|
|
|
|
গৌড়বঙ্গে ছাত্র নেই অর্থনীতিতে |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
প্রথম বর্ষের অনার্সে ভর্তির জন্য মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে ‘ঠাঁই নেই’ অবস্থা। ব্যতিক্রম অর্থনীতি। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের অর্থনীতির অনার্সে ছাত্রছাত্রীর আকাল চলছে। মালদহ কলেজে ৮৩টি আসনের মধ্যে অর্থনীতি অনার্সের ৭৮টি আসনই ফাঁকা পড়ে রয়েছে। ভর্তি হয়েছে মাত্র ৫ জন ছাত্র। মালদহ মহিলা মহাবিদ্যালয়ে অর্থনীতি অনার্সের ৩৩টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন মাত্র ২ জন ছাত্রী। মালদহের চাঁচল কলেজ, কালিয়াচক কলেজ, সাউথ মালদহ কলেজে অর্থনীতি অনার্সে একজন ছাত্রও ভর্তি হয়নি। অর্থনীতিতে অনার্স পড়ায় ছাত্রছাত্রীদের আগ্রহ দিনের পর দিন কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে কলেজের অর্থনীতির শিক্ষকরা। এই চিত্র শুধুমাত্র মালদহ জেলার কলেজগুলিতেই নয়, গৌড়বঙ্গ বিশ্ববিদালয়ের অধীন উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কলেজে অর্থনীতি অনার্সের একই হাল। ওই দুই জেলার কলেজগুলিও অর্থনীতি অনার্সে ছাত্র পাচ্ছে না। ৩ বছর ধরে ছাত্র সংকটে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীন মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কলেজগুলির অর্থনীতি অনার্স বিভাগ ধুঁকছে। এখন যা অবস্থা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে অর্থনীতি অনার্সে ছাত্রের চেয়ে শিক্ষকের সংখা বেশি। অর্থনীতির কোনও ছাত্র না পড়িয়েই বেতন তুলছেন একাধিক শিক্ষক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্সের অবস্থা কতটা করুণ, এ বছর পার্ট-ওয়ান, পার্ট-টু, পার্ট-থ্রি-র মোট পরীক্ষার্থীর সংখ্যা দেখলেই তা সহজেই বোঝা যায়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “এবছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পার্ট-ওয়ানে ৫১ জন ,পার্ট-টু, পার্ট-থ্রি মিলে ১১ জন এবং সব মিলিয়ে ৬১ জন পরীক্ষা দিয়েছেন।” অর্থনীতি অনার্স কেন পড়তে ছাত্রছাত্রীরা আসছেন না? এই নিয়ে মালদহ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা চৈতালি চট্টরাজ বলেন, “এখনও দিল্লিতে ৯৮-৯৯ শতাংশ নম্বরের নীচে কেউ অর্থনীতি পড়ার সুযোগ পান না। তাই ছাত্রছাত্রীরা এখন অর্থনীতিতে অনার্স পড়তে আসছেন না। শুনতে পাচ্ছি এসএসসিতে নাকি অর্থনীতিতে স্কুলে বেশি চাকরি নেই বলে ছাত্রছাত্রীরা ওই বিষয়ে অনার্স পড়তে চান না।” গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বোর্ড অব স্টাডিজের চেয়ারপার্সন মধুমিতা সেনগুপ্ত বলেন, “অর্থনীতি অনার্সে অঙ্ক আবশ্যিক করার জন্য ছাত্রছাত্রীরা এখন অর্থনীতিতে অনার্স পড়তে আসছেন না। পাশাপাশি এসএসসিতে অর্থনীতিতে চাকরির আকালের কারণে ছাত্রছাত্রীদের আগ্রহ কমেছে।” অর্থনীতি অনার্সের মালদহ কলেজে পার্ট-ওয়ানে ছাত্র ৮জন, পার্ট-টুতে ৭ জন, পার্ট থ্রিতে ৪ জন। মালদহ মহিলা মহাবিদ্যালয়ে ২০০৯ ও ২০১০ সালে অর্থনীতি অনার্সে একজনও ছাত্রী ভর্তি হননি। এ বছর মাত্র ২ ছাত্রী ভর্তি হয়েছেন। সাউথ মালদহ কলেজের অধ্যক্ষ পার্থ চক্রবর্তী বলেন, “অর্থনীতি অর্নাসে কোনও ছাত্র ভর্তি হয়নি।” চাঁচল কলেজের টিচার্স ইনচার্জ অনিতা চক্রবর্তী বলেন, “পার্ট থ্রিতে ১ জন, পার্ট টুতে ২ ছাত্র থাকলেও অর্থনীতিতে কেউই ভর্তি হয়নি।” |
|
|
|
|
|