|
|
|
|
ভর্তি নিতে হবে ছাত্রীকে |
ডিসলেক্সিয়া রোগী প্রতিবন্ধী, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকার ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক ছাত্রীকে প্রতিবন্ধীর সার্টিফিকেট দিতে রাজি হয়নি। সোমবার কলকাতা হাইকোর্ট শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দিয়েছে, ডিসলেক্সিয়া রোগীদের প্রতিবন্ধী হিসেবে গণ্য করতে হবে। এই মর্মে নির্দেশ জারির সঙ্গে সঙ্গে হাইকোর্ট বলে দিয়েছে, ওই রোগে আক্রান্ত তরুণী পায়েল সরকারকে ভর্তি নিতেই হবে তারাতলার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে।
ডিসলেক্সিয়া এমন এক ধরনের স্নায়বিক রোগ, যাতে ‘লার্নিং ডিসঅর্ডার’ বা পড়াশোনা করতে সমস্যা হয়। |
|
ডিসলেক্সিয়ায় আক্রান্ত ঈশান। ‘তারে জমিন পর’ ছবির একটি দৃশ্যে। |
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই রোগে আক্রান্তেরা অন্যদের থেকে দেরিতে পড়া বুঝতে বা লিখতে পারেন। অক্ষর বা শব্দ পরপর সাজাতে অসুবিধা হয় তাঁদের। গুছিয়ে কোনও কাজ করতে পারেন না। ঠিক যেমনটি দেখা গিয়েছিল ‘তারে জমিন পর’ ছবির বালক ঈশান অবস্তির ক্ষেত্রে। ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছেলেটি লেখাপড়ায় পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত বোর্ডিং স্কুলে যেতে বাধ্য হয়। এক সহৃদয় শিক্ষকের সস্নেহ প্রশিক্ষণে ঈশান কী ভাবে আলোর হদিস পেল, সেটাই দেখানো হয়েছিল সেই ছবিতে। আর তারাতলার হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এই মামলার আবেদনকারিণী পায়েল সরকারকে ভর্তির জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট আনতে বলেছিলেন। ওই ছাত্রী আবেদন জানানো সত্ত্বেও রাজ্য সরকার সেই শংসাপত্র দিতে রাজি হয়নি। পায়েল হাইকোর্টের দ্বারস্থ হন।
পায়েলের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, আবেদনকারী তারাতলা হোটেল ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তির জন্য পরীক্ষা দেন। প্রতিবন্ধী কোটায় তিনি ভর্তির তালিকায় ঠাঁই পান। কলেজ-কর্তৃপক্ষ
তাঁকে শর্ত দেন, রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবন্ধী শংসাপত্র এনে জমা দিতে হবে। পায়েল রাজ্য সরকারের কাছে প্রতিবন্ধীর শংসাপত্র চেয়ে আর্জি জানালে তারা জানায়, ১৯৯৫ সালের ‘ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটি অ্যাক্ট’ বা শারীরিক অক্ষমতা আইন অনুযায়ী ডিসলেক্সিয়ায় আক্রান্তদের প্রতিবন্ধী বলা যায় না।
সুব্রতবাবু হাইকোর্টকে জানান, যে-সব কারণে কোনও মানুষকে প্রতিবন্ধী বলা হয়, ডিসলেক্সিয়ায় আক্রান্ত রোগীরও সেই প্রতিবন্ধকতা রয়েছে। অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি দেখান, সেখানে ওই রোগে আক্রান্তদের প্রতিবন্ধী বলে স্বীকৃতি দেওয়া হয়। তার পরেই হাইকোর্ট এ দিন এই নির্দেশ দেয়। |
|
|
|
|
|