রবীন্দ্র-স্মরণ |
দুই জেলায় পালিত হল বাইশে শ্রাবণ |
নিজস্ব প্রতিবেদন |
দুই জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার, বাইশে শ্রাবণ পালিত হল রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। বৃষ্টি উপেক্ষা করেই বহু মানুষ অনুষ্ঠানে ও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
পুরুলিয়া শহর-সহ রঘুনাথপুর, মানবাজার, আদ্রা প্রভৃতি জেলার সমস্ত ব্লকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা সংস্কৃতি দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া শহরে জেলা পরিষদ ভবনে রবীন্দ্র প্রয়াণ দিবসের অনুষ্ঠান হয়। এ ছাড়া, তৃণমূলের সেবাদলের উদ্যোগে প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরির পর সেবাদলের সদস্যদের তরফে পুরুলিয়া মহকুমা হাসপাতালে সাফাই অভিযান চালানো হয় এবং রোগীদের ফল বিতরণ করা হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিএড কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। প্রয়াণ দিবসের অনুষ্ঠান হয় শহরের জেকে কলেজ ও নিস্তারিণী কলেজেও। |
|
সারেঙ্গায় উমাকান্ত ধরের তোলা ছবি। |
রঘুনাথপুরে সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করে ‘প্রয়াস’ নামের একটি সংস্থা। রঘুনাথপুর তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বাঘমুণ্ডির প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ে ৫০ বছর পুর্তি ও প্রয়াণ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্রার বাঙালি সমিতির মাঠে এ দিন সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র সার্ধশতবর্ষ জন্মদিবস উদযাপন কমিটি। মানবাজারে প্রভাতফেরির আয়োজন করেছিল মানবাজার আরএমআইও এবং মানবাজার গার্লস স্কুল। |
|
বাঁকুড়া জিলা প্রাথমিক স্কুল। ছবি: অভিজিৎ সিংহ। |
বাঁকুড়ায় এ দিন মূল অনুষ্ঠানটি হয় শহরের রবীন্দ্রভবনে। আয়োজন করেছিল জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। বাঁকুড়া পুরসভার উদ্যোগে একটি অনুষ্ঠান হয় বঙ্গ বিদ্যালয়ে। সেখান থেকে শহরের ৫০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রস্মৃতি বিজড়িত হিল হাউসে। এ দিন সকাল থেকে পুরসভার একটি ট্যাবলো পুরভবন থেকে সারা শহর প্রদক্ষিণ করে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বিদ্যাভবনে একটি অনুষ্টান হয়। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরের প্রায় ১০০ জন বস্তিবাসী শিশুদের নিয়ে ‘ছোটদের রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান হয়। |
|
পুরুলিয়া জে কে কলেজ। ছবি: সুজিত মাহাতো। |
বিষ্ণুপুরে মহকুমার মূল অনুষ্ঠানটি হয় মহকুমাশাসকের কনফারেন্স রুমে। উদ্যোক্তা ছিল মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার এবং কর্মী কল্যাণ সমিতি এবং মহকুমা গ্রন্থাগারের যুগ্ম উদ্যোগে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানটি হয় মহকুমা গ্রন্থাগারে। সোনামুখী পুরসভা ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠান হয় স্থানীয় বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুলে। খাতড়ায় মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর ও পুরসভার উদ্যোগে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারেঙ্গায় ব্লক তৃণমূল শিক্ষা সেলের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। |
|