|
|
|
|
শ্রাবণের অঝোর ধারায় রবীন্দ্র-স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সকাল থেকেই আকাশের মুখ ভার। অঝোর ধারায় বৃষ্টি। তারই মধ্যে সোমবার, বাইশে শ্রাবণ কথায়-কবিতায়-গানে রবীন্দ্র-স্মরণ হল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। কোথাও বৃষ্টিতে ভিজেই হল পদযাত্রা। কোথাও বা কাকভেজা হয়েই আসরে হাজির গায়ক-গায়িকা, আবৃত্তিকাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার জেলার নানা প্রান্তেই নানা অনুষ্ঠান হয়েছে। স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান দিনটি উদ্যাপন করেছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এ দিন সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা বেরোয়। কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় এই পদযাত্রা। পরে তা শহরের রবীন্দ্রমূর্তির পাদদেশে পৌঁছয়। এখানেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অঝোর বৃষ্টিও সেই অনুষ্ঠানের উৎসাহে এতটুকু ভাটা ফেলতে পারেনি। পদযাত্রায় পা মেলান জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি-সহ অনেকেই। প্রতিটি থানাতেও দিনটি উদ্যাপিত হয়েছে। মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা নানা রংয়ের আলো দিয়ে সাজানো হয়। সাউন্ডবক্সে দিনভরই বেজেছে রবীন্দ্রসংগীত। খড়গপুর টাউন থানাতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও দীপক সরকার। |
|
বৃষ্টিস্নাত বাইশে শ্রাবণ। মেদিনীপুরের পঞ্চুরচকে কিংশুক আইচের তোলা ছবি। |
রবীন্দ্র-স্মরণে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মেদিনীপুর টাউন স্কুল। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হরিপদ মাইতি। স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্যুইজ, রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনিভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনাসভার আয়োজন করা হচ্ছে। বুধবার অনুষ্ঠানের সমাপ্তি। খড়গপুরের উৎকল বিদ্যাপীঠেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি, পুরপ্রধান জহরলাল পাল প্রমুখ।
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও এ দিন রবীন্দ্র-স্মরণে অনুষ্ঠান হয়। বন্দিরাই গান, কবিতা পাঠ করেন। প্রায় দু’ঘণ্টার এই অনুষ্ঠান জেলের মধ্যে এক আলাদা পরিবেশ তৈরি করে। কেশিয়াড়িতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেও এক অনুষ্ঠান হয়। গঙ্গাধর অ্যাকাডেমি স্কুলে ‘বেলদা সুশীলসমাজে’র উদ্যোগে অনুষ্ঠান হয়। ডেবরা, সবং, পিংলাতেও নানা অনুষ্ঠান হয়েছে। |
|
|
|
|
|