|
|
|
|
পূর্বে যুব তৃণমূল নেতৃত্বে রদবদল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল হয়েছে। অনিয়ম ও দলবিরোধী কাজের অভিযোগে কয়েকটি ব্লকে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকটি ব্লকে কার্যকরী সভাপতি পদে নতুন নিয়োগ করা হয়েছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমিয় ভট্টাচার্যের বিরোধিতা করে প্রকাশ্যেই প্রচার করেছিলেন ব্লক তৃণমূল যুব সভাপতি তাপস সামন্ত-সহ কয়েকজন তৃণমূল নেতা। প্রচারে এসে তাঁদের বহিষ্কার করার কথা জানিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ওই ব্লকে নতুন যুব সভাপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁশকুড়া ১ ব্লক ও রামনগর ১ ব্লকের যুব সভাপতিদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় ওই দুই ব্লকে আপাতত কার্যকরী সভাপতি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁশকুড়া ১ ব্লকে সংগঠনের কার্যকরী সভাপতি করা হয়েছে কুরবান আলি শা’কে। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকুমার দে বলেন, “আরও কয়েকটি ব্লকে যুব সংগঠনের নেতাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন ব্যক্তিদেরই মনোনীত করা হবে।”
এ দিকে, তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতি বছর ৯ অগস্ট ভারত ছাড়ো আন্দোলন স্মরণে যে সমাবেশ হয়, এ বছর তা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ ময়দানে। আজ, মঙ্গলবার ওই সমাবেশে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় জাহাজমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীর। দুই মেদিনীপুরের মধ্যে কোনও এক জাগায় প্রতি বছর এই সমাবেশ হয়। গত বার লালগড়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এ বার অবশ্য মহিষাদলে তিনি থাকছেন না বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকুমার দে। |
|
|
|
|
|