খেয়াল রাখুন
বিজনেস অ্যানালিটিক্স পড়তে
‘বিজনেস অ্যানালিটিক্স’-এর কোর্স শুরু করল প্র্যাক্সিস বিজনেস স্কুল। সহযোগী হিসেবে সঙ্গে আছে প্রাইস- ওয়াটার হাউসকুপার্স এবং আই সি আই সি আই ব্যাঙ্ক। এক বছরের পূর্ণ সময়ের পাঠ্যক্রমটি শুরু সেপ্টেম্বরে। শেষের তিন মাসে বিভিন্ন কর্পোরেট সংস্থায় ‘ইন্টার্নশিপ’-এর মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ আছে, দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। স্নাতকে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিসটিক্স থাকলে ভর্তি হওয়া যাবে। প্রবেশিকা পরীক্ষা ও ইন্টারভিউ মারফত বাছাই হবে। দেখো www.praxis.ac.in ওয়েবসাইট। ফোন নম্বর- ৯৮৩১৬ ২৩০০০।

অনলাইনে বিবিএ পাঠ্যক্রম
আগামী ২০১৪-এর জন্য বিবিএ পাঠ্যক্রমে ভর্তি শুরু করল আভাগমা অনলাইন স্কুল। ইন্টারনেটের মাধ্যমে তিন বছরের এই স্নাতক পাঠ্যক্রম মূলত তৈরি কর্মরত পেশাদারদের জন্যই। পাঠ্যক্রমটি ইউজিসি অনুমোদিত। প্রসঙ্গত, ভারতের অন্যতম বৃহৎ অনলাইনে শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান টোয়েন্টিফোর ইনটু সেভেন লার্নিং-এরই শাখা এই আভাগমা অনলাইন স্কুল।

দক্ষতা বাড়াতে
ডিগ্রি-ডিপ্লোমা থাকলেও, নিজেকে ঠিক মতো উপস্থাপনের দক্ষতার অভাবে কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয় বহু ছেলেমেয়ের। তাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং বৃত্তি প্রশিক্ষণ প্রাইভেট লিমিটেড যৌথ ভাবে উদ্যেগী হয়েছে রাজ্যে এ ধরনের ৭৫টি প্রশিক্ষণ কেন্দ্র গড়তে। ফোন নম্বর: ৯৮৩০১ ৫৪১৮২।

অ্যাকাউন্টিং নিয়ে
চলতি মাসের মাঝামাঝি কলকাতার বিটি ইনস্টিটিউটে শুরু হচ্ছে অ্যাকাউন্টিং-এর পাঠ্যক্রম। পিসিএটি নামের এক বছরের এই কোর্স করতে পারবে বাণিজ্যে স্নাতক বা আইনের ডিগ্রিধারীরা। দেখে নাও www.bengaltaxcounsel.com ওয়েবসাইটটি। ফোন নম্বর: ৯৩৩১০ ৬২৭৩৩।

আইন পড়তে চায় যারা
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন স্নেহাংশু কান্ত আচার্য ইনস্টিটিউট অফ ল পড়ায় বিএ এলএলবি (সাম্মানিক) পাঠ্যক্রম। বিশিষ্ট আইন শিক্ষক, আইনজীবী ও বিচারপতিরা এটি পরিচালনার দায়িত্বে আছেন, দাবি কর্তৃপক্ষের। ইংরেজি কথোপকথন ও কম্পিউটার প্রশিক্ষণও থাকবে কোর্সে। ইচ্ছুকরা কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগাযোগ করো। দেখে নাও www.skail.org ওয়েবসাইটটি।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: সামনের বছর উচ্চমাধ্যমিক দেব। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট-এ পড়তে চাই। এর জন্য যে প্রবেশিকা দিতে হয়, সেটি সম্পর্কে বিশদে তথ্য জানাবেন।
উত্তর: দেশের ৩৩টি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা আইএইচএম এবং ১৯টি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি (এনসিএইচএমসিটি) একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেয়। যারা ১০+২ দিচ্ছে বা ইতিমধ্যেই ১০+২ উত্তীর্ণ হয়েছে, তারা বসতে পারবে। বয়স হতে হবে ২২ বছরের কম। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে তিন বছরের ছাড়। পরীক্ষাটি হয় এপ্রিল নাগাদ। তিন ঘণ্টার এই পরীক্ষায় থাকে, নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্টিটিউড (৩০টি প্রশ্ন), রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন (৩০টি প্রশ্ন), জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (৩০টি প্রশ্ন), ইংরেজি (৮০টি প্রশ্ন) এবং অ্যাপ্টিটিউড টেস্ট ফর সার্ভিস সেক্টর (৩০টি প্রশ্ন)। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হয়। সেই অনুযায়ী প্রার্থী বাছে প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে মেধা তালিকায় প্রথম দিকে থাকতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি প্রয়োজন। কারণ ১০+২-এর পাঠ্যসূচির সঙ্গে এই প্রবেশিকার পাঠ্যসূচির অনেকটাই ফারাক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.