টুকরো খবর

ডোমকল মহিলা কলেজ শুরু ২৫শে
অনেক দিনের আশা মিটতে চলেছে ডোমকলের। ডোমকল গার্লস কলেজে পঠনপাঠন শুরু হতে চলেছে ২৫ জুলাই। আপাতত ভবতারণ স্কুলে সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস হবে। গোটা মহকুমায় এর আগে ছিল মাত্র দু’টি কলেজ। ইসলামপুরে একটি ছোট কলেজ থাকলেও সীমিত আসন। নেই সাম্মানিক বা অন্য কোনও পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ। ১৯৯৯-এ বসন্তপুরে আর এক কলেজ তৈরি হয়। সাম্মানিক নিয়ে পড়ার সুযোগ থাকায় মহকুমার ছাত্রছাত্রীরা ভিড় করে সেখানে। অবসরপ্রাপ্ত শিক্ষক শিশির দাসের বক্তব্য, “মুসলিম পরিবারে মেয়েদের দূরে পড়তে যেতে দিতে আপত্তি থাকে। ফলে ডোমকলে অনেক মেধাবী ছাত্রী থাকলেও পড়াশোনার সুযোগ পায় না তাঁরা। মহিলা কলেজ হলে এলাকায় নারীশিক্ষার প্রসার হবে।” বিধায়ক আনিসুর রহমান বলেন, “মহিলারা শিক্ষিত না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই এই কলেজ হওয়া খুব জরুরি ছিল।”

প্রধানশিক্ষকের ঘরে তালা
প্রধানশিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। নিয়মিত ক্লাসও নেন না। স্কুলে পানীয় জল থেকে শৌচাগার কোনও পরিষেবা নেই। এমন এক গুচ্ছ অভিযোগে সোমবার স্কুলের প্রধানশিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে দিল ছাত্রেরা। তালা দিয়ে দেওয়া হয় টিচার্স রুমেও। হাঁসখালির রাধাসুন্দরী পালচৌধুরী ইন্সটিটিউটে সোমবার এই ঘটনার পরে পঠনপাঠনও হতে পারেনি। প্রধানশিক্ষক মণিমোহন বৈরাগীকে ঘিরে ধরে বিক্ষোভও দেখায় ছাত্রেরা। প্রধানশিক্ষকের দাবি, “স্কুলের এক শ্রেণির শিক্ষকদের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে। তাঁরা চান না আমি প্রধানশিক্ষকের পদে থাকি।” তিনি বলেন, “ছাত্রেরা দাবি করেছে, আমাকে রোজ স্কুলে থাকতে হবে। কিন্তু একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষককে প্রায়ই নানা ফাইল নিয়ে এই দফতর থেকে অন্য দফতর ছোটাছুটি করতে হয়। মিড ডে মিল থেকে বেতন, সবই প্রধানশিক্ষকের দায়িত্ব। এখন যদি সকলে চান আমি সে সব না করে স্কুলে গিয়ে ক্লাস নেব, তা হলে তাই হবে।” কিন্তু স্কুলের পরিচালন সমিতির সম্পাদক পীযূষ সাহার পাল্টা দাবি, “প্রধানশিক্ষক নিজে ক্লাস নেন না। শিক্ষকদের সঙ্গে ঠিক মতো সম্পর্ক বজায় রাখতে পারেন না। নানা অব্যবস্থা চলছে। তাই আজ ছাত্রেরা রেগে গিয়েছে।”

যুবকের দেহ উদ্ধার বড়ঞায়
ঝোপের আড়াল থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুর একটা নাগাদ বড়ঞা থানার ডাকবাংলা বাজার সংলগ্ন একটি সিনেমা হলের পিছন থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম আলিমুর শেখ (১৮)। স্থানীয় নিমা গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশল জানতে পেরেছে, ওই যুবক গত ১৫ জুলাই শুক্রবার রাত আটটার পর থেকে নিখোঁজ ছিলেন। এই দিন দুপুরে ওই সিনেমা হলের পিছন থেকে দুর্গন্ধ পেয়ে বাসিন্দারা দেখতে পান আলিমুরের দেহ পড়ে রয়েছে। ওই যুবকের বাবা আলি নেওয়াজ শেখ জামা দেখে ছেলেকে শনাক্ত করেন। তারপরেই আলিমুরের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দারা পুলিশ কুকুর এনে তদন্তের দাবি করেন। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “ওই পচাগলা দেহ উদ্ধারের পরে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।” পুলিশ জানতে পেরেছে, ওই যুবক রাজমিস্ত্রির সঙ্গে দিনমজুরের কা৩জ করতেন। এলাকার বাসিন্দা মইনুদ্দিন শেখ বলেন, “আলি খুব ভাল ছেলে বলেই পরিচিত ছিল। কারা তাকে খুন করেছে, তা জানতে তদন্ত করতে বলা হয়েছে পুলিশকে।”

অস্ত্র-সহ ধৃত ৫
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল পাঁচ যুবক। সোমবার সকালে চাকদহের চৌরাস্তার কাছে তাদের সন্দেহজনক ঘোরাঘুরি দেখে পুলিশ পাঁচ জনকেই জেরা শুরু করে। দেহ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। পুলিশের অনুমান গাড়ি থামিয়ে ছিনতাই করতেই জড়ো হয়েছিল তারা।

জুনিয়র ফুটবল লিগ
করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১১-১২ মরসুমের জুনিয়ার ফুটবল লিগ শুরু হল রবিবার। এ বার মোট ১৩টি দল অংশগ্রহণ করেছে। রবিবার তিনটি মাঠে খেলা হয়েছে। ফুনকতলা মাঠে শিশা নেতাজি ক্লাব ৫-০ গোলে কুমরি নেতাজি সংঘ ও পাঠাগারকে পরাজিত করে। মহিষবাথান মাঠে গোয়াস অনির্বান ক্লাব ১-০ গোলে কেচুয়াডাঙা ক্লাবকে পরাজিত করে। নতিডাঙা মাঠে পিপুলখোলা ইয়ুথ ইউনিয়ান ক্লাব ২-১ গোলে সেনপাড়া পল্লিশ্রী সংঘকে হারায়। অপর দিকে সোমবার কুমরি মাঠে হরেকৃষ্ণপুর মিলন সংঘ ৪-২ গোলে করিমপুর জামতলা নবারুণ সংঘকে পরাজিত করে। এ দিন শিশা মাঠে পুর্ব-দোগাছি নবজাতক সংঘ ৪-২ গোলে মহিষবাথান বিবাদী ক্লাবকে পরাজিত করে। সেনপাড়ায় যমশেরপুর ক্রিকেট ক্লাব ও পুঁটিমারি নিউ চাঁদতারা স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়।

জয়ী বামফ্রন্ট
হরিহরপাড়া ও রেজিনগর থানার দু’টি বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে পরাজিত হল বামফ্রন্ট। রবিবার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৩টি কংগ্রেস ও ৩টি তৃণমূল দখল করেছে। এই বিদ্যালয়ে ক্ষমতায় ছিল কংগ্রেস। রেজিনগর থানার কামনগর-কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে কংগ্রেস ও দু’টিতে বামফ্রন্টের প্রার্থীরা জিতেছেন। ওই বিদ্যালয়ে পরিচালন সমিতিতে ক্ষমতায় ছিল বামফ্রন্ট।

জিতল কংগ্রেস
রানিনগর থানার রাখালদাসপুর হাইস্কুলের পরিচালন সমিতি সিপিএমের হাতছাড়া হল। গত রবিবার রাতে ভোট গণনার পর দেখা যায়, পরিচালন সমিতির ৬টি আসনের সব ক’টিই কংগ্রেসের দখলে গিয়েছে। পরিচালন সমিতির শিক্ষক ও অশিক্ষক প্রতিনিধির মোট ৪টি আসনও দখল করে কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্যরা।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.