l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে বর্ষা ঋতুটির সঙ্গে।
তবে বর্ষার সঙ্গে মাছের কেমন সম্পর্ক, তাই নিয়েই
স্বাদবদল
। সঙ্গে
আম-মাহাত্ম্য নিয়ে
খানাতল্লাশি
আর বিদেশে রবীন্দ্র জন্মোত্সব
পালনের বিস্তারিত খবর-সহ মাঝমাসে
সংবাদের হাওয়াবদল
।
মাওবাদী নেতা ধৃত ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
বন্দিমুক্তি, মামলা প্রত্যাহারের দাবির মধ্যেই মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে জঙ্গলমহলে ধরপাকড়ও চলছে। রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের গজাশিমুল থেকে বীরেন মাহাতো নামে বছর সাতাশের এক যুবককে গ্রেফতারের পরে পুলিশের দাবি, খুন-অপহরণ, নাশকতা, তোলাবাজি এবং অস্ত্র-বিস্ফোরক মজুত রাখার দশটি মামলায় তাঁকে দু’বছর ধরে খোঁজা হচ্ছিল। সোমবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে ৭ দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, বীরেনের বাড়ি ঝাড়গ্রামেরই মানিকপাড়া অঞ্চলে। রবিবার সন্ধ্যায় গজাশিমুলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়ানো একটি লরি থেকে একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি সমেত তাঁকে ধরা হয়। তোলাবাজির টাকায় সম্প্রতি বীরেন তাঁর বাবার নামে লরিটি কিনেছিলেন বলে দাবি পুলিশের। লরিটিও আটক করা হয়েছে। তোলাবাজির পাশাপাশি গত দু’বছর ধরে মানিকপাড়া, সরডিহা ও বাঁধগোড়া অঞ্চলের ২০-২৫টি গ্রামে বীরেন মাওবাদীদের ‘গণ-মিলিশিয়া’র নেতৃত্বও দিচ্ছিলেন বলে পুলিশের দাবি। ২০০৯-এর নভেম্বরে সিপিএমের লালগেড়িয়া শাখা সম্পাদক অজিত মাহাতো ও মানিকপাড়া পঞ্চায়েতের সিপিএম সদস্য ক্ষুদিরাম মুদিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত হিসেবে প্রথম বার পুলিশের খাতায় বীরেনের নাম ওঠে।
বিস্তারিত...
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ কলেজে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
কংগ্রেস এবং তৃণমূলের বহিরাগত কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় বহরমপুর কলেজ চত্বর। এদিন কলেজে ভূগোল অনার্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রথম বর্ষের জেনারেল কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছিল। সেই সময়ে দু’পক্ষের কর্মী-সমর্থকেরাই লাঠি-রড হাতে মারমুখী হয়ে ওঠে। যদিও ওই ঘটনায় পরীক্ষা বা ভর্তি প্রক্রিয়া কোনও ভাবে ব্যাহত হয়নি। পরে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশের বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় থানায় অবশ্য কোনও অভিযোগ দায়ের হয়নি। বহরমপুর থানার আইসি প্রমোদরঞ্জন বর্মণ বলেন, “বহিরাগত কর্মী-সমর্থকদের মধ্যে এদিন সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। কেউ গ্রেফতারও হয়নি।” এদিন সকাল ১১টার সময় কলেজের ছাত্র পরিষদ সমর্থকদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ।
দলের কর্মীদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না খবর পেয়ে জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বেগম কলেজ চত্বরে পৌঁছন। দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি থেকে মারপিট শুরু হয়ে যায়।
বিস্তারিত...
সিউড়িতে অশান্তি, পুলিশের লাঠি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি
‘চোর’ সন্দেহে এক যুবককে শনিবার প্রকাশ্যে পিটিয়ে মেরেছিল কিছু লোক। ওই যুবকের সঙ্গী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে। তারই প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে উঠল সিউড়ি শহরের হাটজনবাজার এলাকা। পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসীর একাংশ। পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ বাহিনী ও র্যাফ লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। অবরোধকারীদের মধ্যে তিন মহিলা-সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসেছে। পুলিশ এবং এলাকার অধিকাংশ বাসিন্দা জানিয়েছেন, মৃত ও আহত যুবক নানা রকম সমাজবিরোধী কাজে যুক্ত। মৃতের বিরুদ্ধে খুনের অভিযোগও ছিল। ঘটনার সূত্রপাত শনিবার। পুলিশ জানিয়েছে, ওই দিন ভোরে হাটজনবাজার কলোনির হরিসভাপাড়ার বাসিন্দা, পেশায় নৈশরক্ষী পার্থ সাহাকে মারধর করে তাঁর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করার অভিযোগ ওঠে ওই পাড়ারই দুই বাসিন্দা কিশোর গোস্বামী এবং স্থানীয় রেলপাড়ার বাসিন্দা কালু দাসের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে এলাকারই কিছু লোক নিজেদের হাতে আইন তুলে নিয়ে প্রথমে কালুকে বেধড়ক মারধর করেন। সকাল ১০টা নাগাদ তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে কিশোরকে খুঁজে পেয়ে তাঁকেও পেটায় ওই লোকজন।
বিস্তারিত...
হঠাৎ পরিদর্শনে শিল্পায়নের হাল
দেখে স্তম্ভিত শিল্পমন্ত্রী
কিশোর সাহা • শিলিগুড়ি
সব মিলিয়ে প্রায় দু’বিঘা জমি। সেখানেই পশ্চিমবঙ্গ রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের দোতলা অফিস। টেবিল-চেয়ার সবই রয়েছে। অথচ কোনও অফিসার নেই। বহু খুঁজেপেতে একজন কর্মীর দেখা মিললেও তিনি কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না। শিলিগুড়ির সেবক রোডের উপরে বিশাল এলাকা জুড়ে শিল্প তালুক। নাম হল, ‘ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেট’। যেখানে কাগজে-কলমে ৬০টির উপরে সংস্থাকে ক্ষুদ্র শিল্প গড়ার জন্য জমি দেওয়া রয়েছে। হাতে গোনা কিছু কারখানা চলছে। অফিসার-ইঞ্জিনিয়ারদের প্রশ্ন করে জানা গেল, বাকি জমির অধিকাংশেই শিল্প হয়নি। শুধু ঘর তৈরি করে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেউ কেউ ভাড়াও দিয়েছেন। সংক্ষেপে এই হল শিলিগুড়ি ও লাগোয়া এলাকার শিল্পায়নের হাল। সোমবার শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে সঙ্গে নিয়ে আচমকা পরিদর্শনে এমনই উপলব্ধি হল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যা দেখার পরে প্রথমে তিনি স্তম্ভিত হয়ে যান। পরমুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন। কেন এই হাল, অফিসারদের লিখিত ভাবে সাত দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন। সেই সঙ্গে যাঁরা শিল্পের নামে জমি নিয়ে ফেলে রেখেছে তা ফিরিয়ে নেওয়ার নির্দেশও দেন।
বিস্তারিত...
দলবল নিয়ে যুবককে অপহরণ করে ধৃত তরুণী
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ ও বারাসত
দলবল নিয়ে এক যুবককে অপহরণ করে ‘মুক্তিপণ’ আদায়ের সময় রেল পুলিশের ধরা পড়ে গেল বছর বাইশের এক তরুণী। গ্রেফতার করা হয়েছে তার মা ও বোন-সহ আরও তিন জনকে। সোনালি পোদ্দার নামে ওই তরুণী বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকার বাসিন্দা। বারাসতের নবতীর্থে মাস কয়েক আগে বাড়ি ভাড়া নিয়েছিল সে। সঙ্গে শাহি নামে এক যুবক থাকত। যাকে নিজের স্বামী বলেই পরিচয় দিয়েছিল সোনালি। একটি শিশুও ছিল তার। শাহি মাঝেমধ্যেই বাড়িতে থাকত না। বাড়িওয়ালা অমিত রায়চৌধুরীরা দেখেন, সোনালির কাছে নিয়মিত বাইরের লোক যাতায়াত করছে। ‘মধুচক্র’ চলছে মনে করেন পাড়ার লোকজনও। গত শনিবার স্থানীয় ক্লাবের ছেলেরা এবং এলাকার কিছু বাসিন্দা সোনালিকে বাড়ি থেকে বের করে দেন। এলাকার দুই দুষ্কৃতী তার ছেলের গলা থেকে সোনার চেন খুলে নেয় বলে ধরা পড়ার পরে রেল পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ। ওই টাকা ‘ফেরত’ পেতেই অপহরণের ফন্দি মাথায় আসে তার।
রবিবার অমিতবাবুকে টেলিফোনে সোনালি ও শাহি জানায়, তারা একটি ল্যাপটপ ফেলে এসেছে। সেটি ফেরত পেতে চায়। কিন্তু বারাসতে গেলে তাদের মারধর করা হতে পারে। ঠিক হয়, ল্যাপটপ ফেরত দেওয়া হবে বামনগাছি স্টেশনে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিধায়কের উপরে
বন্দুক নিয়ে হামলা
গৌড়বঙ্গে ছাত্র
নেই অর্থনীতিতে
দক্ষিণবঙ্গ
শিক্ষকদের কর্মবিরতি,
ফিরলেন পরীক্ষার্থীরা
‘জরিমানা’ আদায়ের
হুমকি, অভিযুক্ত তৃণমূল
বর্ধমান
কেতুগ্রামে ফের টাকা আত্মসাতে অভিযুক্ত সিপিএমের চাঁদ মাঝি
ফের ছাই ধসে গেল
পরাশকোলে
পুরুলিয়া
কাজ না পেয়ে বেকার
ভাতার আর্জি সারেঙ্গায়
চাল বিলি নিয়ে নালিশ,
বিক্ষোভ সিউড়ির গ্রামে
মুর্শিদাবাদ
ডোমকল মহিলা
কলেজ শুরু ২৫শে
মেদিনীপুর
হুমকি চলবে না,
হুঁশিয়ারি সুশান্তকে
গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের আহ্বান
মহিলা তৃণমূলের সভায়
কলকাতা
৩৩.৩/২৭.০
আজকের দিনে
•
১৮৯৯:
সাহিত্যিক বলাইচাঁদ
মুখোপাধ্যায়ের জন্ম।
•
১৮৯১:
সমাজসংস্কারক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.