জঙ্গলমহল
নতুন রেশন কার্ড বিলি শুরু
ঙ্গলমহলে নতুন রেশনকার্ড বিলি শুরু হল। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব সমস্ত গরিব মানুষের হাতে নতুন রেশনকার্ড পৌঁছে দেওয়া হবে। জঙ্গলমহলের বিভিন্ন ব্লকেই সোমবার থেকে কার্ড বিলি শুরু হয়েছে। মেদিনীপুর সদর ব্লক অফিসে জামকুণ্ডার বাসিন্দাদের কার্ড দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক সুরজিৎ রায়, বিডিও অয়ন নাথ প্রমুখ। শালবনিতেও কার্ড বিলি শুরু হয়েছে। ঝাড়গ্রাম, বিনপুর-১, বিনপুর-২, গোপীবল্লভপুর ব্লকেও নতুন রেশন কার্ড বিলি হয়। প্রথম দিনে ৯০০-রও বেশি কার্ড বিলি হয়েছে। জেলা খাদ্য নিয়ামক প্রদীপ ঘোষ বলেন, “যত দ্রুত সম্ভব জঙ্গলমহলের সমস্ত গরিব মানুষের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হবে।”
সদর ব্লক অফিসে কার্ড বিলি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
খাদ্য দফতর সূত্রের খবর, কার্ড বিলি সম্পূর্ণ হলেই ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু হবে। গরিব গ্রামবাসীরা যাতে অর্ধাহার কিংবা অনাহারে না-থাকেন, সে জন্যই নতুন রাজ্য সরকারের এই উদ্যোগ। তফসিলি সম্প্রদায়ের এক জনের বার্ষিক আয় যদি ৪২ হাজার টাকা পর্যন্ত হয়, তা হলে তিনি যেমন ২ টাকা কেজি দরে চাল পাবেন, তেমনই তফসিলি নন যাঁরা, তাঁদের আয় যদি বছরে ৩৬ হাজার টাকা কিংবা তার কম হয়, তাঁরাও এই সুবিধার আওতায় আসবেন।
যতক্ষণ না কার্ড বিলি শেষ হচ্ছে, তত দিন পর্যন্ত জঙ্গলমহলের মানুষের জন্য বিধায়কদের মাধ্যমে চাল বিলির ব্যবস্থাও হয়েছে। বিধায়করা ৫ কেজির ১৫০০ প্যাকেট চাল পাবেন। সোমবারই মেদিনীপুর ব্লক অফিসে বিধায়ক মৃগেন মাইতির কোটার চাল বিলি হয়েছে। জঙ্গলমহলের প্রতিটি মানুষের কাছে গণবন্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে অতিরিক্ত রেশন দোকান খোলারও ভাবনা রয়েছে রাজ্য সরকারের।
Previous Story Medinipur Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.