পরিষেবায় ‘নেই-রাজ্য’,
নিত্য দুর্ভোগ গার্ডেনরিচ হাসপাতালে |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রত্যন্ত গ্রামের কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নয়, এই চিত্র কলকাতার গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালের।
মাসখানেক আগে বাঘা যতীন হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে দেরিতে আউটডোর শুরু এবং চিকিৎসকের অভাব দেখে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে ব্যবস্থা নিতে। মেডিক্যাল কলেজগুলিতে রোগীর চাপ কমাতে বাঘা যতীন হাসপাতালের পাশাপাশি বিদ্যাসাগর, গার্ডেনরিচ, বিজয়গড় স্টেট জেনারেলের মতো হাসপাতালগুলির হাল ফেরাতেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মমতা। |
|
ডিসলেক্সিয়া রোগী প্রতিবন্ধী, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য সরকার ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক ছাত্রীকে প্রতিবন্ধীর সার্টিফিকেট দিতে রাজি হয়নি। সোমবার কলকাতা হাইকোর্ট শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দিয়েছে, ডিসলেক্সিয়া রোগীদের প্রতিবন্ধী হিসেবে গণ্য করতে হবে। এই মর্মে নির্দেশ জারির সঙ্গে সঙ্গে হাইকোর্ট বলে দিয়েছে, ওই রোগে আক্রান্ত তরুণী পায়েল সরকারকে ভর্তি নিতেই হবে তারাতলার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে।
ডিসলেক্সিয়া এমন এক ধরনের স্নায়বিক রোগ, যাতে ‘লার্নিং ডিসঅর্ডার’ বা পড়াশোনা করতে সমস্যা হয়। |
|
|
হুঁশ ফেরেনি আগুনেও |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মোবাইল চার্জ দিতে গিয়ে নয়।
বধর্মান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে আগুনের ফুলকি দেখা গিয়েছিল শিশুদের উষ্ণ রাখার ‘ওয়ার্মার’ যন্ত্রে। এমনকী, সেই সময় ওই যন্ত্রের মধ্যেই শুইয়ে রাখা হয়েছিল দু’টি শিশুকে।
মায়েদের চোখ পড়ায় দ্রুত ওয়ার্মার থেকে শিশুদের কোলে তুলে নেন তাঁরা। কপাল-জোরে কোনও মতে শিশু দু’টির জীবন রক্ষা পেলেও বর্ধমান মেডিক্যালে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। |
|
স্বাস্থ্যকেন্দ্র গড়তে জমি দিলেও ছেলের চাকরি না হওয়ায় তালা |
|
স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে হেনস্থার অভিযোগ |
শর্টসার্কিট থেকে আগুন হাসপাতালে |
|
টুকরো খবর |
|
|