গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের আহ্বান মহিলা তৃণমূলের সভায় |
নিজস্ব সংবাদদাতা• মেদিনীপুর |
রাজ্যে পালাবদলের পর মহিলা সংগঠনকে চাঙ্গা করতে সমাবেশের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশেও বক্তাদের বলতে হল, কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা আর বরদাস্ত করা হবে না। সবাইকে একজোট হয়েই কাজ করতে হবে।
সোমবারের সমাবেশে দলের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী অপর্ণা নিয়োগী বলেন, “সিপিএম এত দিন গণতন্ত্রকে হত্যা করেছিল। মহিলাদের পর্যন্ত সম্মান দেয়নি। এ বার রাজ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।” কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব যে বাধা হয়ে দাঁড়াচ্ছে তা-ও নেতৃত্বের অজানা নয়। তাই গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলতেও তিনি ভোলেননি। বলেন, “কোথাও কোনও গোষ্ঠীর ব্যাপার নেই। সবাইকেই এক সঙ্গে কাজ করতে হবে। কেউ আলাদা ভাবে কিছু করতে চাইলে সমর্থন করা হবে না।” এ দিন ডেবরাতে আবার সংখ্যালঘু সেলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি দীনেন রায়ও গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধের উপরেই জোর দেন। তাঁর বক্তব্য, “অনেক জায়গাতেই কিছু মানুষ গোষ্ঠী তৈরির চেষ্টা চালিয়ে দলকে দুর্বল করার চক্রান্ত করছে। এ রকম ঘটনা ঘটতে দেবেন না। গোষ্ঠী রাজনীতি যাঁরা করতে চাইছেন, তাঁদের চিহ্নিত করে দলের কাছে অভিযোগ জানান। ব্যবস্থা নেওয়া হবে।” সম্প্রতি পিংলায় গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে দলের পঞ্চায়েত সদস্যরা এমনকী দলীয় প্রধানের বিরুদ্ধেও অনাস্থা এনেছেন। পিংলা নিয়েও রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন দীনেনবাবু। |
মহিলা তৃণমূল এবং সংখ্যালঘু সেলের দু’টি সভা থেকেই ২১ জুলাইয়ে ব্রিগেডের সমাবেশে বিপুল সংখ্যায় যোগদানেরও আহ্বান জানানো হয়। ডেবরার সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ২০০ জন ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ইদ্রিশ আলি, মহম্মদ মহসিন, স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি।
মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন দলের মহিলা কর্মী-সমর্থকেরা। অনেকেই স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন। গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম ঠিক মতো হচ্ছে না বলেও অভিযোগ করেন। দু’বছরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে মহিলাদের আগ্রাধিকার দেওয়া হবে বলেও সমাবেশে জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী উত্তরা সিংহও। |