Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
চিল্কিগড় মন্দির থেকে চুরি অষ্টধাতুর দুর্গামূর্তি
নিজস্ব সংবাদদাতা • চিল্কিগড় (জামবনি)
আড়াইশো বছরেরও বেশি পুরনো মন্দির। সেখান থেকেই চুরি গেল অষ্টধাতুর দুর্গামূর্তি। দেবীর সোনা-রুপোর গয়না, গৌরীপীঠ-সহ শিবলিঙ্গ, শালগ্রাম শিলা, কষ্টিপাথরে খোদিত প্রাচীন মহিষমর্দিনী মূর্তি ও প্রণামীর বাক্সও খোওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে এই কাণ্ড ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনিতে চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে। ডুলুং নদীর ধারে ৬৩ একর জঙ্গল এলাকার মধ্যে এই মন্দিরে অধিষ্ঠিত ছিলেন চিল্কিগড় রাজ পরিবারের কুলদেবী কনকদুর্গা। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য, ইতিহাস, জনশ্রুতি। রাজ পরিবারের এক সদস্যের সভাপতিত্বে বাসিন্দাদের নিয়ে গঠিত ২৩ জনের কমিটি মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে। রাতে মন্দির লাগোয়া অতিথিশালার ঘরে থাকেন কেয়ারটেকার গুণধর মাহাতো। বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। ফলে, কোনও শব্দ শোনেননি বলে জানিয়েছেন গুণধর। এ দিন ভোরে তিনিই প্রথম দেখেন মন্দিরের পিছনে গ্রিলের দরজার তালা ভাঙা। গর্ভগৃহের বাঁ দিক দিয়ে ভেতরে ঢোকার গ্রিল ও কাঠের দু’টি দরজার তালাও ভাঙা ছিল। ভেতরে ঢুকে দেখা যায়, দেড় ফুট উঁচু ২৫ কেজি ওজনের অষ্টধাতুর অশ্ববাহিনী দুর্গার সালঙ্কারা মূর্তিটি নেই। চুরি গিয়েছে অন্য সামগ্রীও।
বিস্তারিত...
কানোরিয়া জুট মিল খুলতে
ত্রিপক্ষ চুক্তি মহাকরণে
নিজস্ব প্রতিবেদন
হাওড়ার ফুলেশ্বরের কানোরিয়া জুট মিল খোলার ব্যাপারে শুক্রবার মহাকরণে সরকার, শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হল। পরে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, চুক্তি অনুযায়ী আগামী ২২ অগস্ট কারখানা খুলবে। ১০ সেপ্টেম্বর থেকে কারখানার উৎপাদন শুরু হবে। পাঁচ দফা ওই ত্রিপাক্ষিক চুক্তির মোদ্দা বক্তব্য হল l কারখানা বন্ধের সময় শ্রমিকদের যে ক’দিনের (১৮, ১৯ দিনের মতো) মজুরি বাকি ছিল, ১০ সেপ্টেম্বর কারখানায় উৎপাদন শুরু হওয়ার দিনেই তা মেটানো হবে। l ২০১০-র ফেব্রুয়ারিতে পাটশিল্পের সর্বশেষ চুক্তি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি-সহ অন্যান্য পাওনাগণ্ডা মেটানো হবে। l ২২ অগস্ট কারখানা খোলার পরে শুরু হবে রক্ষণাবেক্ষণ ও জঙ্গল সাফাইয়ের কাজ। l কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা ১৫ দিন আগে জানানো হবে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এবং কানোরিয়ার সংগ্রামী শ্রমিক ইউনিয়ন আজকের ত্রিপাক্ষিক চুক্তিতে সই করলেও বৈঠকে উপস্থিত কারখানার সিটু, আইএনটিইউসি ও টিইউসিসি সই করেনি।
বিস্তারিত...
কালু রহমানের ‘দাদাগিরি’,
পোলবায় অতিষ্ঠ শিল্পপতিরা
নিজস্ব সংবাদদাতা • পোলবা
এক শিল্পপতি কারখানা বন্ধ করতে গিয়েছিলেন। আর এক জন আদালত থেকে ১৪৪ ধারা নিয়ে কারখানা চালাতে বাধ্য হচ্ছেন। সৌজন্যে কালু রহমান। পোলবার রাজহাটের তৃণমূল নেতা। যে সংস্থায় ১৪৪ ধারা রয়েছে তার নাম তুলসিয়ান অ্যান্ড ফ্লেক্সেস প্রাইভেট লিমিটেড। ওই সংস্থার দু’টি ইউনিটে মোট ১২৫ জন কাজ করেন। এ ছাড়াও রয়েছেন বেশ কিছু অস্থায়ী কর্মী। একটি ইউনিটে কার্টন তৈরি হয়। অন্য একটি ইউনিটে বিস্কুট, চানাচুর-সহ নানা খাদ্যদ্রব্যের মোড়কে ব্যবহৃত ল্যামিনেশন পেপার তৈরি হয়। ২০০৯ সাল থেকে ওই কারখানা চালু হলেও গত কয়েক মাস ধরেই পোলবার রাজহাটের তৃণমূল নেতা কালু রহমানের জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ। এর আগে কালুুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে রাজহাটেরই একটি সংস্থা তাঁদের নির্মীয়মাণ কারখানা বন্ধ করার কথা ঘোষণা করেন। প্রশাসনের হস্তক্ষেপে পরে তিনি সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। তুলসিয়ান সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপকুমার ঝা বলেন, “আমাদের কারখানায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে। কিন্তু কিছুদিন আগে উনি দলবল নিয়ে এসে আরও একটি ইউনিয়ন খুলতে চান। আমরা রাজি হইনি। সেই থেকে বিরোধের শুরু।
বিস্তারিত...
৫ মাস আগে কেনা সাইকেল
আজ থেকে পাবে ছাত্রীরা
শুভাশিস ঘটক • পাথরপ্রতিমা
আজ, শনিবার ‘নতুন’ সাইকেল পেতে চলেছে ক্যানিংয়ের বেশ কিছু সরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রীরা। এই সাইকেলগুলি কেনা হয়েছিল মাস পাঁচেক আগে। সুন্দরবন এলাকার বিভিন্ন সরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রীদের জন্য এগুলি কেনা হয়। কিন্তু অর্ধেক সাইকেলই বিলি করা যায়নি। সুন্দরবন এলাকার বিভিন্ন সরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার অফিস চত্বরে এগুলি পড়ে ছিল। তার মধ্যে থেকে আজ কিছু সাইকেল ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে সুন্দরবন উন্নয়ন দফতরের পক্ষ থেকে। প্রতি বছর সুন্দরবন এলাকার ১৯টি ব্লকের নবম শ্রেণির ছাত্রীদের সাইকেল বিলি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল আগের বামফ্রন্ট সরকার। গত মার্চে ওই সিদ্ধান্ত নেওয়ার পরে বিলি করার জন্য ২০ হাজার সাইকেল কেনে সুন্দরবন উন্নয়ন দফতর। প্রায় ৭০০টি স্কুলের নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে ১০ হাজার সাইকেল বিলি করা হয়। কিন্তু বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তৃণমূল রাজ্য সরকারের ওই সাইকেল বিলি করার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সাইকেল বিলি বন্ধ করার নির্দেশ দেয় কমিশন। তার পরে রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে বাকি সাইকেল এখনও বিতরণ করা হয়নি।
বিস্তারিত...
ভোটে জিতেও রায়গঞ্জে জোটে
চিড়, বিরোধী আসনে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ ও কলকাতা
জোট গড়ে পুরভোটে জেতার মাত্র ১২ দিনের মাথায় ভাইস চেয়ারম্যান পদ নিয়ে মনোমালিন্যের জেরে রায়গঞ্জে কংগ্রেস-তৃণমূলের মধ্যে ‘দূরত্ব’ তৈরি হল। ভাইস চেয়ারম্যান পদ না-পেয়ে রায়গঞ্জ পুরসভায় বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নিল তৃণমূল। রাজ্য সরকারে শরিক হিসাবে থেকেও বৃহস্পতিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশে যায়নি কংগ্রেস। দলের একাংশের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূলের পাল্টা বক্তব্য, আমন্ত্রণ জানানোর জন্য প্রদীপবাবুকে ফোন করেও যোগাযোগ করা যায়নি। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রায়গঞ্জের ঘটনা জোট-শিবিরে ‘ঈষৎ অস্বস্তি’ তৈরি হয়েছে। রায়গঞ্জ পুরসভায় নয়া পুরবোর্ড গঠিত হয়েছে শুক্রবার। পুরসভায় চেয়ারম্যান পদে ফের শপথ নিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি এবং অধুনা বিধায়ক মোহিত সেনগুপ্ত। ভাইস চেয়ারম্যান পদে তিনি বেছে নেন তাঁর দলেরই রণজকুমার দাসকে। মোহিতবাবুর যুক্তি, “জোট গড়ার সময়ে তৃণমূল ভাইস চেয়ারম্যান পদ চায়নি। কয়েক দিন আগে হঠাৎ করে চিঠি দিয়ে ভাইস চেয়ারম্যান পদ দাবি করে! এখন তৃণমূলকে ওই পদ ছাড়া সম্ভব নয়। তবে আমরা তৃণমূলের সঙ্গে যে ভাবে জোট করে পুর নির্বাচন করেছি, সে ভাবেই পুর-বোর্ড পরিচালনা করতে চাই।”
বিস্তারিত...
বংশীবদনের সাক্ষাতে হাজতে প্রতিনিধি দল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
কবে মুক্তি পাবেন তা এখনও স্পষ্ট নয়। সবে রাজ্য সরকার গ্রেটার নেতা বংশীবদন বর্মন সহ ৫২ জনের মুক্তির সুপারিশ কার্যকর করার ব্যাপারে তৎপর হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সরকারের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরে তিনটে দিন কাটতে-না-কাটতেই বংশীবদনের সম্ভাব্য মুক্তির কৃতিত্ব দাবি নিয়ে তরজায় মেতেছেন যুযুধান রাজনৈতিক দলের নেতারা। কোচবিহারের ডান-বাম দুই শিবিরের নেতাদের বক্তব্যেই তা সেটা স্পষ্ট হয়েছে। পাশাপাশি চলছে ওই গ্রেটার নেতার সঙ্গে দেখা করে আলোচনার হিড়িকও। শুক্রবার ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির নেতৃত্ব বংশীবাবুর সঙ্গে জেলে গিয়ে কথা বলেন। প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের সংগঠন কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশনের (জিসিডিপি) ৬ সদস্যের প্রতিনিধি দল। গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির সভাপতি আশুতোষ বর্মা বলেন, “রাস্তায় নেমে বংশীবদনের মুক্তির জন্য আমরা ছাড়া কোনও সংগঠন আন্দোলন করেনি। নতুন মুখ্যমন্ত্রী তা অনুভব করেছেন বলেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। বংশীবাবু আমাদের নেতা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ভাঙন রোধে
কাজ ব্যাহত বর্ষায
বার-এ হাঙ্গামা, থানা ঘেরাও
দক্ষিণবঙ্গ
ত্রাণ নয়, জলবন্দি মানুষ
চান বিদ্যাধরীর সংস্কার
বিডিও-র এফআইআর
প্রধান-সহ ৮ জনের বিরুদ্ধে
বর্ধমান
আচমকা অভিযানে পাঁচ
রেশন ডিলার সাসপেন্ড
ক্ষতিপূরণ চেয়ে ঘুরে
মরছেন মৃতের পরিজন
পুরুলিয়া
বৃষ্টিতে দুর্ভোগ দুই জেলায়
ঘর নেই, গাছের
তলায় চলে কেন্দ্র
মুর্শিদাবাদ
তৎপর রেলকর্মীরা, হাসপাতালে ভর্তি
হলেন অসুস্থ যাত্রী
ভর্তি নিয়ে বিক্ষোভে
বন্ধ কলেজ
মেদিনীপুর
ধানের অভাবি বিক্রির নালিশ
জঙ্গলমহলের শিক্ষায়
জোর মন্ত্রীর
কলকাতা
৩০.৬/২৪.৭
আজকের দিনে
• ১৮৫৬:
ভারতের জাতীয়তাবাদী নেতা
বাল গঙ্গাধর তিলকের জন্ম।
• ১৯০৬:
ভারতের জাতীয়তাবাদী নেতা
চন্দ্রশেখর আজাদের জন্ম।
• ২০০৪:
অভিনেতা মেহমুদের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে বর্ষা ঋতুটির সঙ্গে। তবে বর্ষার সঙ্গে মাছের
কেমন সম্পর্ক, তাই নিয়েই
স্বাদবদল
। সঙ্গে আম-মাহাত্ম্য নিয়ে
খানাতল্লাশি
আর বিদেশে
রবীন্দ্র জন্মোত্সব পালনের বিস্তারিত খবর-সহ মাঝমাসে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.