l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে বর্ষা ঋতুটির সঙ্গে।
তবে বর্ষার সঙ্গে মাছের কেমন সম্পর্ক, তাই নিয়েই
স্বাদবদল
। সঙ্গে
আম-মাহাত্ম্য নিয়ে
খানাতল্লাশি
আর বিদেশে রবীন্দ্র জন্মোত্সব
পালনের বিস্তারিত খবর-সহ মাঝমাসে
সংবাদের হাওয়াবদল
।
স্বামীর দেহ দেখেই জ্ঞান
হারালেন অন্তঃসত্ত্বা চন্দনা
অমিত কর মহাপাত্র • পটাশপুর
স্বামীর মৃত্যুর খবর আগেই পেয়েছিলেন অন্তঃসত্ত্বা চন্দনাদেবী। কিন্তু বিয়ের মাত্র দশ মাসের মাথায় এমন দুঃসংবাদ মেনে নিতে পারেননি মন থেকে। শুক্রবার ভোরবেলা মুম্বইয়ের জাভেরি বাজারে বিস্ফোরণে হত প্রভাত নায়েকের (২৮) ছিন্নভিন্ন দেহ যখন এসে পৌঁছল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার ব্রজলালপুর গ্রামে, তখন শোকে-দুঃখে জ্ঞান হারিয়েছেন তিনি। সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেন গ্রামবাসীরাও। একচিলতে জমিতে চাষ ও দিনমজুরি করে বাবা চিত্ত নায়েক যে আয় করতেন, তাতে সংসার চলত না। তাই নবম শ্রেণির পরীক্ষা দিয়ে মাত্র ষোলো বছর বয়সেই রোজগারের আশায় মুম্বই পাড়ি দিয়েছিলেন প্রভাত। জাভেরি বাজারে হিরের দোকানে কাজ খুঁজে নিয়েছিলেন। কয়েক বছর পরে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট ভাই গুরুপদকেও। দুই ভাই আলাদা জায়গায় কাজ করলেও থাকতেন এক সঙ্গে। দু’জনের উপার্জনে ক্রমেই হাল ফিরছিল সংসারে। মাস দশেক আগে বিয়ে হয় প্রভাতের। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর থেকেই বাড়িতে ঘনঘন ফোন করতেন প্রভাত।
বিস্তারিত...
বাটার জমি-চুক্তিতে প্রশ্ন প্রাক্তন জেলাশাসকের
রঞ্জন সেনগুপ্ত • কলকাতা
চুক্তি হয়েছে ৫ বছর আগে। বাম-জমানায় স্বাক্ষরিত সেই বাটা কারখানার জমি-চুক্তিতে ‘স্বচ্ছতার’ প্রশ্ন তুলে এত দিনে নতুন সরকারকে চিঠি দিলেন এক আইএএস অফিসার! দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে বাটা কারখানার ফাঁকা জমি বেসরকারি সংস্থাকে বিক্রির পরেও রাজ্য তার একাংশ কী ভাবে ‘উপহার’ হিসেবে ফিরিয়ে নিল, তদানীন্তন জেলাশাসক খলিল আহমেদকে তার কারণ দর্শাতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিসংস্কার দফতর। জবাবে ওই আইএএস বৃহস্পতিবার যে ন’পাতার চিঠি দিয়েছেন, তার ছত্রে ছত্রে মূল চুক্তিটি নিয়েই গুরুতর অনিয়মের অভিযোগ প্রকট। যার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্তের অবকাশ আছে কি না, সরকার আপাতত খতিয়ে দেখছে বলে প্রশাসনিক সূত্রের খবর। বাটা কারখানার ৩০৯ একর খাস জমি নিয়ে রাজ্য চুক্তি করেছিল ২০০৬-এর এপ্রিলে। চুক্তি মোতাবেক, এর ২৬২ একর বিক্রি (ফ্রি হোল্ড) করা হয় বাটার সঙ্গে যৌথ উদ্যোগের সংস্থা রিভারব্যাঙ্ক হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে, উপনগরী গড়ার জন্য। বাকি ৪৭ একর কর্মী-আবাসন তৈরির জন্য বাটাকে দেওয়া হয়। এ বাবদ সরকার পেয়েছিল মোট দেড়শো কোটি টাকা।
বিস্তারিত...
কবর খুঁড়ে ৩ জনের দেহ উদ্ধার বৈষ্ণবনগরে
পীযূষ সাহা • মালদহ
বিস্ফোরণের ঘটনার ৯৬ ঘণ্টা পর মালদহের বৈষ্ণবনগরের বিশদিঘি গ্রামের বোমা-কাণ্ডের ধোঁয়াশা কাটল। বোমা বিস্ফোরণের পর যে মৃতদেহগুলিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, শুক্রবার পুলিশ কবর খুঁড়ে তাদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার করেছে। তিন জনের বাড়ির লোকই পলাতক। বিস্ফোরণের পর কারা দেহগুলি কবর দেয় এবং কাদের জন্য মৃতেরা বিশদিঘি গ্রামের জাহিরুল শেখের বাড়িতে বোমা তৈরি করছিল তার খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। এ দিন কবর খুঁড়ে যে তিন জনের দেহ পুলিশ উদ্ধার করেছে তারা হল দাউদ শেখ, আজিজুর হক এবং আজিজুল শেখ। বৃহস্পতিবারই রেলের পুলিশ কুকুরের সাহায্য নিয়ে ওই কবরগুলির সন্ধান মেলে। শুক্রবার কালিয়াচক-৩ নম্বর ব্লকের বিডিও সুমন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মণ্ডল, ডিএসপি সৈকত ঘোষের উপস্থিতিতে বৈষ্ণবনগরের পোস্টঅফিস পাড়ার পাটখেত ও বাঁশঝাড়ের ভিতর থেকে কবর খুঁড়ে একটি এবং পরে ছিটমহল গ্রামের হলুদের জমি থেকে আরও দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিস্তারিত...
আলো-জল বন্ধের নির্দেশ কোর্টের
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
বিদ্যুৎ ও জলের সংযোগ ছিন্ন করে জবরদখল হয়ে থাকা ইসিএলের আবাসন দখলমুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ৮ জুলাই হাইকোর্টের চিফ জাস্টিস জয়নারায়ণ পটেল এবং বিচারক অসীমকুমার রায়ের এজলাশ এই নির্দেশ দেয়। ইসিএলকে ১২ অগস্টের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী পার্থ ঘোষ। তাঁর অভিযোগ, ইসিএলের অধিকাংশ কর্মী আবাসনই বেদখল হয়ে রয়েছে। ওই আবাসনগুলিতে জল ও বিদ্যুৎ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের জন্য বছরে কয়েক কোটি টাকা খরচ হচ্ছে। এই ‘অপচয়’ বন্ধের জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। ২০১০ সালের ৫ মার্চ হাইকোর্ট এক মাসের মধ্যে ইসিএলকে উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনও সাড়া না পাওয়ায় হাইকোর্ট ইসিএলকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ জারি করে। ইসিএল হলফনামায় জানায়, রাজনৈতিক দলের মদতপুষ্ট মাফিয়ারা কর্মী আবাসন দখল করে রেখেছে। রাজ্য প্রশাসন সহায়তা না করায় ওই সব আবাসন দখলমুক্ত করা যাচ্ছে না।
বিস্তারিত...
কলেজ-ক্যান্টিনেই পাকড়াও দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মাসখানেক আগে উদ্ধার হয়েছিল বোমা ও অস্ত্র। এ বার সেখান থেকেই ধরা পড়ল দুই দুষ্কৃতী। ঘটনাস্থল, হাওড়ার নরসিংহ দত্ত কলেজ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার স্নাতক স্তরে ভর্তির কাউন্সেলিং চলার সময়ে জানা যায়, কলেজের ক্যান্টিনে অনেক বহিরাগতের ভিড় জমেছে। তখনই পুলিশ গিয়ে তল্লাশি চালালে ভিড়ের মধ্যে থেকে ধরা পড়ে সুকুমার মাজি এবং সদানন্দ মইশ ওরফে ‘টাকলা’ নামে দুই স্থানীয় সমাজবিরোধী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, কলেজে গোলমাল বাধাতেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গত ৪ জুন ওই কলেজেরই ছাত্র সংসদের ঘর থেকে কয়েকটি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। সে সময়ে এসএফআই অভিযোগ করেছিল, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র সংসদ তাদের দখলে রয়েছে। তাই তৃণমূল ছাত্র পরিষদ পূর্ব-পরিকল্পিত ভাবে এই কাণ্ড ঘটিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে।
বিস্তারিত...
দুই সহকর্মীকে খুন, মৃত্যুদণ্ড তেলকল কর্মীর
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি
বিভিন্ন আদালতে যখন বছরের পর বছর ধরে মামলা পড়ে থাকে, তখন দশ মাস আগের একটি খুনের ঘটনার নিষ্পত্তি হয়ে গেল সিউড়ি জেলা আদালতে। এবং নিজের দুই সহকর্মীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড হল এক তেলকল কর্মীর। শুক্রবার সিউড়ি জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক হরিশঙ্কর দ্বিবেদি মৃত্যুদণ্ডের আদেশ দেন দোষী সাব্যস্ত শম্ভু লোহারকে। সাঁইথিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ওল্ড কান্দি রোড বা ময়ূরাক্ষী সরণির ধারে একটি তেলকলে গত বছর ৯ সেপ্টেম্বর গভীর রাতে খুনের ঘটনাটি ঘটেছিল। সে রাতে ওই তেলকলে কাজ করছিলেন অমুয়া গ্রামের বাসিন্দা মোহন দাস (৫৫), সাঁইথিয়ার আমড়াসাংড়াপাড়ার বিশ্বনাথ বাগদি (৪০) এবং তেলকল লাগোয়া এলাকার বাসিন্দা শম্ভু লোহার। ওই তেলকলের উপরেই মালিকের বাড়ি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দুই তৃণমূল নেতাকে
সরানোর প্রক্রিয়া শুরু
যথেষ্ট চেষ্টা সত্ত্বেও বন্ধ
আটকানো গেল না
দক্ষিণবঙ্গ
প্রশাসনের উপেক্ষায় বেহাল
ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর
চুক্তিই বলছে প্রকল্পের
আর্থিক ক্ষতি হলে
পূরণ করবে রাজ্য
বর্ধমান
স্থানীয়দের নিয়োগ চেয়ে
তৃণমূল নেতা-কর্মীদের
হামলা কৃষ্ণসায়রে
পুলিশের হাতে কচুরি,
ছুটে পালাল আসামিরা
পুরুলিয়া
কিনে রেখেছিলেন ইট,
পাকা বাড়ি আর করা হল না
দুই দলের বিবাদে
চাল বিলির সভাই পণ্ড
মুর্শিদাবাদ
৯ বছরেও সংস্কার
হয়নি রাস্তা, বাস বন্ধ
বহরমপুর কলেজে ফের
কাজিয়ায় কংগ্রেস-তৃণমূল
মেদিনীপুর
ল্যাম্পস পুনরুজ্জীবনের
পরিকল্পনা
সুশান্তের আগাম জামিন হবে
কি না, রায় সোমবার
কলকাতা
৩২.১/২৭.৮
আজকের দিনে
•
১৮৭২:
নরওয়ের ভূপর্যটক
রোয়াল্ড আমুন্ডসেনের জন্ম।
•
১৯৮৪:
অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
শ্রেণিবদ্ধ
অনিবার্য কারণবশত এখন থেকে আর
পাত্র-পাত্রী
প্রকাশিত হবে না। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.