টুকরো খবর

নবীনবরণে বিতর্ক খড়্গপুর কলেজে
নবীনবরণ অনুষ্ঠান ঘিরে সোমবার বিতর্ক দেখা দিল খড়্গপুর কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তুলল এসএফআই। ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ নিলয় বন্দ্যোপাধ্যায়ও। এই কলেজে ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে। কিন্তু নবীনবরণ উৎসব আয়োজন করে টিএমসিপি। এই নিয়েই সমস্যার শুরু। কলেজের সভাগৃহের চাবি চাইতে অধ্যক্ষের কাছে গিয়েছিলেন টিএমসিপি-র কর্মী-সমর্থকরা। সূত্রের খবর, ছাত্র সংসদ ছাড়া অন্য কাউকে চাবি দিতে প্রথমে আপত্তি ছিল অধ্যক্ষের। কিন্তু টিএমসিপি-র কর্মীরা কোনও কথাই কানে তোলেননি বলে অভিযোগ। ঘটনার জেরে ক্ষুব্ধ কলেজের অধিকাংশ শিক্ষকও। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পন্ডার অভিযোগ, “তৃণমূলের মদতে বহিরাগতরা ক্যাম্পাসে অশান্তি ছড়াচ্ছে।” টিএমসিপি নেতা তাপস ভুঁইয়া অবশ্য বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করেছেন।

মোবাইল টাওয়ার থেকে যন্ত্রপাতি চুরি
রবিবার রাতে চন্দ্রকোনা রোডের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ারে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই রাতে ওই টাওয়ারটিতে ডিউটিরত নিরাপত্তারক্ষীরা ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা তার ও জরুরি যন্ত্রপাতি নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ যায়। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় মানুষ আবার ফাঁড়ির অদূরে চুরির ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। অন্য দিকে পুলিশের বক্তব্য, ডিউটি থাকা সত্ত্বেও ওই রাতে কেন নিরাপত্তারক্ষীরা টাওয়ারে ছিলেন না, সেটাই খতিয়ে দেখা প্রয়োজন।

রিকশাচালকদের দাবি
শহরে ওয়ান-ওয়ে চালু হলে তাঁদের ক্ষতির মুখে পড়তে হবে, এই অভিযোগে সোমবার মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) সুরজিৎ রায়ের দ্বারস্থ হলেন রিকশাচালকেরা। অভিযোগ জানানোর পাশাপাশি মহকুমাশাসকের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। শহর কংগ্রেসের উদ্যোগেই মূলত এ দিনের কর্মসূচি। যানজট এড়াতে মেদিনীপুর শহরে ওয়ান-ওয়ে চালুর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু রিকশাচালকদের বক্তব্য, এর ফলে তাঁদের ক্ষতির মুখ দেখতে হবে। এক ধাক্কায় রোজগারও অনেক কমবে। প্রশাসন অবশ্য জানিয়েছে, যানজট সমস্যা এড়াতে শহরে ওয়ান-ওয়ে চালু না-হলে যানজট সমস্যার সমাধান অসম্ভব।

বধূ নির্যাতন, গ্রেফতার স্বামী
স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার চন্দ্রকোনা থানা এলাকার শ্রীনগরে নিজের বাড়ি থেকেই অভিযুক্ত মোহন সেনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে,বছর দশেক আগে চন্দ্রকোনার সোনালিদেবীর সঙ্গে শ্রীনগরের মোহন সেনের বিয়ে হয়। সেন দম্পতির দুটি ছেলেও রয়েছে। সোনালিদেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নিযার্তন শুরু করে। মারধরও করা হত। প্রতিবাদ করায় মাস তিনেক আগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্বামীর বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় নির্যাতনের অভিযোগ করেন সোনালিদেবী।

চন্দ্রকোনা রোডের স্কুলে জয়ী তৃণমূল
চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হলেন তৃণমূল-সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই স্কুলে নিবার্চন হয়। আসন ভাগাভাগি নিয়ে স্থানীয় কংগ্রেস-তৃণমূল নেতৃত্বের মধ্যে গণ্ডগোলের জেরে জোট ভেস্তে যায়। কংগ্রেস আলাদা প্রার্থী দেয়। অন্য দিকে, বরাবরই পরিচালন কমিটিতে সিপিএম ক্ষমতায় থাকলেও এ বারের নিবার্চনে তারা প্রার্থী দেয়নি। বিজেপিও ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত অবশ্য তৃণমূল সমর্থিতরাই সব আসনে জিতলেন।

ফের কাউন্সেলিং
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএড কলেজগুলির ফাঁকা আসনে ভর্তির জন্য রি-কাউন্সেলিং আগামী ২০ ও ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএড সংক্রান্ত সেন্ট্রাল সিলেকশন কমিটির আহ্বায়ক সুনীলকুমার মল্লিক জানিয়েছেন, এ সংক্রান্ত সমস্ত তথ্য http://cc.vidyasagar.ac.in ওয়েবসাইটেও পাওয়া যাবে।

পদযাত্রা
ওয়ার্ড শিক্ষা কমিটির উদ্যোগে সোমবার রেলশহর খড়গপুরের ২২ নম্বর ওয়ার্ডে এক পদযাত্রার আয়োজন করা হয়। সর্বশিক্ষা অভিযানকে সামনে রেখেই এই পদযাত্রা। প্রাথমিক স্কুলগুলোর শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা যোগ দেন।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.