়। কিন্তু এখনও পর্যন্ত সংযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এ বছরের ৩ অগস্ট বিদ্যুৎ পর্ষদের বেলাকোবা অফিসে স্মারকলিপি দেওয়া হয়। লাভ না হওয়ায় ওই দিন ফের জেলা প্রকল্পের আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আন্দোলনের সিদ্ধান্ত
রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতে ১০০ দিন প্রকল্পের কাজের দুর্নীতি নিয়ে কংগ্রেসের তরফে আন্দোলনে নামার সিদ্ধান্ত হল। বিন্নাগুড়ি অঞ্চল কংগ্রেস সভাপতি সমিজদ্দিন আহমেদ জানান, রবিবার বলরাম প্রাথমিক স্কুল মাঠে দলের একটি বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। তাঁর অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের শঙ্করভিটা, নাওয়াপাড়া, গোকুলিভিটা ও কামারভিটা এলাকায় ১০০ দিন প্রকল্পে কাজ না হয়েও পঞ্চায়েত অফিস থেকে ভুয়ো বিল পেশ করে টাকা তুলে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত ২
ছোট গাড়ি ট্রেলারের পিছনে গিয়ে ধাক্কা মারায় চালক সহ দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জের কসবা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম অভিজিৎ সরকার (১৮) ও উত্তম দাস (২৭)। বাড়ি রায়গঞ্জে দেবীনগর ও ইটাহারের অভিনগর এলাকায়। উত্তমবাবু ছোট গাড়িটি চালাচ্ছিলেন।

পানীয় জল সরবরাহ
শিলিগুড়ি পুরসভার পিএইচই দফতরের তরফে ফুলবাড়ি-২ এলাকায় জল সরবরাহে ট্যাপকল বসানোর জায়গা চিহ্নিত করে গেলেন আধিকারিকরা। জাতীয় সড়কের ধারে ফুলবাড়ির পঞ্চায়েত অফিসের সামনে, পশ্চিম ধনতলা, চেকপোস্ট ও চুনাভাটিতে ট্যাপকল বসানোর জায়গায় চিহ্নিত করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.