পঞ্চায়েত, লোকসভা ও সম্প্রতি বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পরেও স্কুল ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীদের হারিয়ে দিলেন বাম সমর্থিত প্রার্থীরা। রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের গুড়গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর হাইস্কুলের (জুনিয়র) অভিভাবক প্রতিনিধির তিনটি আসনের সব ক’টিতেই বড় অঙ্কের ব্যবধানে হারল তৃণমূল। অথচ, এই স্কুলের পরিচালন সমিতি গত বার তৃণমূলের দখলেই ছিল। হারের সম্ভাবনা বুঝে প্রচারে নেমেছিলেন নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। এমনকী ভোটের দিন তিনি স্কুলচত্বরে উপস্থিতও ছিলেন। তবুও কেন হার হল তৃণমূলের? স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য স্বপন রায় বলেন, “স্কুলে পরিচালন সমিতিতে ক্ষমতাসীন আমাদের দলের সম্পাদক-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে দুর্নীতি ও তছরুপের অভিযোগ ভাল চোখে দেখেননি অভিভাবকেরা। বার বার আন্দোলন ও অবরোধ স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। দলের একাংশ এ সবের বিরোধিতাও করেছিল। সব মিলিয়ে এই ফল আমাদের সতর্ক করে দিল।”
|
শিশুশ্রমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রশিক্ষণ শিবির শুরু হল কাজলা জনকল্যাণ সমিতির সভাঘরে। উদ্যোক্তা পূর্ব মেদিনীপুর জেলা শিশুশ্রমিক উন্নয়ন সমিতি ও কাজলা জনকল্যাণ সমিতি। পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে জেলার ৩১টি শিশুশ্রমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা যোগ দিচ্ছেন। প্রশিক্ষক হিসাবে রয়েছেন মোহিত রণদীপ, বিবেকানন্দ সাহু, অর্পিতা পণ্ডা, জয়ন্ত পণ্ডা প্রমুখ। সোমবার শিবিরের উদ্বোধন করেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পণ্ডা বলেন, “শুধু বইয়ের বোঝা বাড়ালেই শিক্ষা হয় না। উচ্চমানের শিক্ষার মাধ্যমে মানবসম্পদের প্রকৃত উন্নয়ন দরকার। প্রশিক্ষণ শিবিরে সে কথাই বলা হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের।”
|
মোটর সাইকেল চুরির অভিযোগে সোমবার তমলুক থেকে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম স্বপন সিংহ। উদ্ধার হয়েছে চোরাই মোটর সাইকেলটিও। পুলিশ জানায়, দিন পাঁচেক আগে কলকাতার তালতলার এস এন ব্যানার্জি রোডে মনোজ যাদবের পুরনো মোটর সাইকেলের দোকানে ক্রেতা সেজে যায় স্বপন। অভিযোগ, ‘টেস্ট ড্রাইভে’র নামে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় সে।
|
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালার উদ্যোগে বিজ্ঞান-নাটক প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম হল কাঁথির সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দির। সম্প্রতি দিঘা বিজ্ঞানকেন্দ্রে জেলাস্তরের প্রতিযোগিতাটি হয়। জেলার মোট পাঁচটি স্কুল যোগ দিয়েছিল। সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দিরের ‘পড়শিকথা’ প্রথম, এগরা ঝাটুলাল হাইস্কুলের ‘আচার্যদের শ্রদ্ধায় ও স্মরণে’ দ্বিতীয় এবং ঈশ্বরপুর বিএম বিদ্যালয়ের ‘ইউটোপিয়া’ তৃতীয় স্থান অর্জন করে। শীতলপ্রসাদ বিদ্যামন্দিরের ছাত্র মনোজিৎ দাস সেরা অভিনেতা, বড়বড়িয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী মিতালি খাটুয়া সেরা অভিনেত্রী, শীতলপ্রসাদ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সোমনাথ দাস সেরা নাট্যকার ও এগরা ঝাটুলাল বিদ্যালয়ের শিক্ষক শীর্ষেন্দু দাস সেরা পরিচালকের শিরোপা পান। দিঘা বিজ্ঞানকেন্দ্রের তরফে পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ২২ জুলাই কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দির।
|
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে কাজে যোগ দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে হলদিয়া উন্নয়ন ভবনে এসে দায়িত্বভার নেন তৃণমূলের যুব রাজ্য সভাপতি। মাত্র ঘণ্টাখানেক ছিলেন সেখানে। ফাইলপত্র খতিয়ে দেখার পরেই সাংবাদিক বৈঠক করবেন বলে জানান তিনি। এ দিকে, দীর্ঘ দিন ধরে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ থমকে রয়েছে। শুভেন্দু চেয়ারম্যান পদে যোগ দেওয়ায় উন্নয়নের কাজে গতি আসবে বলেই মনে করছে শিল্প শহরের বণিক মহল।
|
বিপিএল তালিকার জন্য বরাদ্দ চালের গুণগত মান খারাপ বলে অভিযোগ তুললেন রেশন ডিস্ট্রিবিউটরেরা। তাই চাল পরীক্ষা না করে এফসিআই গুদাম থেকে আর চাল তুলতে রাজি নন কেউ। কিন্তু এফসিআই কর্তৃপক্ষ চাল পরীক্ষা করতে দিতে রাজি নন বলে অভিযোগ। কিন্তু ডিস্ট্রিবিউটরেরা তাঁদের অবস্থানে অনড়। এর ফলে গরিব মানুষদের রেশন থেকে চাল পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ডিস্ট্রিবউটর অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক গোপাল অগ্রবাল লিখিত ভাবে জেলা খাদ্য নিয়ামককে তাঁদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। আজ, মঙ্গলবার চাল না তুলে প্রতীকী প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা খাদ্য নিয়ামক প্রদীপ ঘোষ বলেন, “আমরা এফসিআইয়ের গুদাম পরীক্ষা করে দেখেছিলাম কিছু চাল খারাপ রয়েছে। তা বাদ দিয়ে ভাল চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তা সত্ত্বেও এফসিআই কর্তৃপক্ষ কেন চাল পরীক্ষা করতে দিচ্ছেন না বুঝতে পারছি না।” এফসিআইয়ের ডিপো ইনচার্জ কোনও মন্তব্য করতে রাজি হননি। সমস্যার দ্রুত সমাধানের জন্য বিষয়টি রাজ্য সরকারকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য ও সরবরাহ দফতর।
|
স্থায়ী নিয়োগপত্র প্রদান-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার ভগবানপুর-২ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন আইএনটিটিইউসি অনুমোদিত আশা-কর্মী সংগঠনের সদস্যরা। |