|
|
|
|
কাজ না পেয়ে বেকার ভাতার আর্জি সারেঙ্গায় |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
বছরে ১০০ দিন কাজের প্রকল্পে কোনও কাজ হয়নি এলাকায়। ফলে কাজ পাচ্ছেন না স্থানীয় শ্রমিকেরা। পঞ্চায়েতে বারবার আবেদন করেও সুরাহা হয়নি। তাই কাজ না পেয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন কর্মহীন শ্রমিকেরা। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের সিপিএম পরিচালিত গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
স্থামীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ১৫ জুুন থেকে গড়গড়িয়া পঞ্চায়েত এলাকায় ১০০ দিন প্রকল্পের আওতায় কোনও কাজ হচ্ছে না। ফলে এলাকার জবকার্ডধারী প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে রয়েছেন। অবিলম্বে কাজ অথবা বেকার ভাতা দেওয়ার দাবিতে শুক্রবার বিডিও-কে স্মারকলিপি দেন স্থানীয় নিবড়া, পারুলিয়া ও ইন্দাবিন্দা গ্রামের ১৪৬ জন বাসিন্দা। নিবড়া গ্রামের শম্ভু মান্ডি, নগেন টুডু, পারুলিয়ার ছবি রায় বা ইন্দাবিন্দার কালীপদ খিলাড়িদের কথায়, “গ্রামে বিশেষ কাজ নেই। এই সময় ১০০ দিনের প্রকল্পে কাজ পেলে আমাদের সংসার চলত। এখন পঞ্চায়েত থেকেও কোনও কাজ না করানোয় আমরা বেকার হয়ে পড়েছি।” নিবড়া গ্রামের বাসিন্দা রাবণ সোরেন, পারুলিয়ার বিমলা রায়দের ক্ষোভ, “কাজ চেয়ে গত একমাস ধরে আমরা পঞ্চায়েতে হত্যে দিয়েছি একাধিকবার। কাজ পাওয়া তো দূরের কথা, প্রধানের দেখাই পাইনি। কর্মহীন অবস্থায় সংসার চালানোই এখন দুষ্কর।”
এলাকার শ্রমিকেরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে তাঁরা বেকার ভাতা প্রদানের আবেদন করেছেন প্রশাসনের কাছে। সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ বলেন, “শ্রমিকদের দাবি যুক্তিসঙ্গত। এলাকায় ১০০ দিন কাজের প্রকল্পে চরম ব্যর্থ সিপিএম পরিচালিত গড়গড়িয়া পঞ্চায়েত। প্রধান দীর্ঘদিন ছুটি নিয়ে ঘরে বসে থাকায় ওই প্রকল্পে কাজ হচ্ছে না। শ্রমিকেরাও কর্মহীন হয়ে পড়েছেন।” তাঁর অভিযোগ, প্রধানের ‘গড়িমসিতেই’ এই সমস্যা হয়েছে। তাঁরা প্রধানের কাছে কাজ শুরুর দাবি করলেও তিনি সে কথায় গা করেননি।
পঞ্চায়েত প্রধান বৈশাখী মুদি বলেন, “শারীরিক অসুস্থতার কারণে আমি গত ১১ জুন থেকে ছুটি নিয়েছি। তবে ১০০ দিন কাজের প্রকল্পে এলাকার কয়েকটি পুকুর খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃষ্টির জন্য কাজ শুরু করা যাচ্ছে না। তাই কিছু শ্রমিক যে কাজ পাননি, তা সত্যি।” একই সঙ্গে প্রধানের দাবি, “এই প্রকল্পে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে কিছু কাজও হয়েছে। একেবারে কাজ না হওয়ার অভিযোগ টিক নয়।” সারেঙ্গার বিডিও বিশ্বনাথ সমাজদার বলেন, “ওই এলাকার কিছু শ্রমিক কাজ পাচ্ছেন না বলে বেকার ভাতার আবেদন করেছেন। তাঁদের কাজ দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে ১০০ দিন প্রকল্পে কাজ করানোর জন্য ওই পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|