|
|
|
|
বার-এ হাঙ্গামা, থানা ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
‘সিঙ্গিং বারে’ ঢোকা নিয়ে গোলমাল ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার রাতে শহরের ৩ নম্বর রেলগুমটি এলাকার কয়েকজন বাসিন্দা একটি সিঙ্গিং বারে ঢোকার চেষ্টা করলে গোলমালের ঘটনা ঘটে। সেখান থেকে হোটেল কর্মীদের সঙ্গে ৩ নম্বর গুমটি এলাকার কয়েকজন বাসিন্দার সংঘর্ষ ও ভাঙচুর হয়। সংঘর্ষে ২ জন জখম হন। তাঁদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি নিরঞ্জন সরকার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, রাতে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় হোটেলের সিঙ্গিং বারে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। তখনকার মতো ওই যুবকেরা ফিরে গেলেও কিছুক্ষণ পরে তাঁরা কয়েক জনকে নিয়ে এসে ফের হোটেলে ঢোকার চেষ্টা করেন। ততক্ষণে হোটেলের মূল দরজা বন্ধ হয়ে গেলে ধারাল অস্ত্র দিয়ে দরজায় আঘাত করা হয় বলে অভিযোগ। গোলমাল শুনে হোটেলের কর্মীরা বার হয়ে এলে যুবকদের সংঘর্ষ হয়। হোটেল কর্মীদের বিরুদ্ধেও ওই যুবকদের ভিতরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলায় রাত পর্যন্ত ‘সিঙ্গিং বার’ চালানো এবং হোটেল কর্মীদের বিরুদ্ধে স্থানীয় কিছু যুবককে বেধড়কর মারধর করার অভিযোগে শুক্রবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। অভিযুক্ত হোটেল কর্মীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানার সামনে লাগাতার বিক্ষোভের হুমকি দেওয়া হয়। যুব কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কমিটির সভাপতি সৈকত চট্টাপাধ্যায় বলেন, “অপসংস্কৃতি শুরু হয়েছে। সিঙ্গিং বারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটছে। রাত এগারোটার পরেও কীভাবে সিঙ্গিং বার চলে সেই প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি হোটেলের কর্মীরা যেভাবে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ওই যুবকদের ওপর মারধর করেছে তা অমানবিক। জলপাইগুড়ির মতো শহরে এসব বরদাস্ত করা হবে না।” হোটেলের ম্যানেজার তথাগত চট্টাপাধ্যায় বলেন, “রাত দেড়টা নাগাদ কিছু যুবক ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে এসে হোটেলের ওপর চড়াও হয়। হোটেলের ঘর থেকে ১৪ হাজার টাকা লুঠ করা হয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতাদের দাবিতে থানায় অভিযোগ করা হয়েছে।” |
|
|
|
|
|