জঙ্গলমহলের শিক্ষায় জোর মন্ত্রীর
মেদিনীপুর শহরে একটি স্কুলের সার্ধশতবর্ষের অনুষ্ঠান। সেখানে এসেও জঙ্গলমহলে শিক্ষা প্রসারে নানা পরিকল্পনার কথাই শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক’দিন আগে জঙ্গলমহল সফরে এসে এই সংক্রান্ত নানা ঘোষণা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরে এ দিন শিক্ষামন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে শিক্ষার প্রসারে বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। স্কুলের উন্নয়ন, কলেজ তৈরি, হস্টেল নির্মাণ ইত্যাদি। এর অনেক কাজ শুরু হয়ে গিয়েছে। জঙ্গলমহলে শিক্ষার সার্বিক প্রসারে বিশেষ প্যাকেজ তৈরি ও বেশি অর্থ বরাদ্দের ব্যাপারেও আলোচনা হচ্ছে। শিক্ষার সার্বিক উন্নয়নেই আমরা জোর দিতে চাইছি।”
শুক্রবার মেদিনীপুর ঋষি রাজনারায়ণ বসু বালিকা বিদ্যালয়ের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে এসে মন্ত্রী জানান, বিদ্যালয় শিক্ষায় পাঠ্যক্রম পরিবর্তনের জন্যও রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। বর্তমানে যে পাঠ্যক্রম চালু রয়েছে তাতে ছাত্রছাত্রীদের উপর চাপ বাড়ছে। তা ছাড়াও পাঠ্যক্রমে কোন লেখকের লেখা পড়ানো হবে, সে বিষয়েও কিছু অসঙ্গতি রয়েছে। মন্ত্রীর কথায়, “মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো কমিউনিস্ট লেখকের লেখা যেমন পড়তে হবে তেমনই অন্য লেখকের লেখাও পড়তে হবে। সব দিক ভাবনাচিন্তা করেই পাঠ্যক্রম তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। যে পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা জানতে পারবে অনেক বেশি। কিন্তু চাপ থাকবে কম।”
ছাত্রীদের মাঝে। ছবি: রামপ্রসাদ সাউ।
নতুন রাজ্য সরকার অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দিতে চাইছে বলে সম্প্রতি একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। মন্ত্রী অবশ্য স্পষ্টই বলেন, “কয়েক দিন আগে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম, ইউনিট টেস্ট তুলে দিয়ে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার কথা। যেখানে বছরে দু’টি বা তিনটি পরীক্ষা হবে। পাশ-ফেল তোলার কথা আমি বলিনি। সরকার এখনও কোনও সিদ্ধান্তও নেয়নি।”
সম্প্রতি রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ বাড়ছে। প্রায় সব ক্ষেত্রেই তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ফলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই সংঘর্ষ এড়ানোর বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলেও মন্ত্রীর দাবি। তাঁর কথায়, “রাজনৈতিক দলগুলিকে আরও বেশি সচেতন হতে হবে। নতুবা এই সংঘর্ষ কমানো কঠিন। শিক্ষা দফতর তো কলেজে সংঘর্ষ থামাতে পারে না। আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছি, কলেজের মধ্যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটালে কলেজ কর্তৃপক্ষ যেন পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেয়।” ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রেও কি প্রশাসন সত্যি সক্রিয় হবে? এ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী। ঋষি রাজনারায়ণ বসু বালিকা বিদ্যালয়ের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটি হলের উদ্বোধন হয় এ দিন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন চলছে এখন। তাঁর নামেই নামাঙ্কিত হয়েছে হলটি। মন্ত্রী এ দিন সেই হলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রও। মন্ত্রীদ্বয় পরে শহরের আরও দু’টি স্কুল--বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক ও বালিকা বিভাগেও যান।
Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.