থানায় রবীন্দ্র-উৎসব, তবলায় বিচারক
‘গীতাঞ্জলী’ হাতে অতিরিক্ত পুলিশ সুপার আবৃত্তি করছেন ‘অন্তরতর বিকশিত কর’। কবির গানের সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। গানের তালে মাথা নাড়াচ্ছেন জেলা পুলিশ সুপার। আইসি-সাব ইন্সপেক্টররা খাকি পোশাক ছেড়ে পাজামা-পাঞ্জাবি পড়ে সামিল হয়েছেন রবীন্দ্র উৎসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে এভাবেই রবীন্দ্র উৎসবে মেতে উঠল দার্জিলিং জেলা পুলিশ। সোমবার ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে দিনভর অনুষ্ঠান হল শিলিগুড়ি থানায়। প্রধাননগর থানা সহ জেলার অন্যান্য থানাতেও পালন হল রবীন্দ্র উৎসব। পুলিশ সুপার দেবেন্দ্র প্রকাশ সিংহ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান করতে পেরে আমাদের ভাল লাগছে। সব সময়ই এই ধরণের অনুষ্ঠান পালন করতে চাই আমরা। এর আগে জেলায় অশান্তির কারণে সেভাবে রবীন্দ্র উৎসব পালন করা যায়নি। এবারে শান্তি ফিরেছে। তাই বড় করে অনুষ্ঠান করে তা পালন হচ্ছে। অন্য থানাতেও রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন হচ্ছে।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি গীতাঞ্জলী থেকে দুটি কবিতা আবৃত্তি করলেন। তিনি বলেন, “দুই বছর আগে আমি বাংলা শিখেছি। সে সময় এক শিক্ষক আমাকে গীতাঞ্জলী উপহার দেন। তখন থেকেই রবীন্দ্রনাথের কবিতা পড়ছি। আমার খুব ভাল লাগে। আজ সুযোগ পেয়ে দুটি কবিতা সবার সামনে পড়লাম।” এ দিন সকালেই শিলিগুড়ি থানার ঠিক সামনে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলবন্দি তাপস রায়ের হাতে আঁকা রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে সেখানে সকলে ফুল দিয়ে কবিকে সম্মান জানান। একজন জেলবন্দি ওই ছবি আঁকায় পুলিশ, বিচার বিভাগের কর্তারা খুশি হন। শিলিগুড়ি আদালতের অতিরিক্ত দায়রা জজ রবীন্দ্রনাথ সামন্ত বলেন, “রবীন্দ্রনাথ একটি বিশাল জগৎ। যেখানে ভাবনার শেষ নেই। জানার শেষ নেই। একজন বন্দি কবির ছবি এত সুন্দর করে আঁকতে পেরেছেন তাতে আমি খুব খুশি। কবির চিন্তা-চেতনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত।” রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের জীবনানন্দজী মহারাজ কবির লেখা দুটি গান করেন। তাঁকে তবলায় সঙ্গত দেন সামন্তবাবু। তিনি কবির বিভিন্ন কবিতার লাইন উদ্ধৃত করে একটি বক্তব্য রাখেন। আইসি অলোক দাশগুপ্ত, দুর্নীতিদমন বিভাগের দার্জিলিংয়ের আইসি স্বপন ঘোষ, দুর্নীতিদমন বিভাগের শিলিগুড়ির আইসি নকুল দাস সহ অফিসাররা পাজামা-পাঞ্জাবি পড়ে অনুষ্ঠান দেখভাল করেন। অনুষ্ঠানটির ভিডিও রেকর্ডিং করতে দেখা যায় পুলিশ অফিসারদের। বাসিন্দারাও যোগ দেন থানার অনুষ্ঠানে। পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরাও এ দিনের অনুষ্ঠানে যোগ দেন। এদিন শিলিগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে অনুষ্ঠান করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.