l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• রেলমন্ত্রী হচ্ছেন মুকুল রায়, শপথ নেবেন আগামীকাল
• লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
• দীনেশ-বিতর্কে উত্তাল সংসদ
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে
‘আপনার রান্নাঘরে’
গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’
। সঙ্গে
‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
‘বিধ্বস্ত’ লক্ষ্মণকে নিয়ে কলকাতায় এল সিআইডি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দীর্ঘ চার মাস বাদে ফের নিজের রাজ্যে দেখা গেল তাঁকে। রবিবার রাত ন’টায় মুম্বই থেকে আসা বিমানে দমদম বিমানবন্দরে নামলেন একদা দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা তথা হলদিয়ার প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। সঙ্গী দুই সিপিএম নেতা তথা নন্দীগ্রামের নিখোঁজ-মামলার দুই সহ-অভিযুক্ত অশোক গুড়িয়া ও অমিয় সাউ। তিন জনকেই গত কাল মুম্বইয়ের চেম্বুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। বিমানবন্দর থেকে পুলিশের গাড়িতে সোজা সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে নিয়ে আসা হয় ধৃত তিন সিপিএম নেতাকে। রাত পৌনে দশটা নাগাদ ভবানী ভবনের সামনে পুলিশের গাড়ি থেকে প্রথমে নামেন অমিয় সাউ। তার পরে অশোক গুড়িয়া। সব শেষে নামেন লক্ষ্মণবাবু। উজ্জ্বল হলুদ রঙের শার্ট পরা তমলুকের প্রাক্তন সাংসদকে যথেষ্ট ক্লান্ত-বিধ্বস্ত লাগছিল।
বিস্তারিত...
বসিরহাটে যুব কংগ্রেস নেতা খুনে গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বসিরহাটে যুব কংগ্রেস নেতা পরিমল সর্দার খুনে জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত অশোক বৈরাগী এবং উৎপল সর্দার তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে কংগ্রেসের দাবি। হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বসিরহাট, স্বরূপনগর হাড়েয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি বসিরহাট, ভ্যাবলা ও অনন্তপুর স্টেশনে অবরোধ করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, ধৃত ওই যুবক তাঁদের কর্মী নন। শনিবার সন্ধ্যায় বসিরহাট স্টেশন সংলগ্ন টাকি রোডে দুষ্কৃতীরা বোমা মেরে, গুলি করে খুন করে পরিমলকে। ওই রাতেই স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দু’জনকে ধরা হয়।
বিস্তারিত...
ভিন্ ধর্মে বিয়ে, পুলিশের ‘ভুলে’ হাজতে দম্পতি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
ভিন ধর্মে বিয়ের পরে আত্মীয়দের ‘চাপ’ সামলাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নবদম্পতি। সেই পুলিশই তাঁদের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ জানিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড বা সিআরপিসির ৪১ ধারায় মামলা করে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে রবিবার তাঁদের হাজির করানোর পরে বিচারক ওই নবদম্পতির জেল হেফাজতের নির্দেশ দেন। তবে পুলিশ দাবি করেছে, ‘ভুল’ করেই ওই দম্পতির বিরুদ্ধে আইনের ওই ধারা প্রয়োগ করা হয়েছে। তার উপরে, সিআরপিসির ৪১ ধারায় মামলা দায়ের করা হলে আবেদনের পরিপ্রেক্ষিতে অনেক সময়ে অভিযুক্তকে বিচারক জামিনে মুক্তি দেন। কিন্তু এ দিন ছুটির দিন হওয়ায় আদালতে কোনও আইনজীবীই যাননি। ফলে ওই দম্পতির হয়ে কেউই আবেদন জানাননি।
বিস্তারিত...
ভুল স্বীকারের আহ্বান শিশিরের
সুব্রত গুহ • খেজুরি
আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়ল পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস। রবিবার খেজুরির হেঁড়িয়ায় দলের পঞ্চায়েতরাজ সম্মেলনের মাধ্যমে সেই প্রস্তুতিই শুরু হয়ে গেল। হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত কাঁথি ও এগরা মহকুমার ১৩টি ব্লকের ত্রি-স্তর পঞ্চায়েত প্রতিনিধিদের ও বুথ তৃণমূল কর্মীদের নিয়ে আয়োজিত এ দিনের সম্মেলনে অন্যতম বক্তা ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী ও রাজ্য যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিশিরবাবু বলেন, “পঞ্চায়েতের কাজ করতে গিয়ে কোনও ভুলচুক হলে সরাসরি তা স্বীকার করুন। না পারার কারণ বুঝিয়ে বলুন। কিন্তু কোনওমতেই দুর্নীতির আশ্রয় নেবেন না। দুর্নীতি করলে, তিনি দলের যে পদেই থাকুন না কেন, ছাড় পাবেন না।
বিস্তারিত...
আইএনটিইউসি-র আন্দোলনে
তিন মাস বন্ধ কারখানা
নিজস্ব সংবাদদাতা • বৈষ্ণবনগর
শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র আন্দোলনের জেরে প্রায় তিন মাস কারখানা বন্ধ। অভিযোগ, পুলিশ-প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যা মেটেনি। এ বার মালদহের বৈষ্ণবনগর থেকে রেললাইনের ‘স্লিপার’ তৈরির ওই বেসরকারি কারখানাটি উত্তরপ্রদেশে সরানোর হুমকি দিলেন কর্তৃপক্ষ। মালিক পক্ষের অভিযোগ, আন্দোলনকারীদের মদত দিচ্ছেন কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী। বিধায়ক-সহ অভিযোগ মানেনি সংশ্লিষ্ট কোনও পক্ষই। তবে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের আশ্বাস, কারখানাটি আবার চালু করার ব্যাপারে সব পক্ষকে নিয়ে অবিলম্বে বৈঠক হবে। ১৯৯০ সালে বৈষ্ণবনগরের চামাগ্রাম স্টেশনের কাছে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কারখানাটি গড়া হয়। প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন সেখানে। প্রতিদিন গড়ে ৫০০-৫৫০টি কংক্রিটের ‘স্লিপার’ তৈরি হয়।
বিস্তারিত...
দেওয়াল দখলে মরিয়া তৃণমূল ও কংগ্রেস
অপূর্ব চট্টোপাধ্যায় • নলহাটি
নলহাটি পুরনির্বাচনের দিন ক্ষণ ঘোষণা না হলেও প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিপূর্বেই এই পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১৫ করা হয়েছে। শনিবার ওয়ার্ড ভিত্তিক আসন সংরক্ষণের খসড়া তালিকাও প্রকাশ করল প্রশাসন। রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই। ইতিমধ্যেই তৃণমূল ও কংগ্রেস কর্মীরা দেওয়াল দখল করে চুনকামও শুরু করে দিয়েছেন। প্রার্থীদের নাম লেখাই যা বাকি! এই অবস্থায় তৃণমূল ও কংগ্রেস জোট গড়ে নির্বাচনে লড়বে কি না তা নিয়েই এখন শহর সরগরম। কারণ পাঁচ বছর আগে কংগ্রেসের দখল করা এই পুরসভার পুরপ্রধান বিপ্লব ওঝা কয়েক বছর আগে সাত জন কাউন্সিলরকে নিয়ে তৃণমূলে যোগ দেন। তার জেরে বিপ্লববাবুর সঙ্গে জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি-র দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতানোর জন্য বিপ্লববাবু প্রচারে নামেন।
বিস্তারিত...
কাছের কারও হাতেই খুন প্রৌঢ়া, সন্দেহ পুলিশের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
বাড়ির উঠোনে সার দিয়ে দাঁড়িয়ে পুরুষ ও মহিলারা। পুলিশের কুকুর দফায় দফায় তাঁদের কাছে যাচ্ছে, গন্ধ শুঁকছে আর ফিরে আসছে। ঘণ্টা খানেক ধরে এ সব চলার পরেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি কুকুরটি। ফলে কাটোয়ার কাছারি পাড়ায় গৃহকর্ত্রী খুনের ৪৮ ঘণ্টা পরেও পুলিশ তাঁর মৃত্যুর সঠিক কারণ খুঁজে পায়নি। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, খুনই হয়েছেন বিজলি দাস (৫৩)। আর বাড়ির বা কাছের কোনও লোকই জড়িত সেই খুনে। তাই শনিবার সন্ধ্যায় শবদাহ করে আসার পরেই ছেলে-জামাই-দেওর থেকে শুরু করে বাড়ির বধূ এবং আত্মীয়স্বজনদের পুলিশের কুকুরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। বিজলিদেবীর খুনি শীঘ্রই ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৈর্য ধরুন, খুব দ্রুত খুনের ঘটনার কিনারা করে ফেলব।”
বিস্তারিত...
ক্ষতিপূরণের দাবি, রাত থেকে অবরোধ সারেঙ্গায়
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা
অবিলম্বে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন সারেঙ্গা থানার গাড়রা ও গোপালডাঙা গ্রামের বাসিন্দারা। শনিবার দুর্ঘটনার পরে যান নিয়ন্ত্রণের দাবিতে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে দীর্ঘ ক্ষণ অবরোধ করেছিলেন। পুলিশের আশ্বাসে তখনকার মতো অবরোধ উঠে গেলেও রাতে ফের অবরোধ শুরু করেন বাসিন্দারা। রাত থেকে বড়গাড়রা মোড়ে ও গোপালডাঙায় রাস্তা শুরু হওয়া অবরোধ রবিবার দুপুর পর্যন্ত চলে। অবরোধের জেরে সারেঙ্গা-গোয়ালতোড় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার দু’দিকেই শ’খানেক গাড়ি দাঁড়িয়ে থাকায় ব্যাপক যানজট হয়। বন্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল। ভোগান্তির শিকার হন গাড়ি চালকেরা। এ দিন দুপুর আড়াইটে নাগাদ গ্রামবাসীদের তরফে ক্ষতিপূরণের দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিডিও-র কাছে তুলে দেওয়া হয়। বিডিও সব রকম সাহায্যের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
বিস্তারিত...
এক নজরে...
রাত জেগে পরীক্ষার প্রস্তুতি মা-ছেলের
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
প্রাথমিকে সংযোগ
দেবে শিক্ষা সংসদ
আন্দোলনে
নামবে কংগ্রেস
দক্ষিণবঙ্গ
গোষ্ঠী-দ্বন্দ্ব সরিয়ে
লড়ার বার্তা মুকুলের
ভ্রাতৃবধূকে ধর্ষণের চেষ্টার
অভিযোগে গ্রেফতার ভাসুর
বর্ধমান
পুরপ্রধানের বিরুদ্ধে
নিয়োগ নিয়ে দুর্নীতি
তৃণমূলের ব্লক সম্মেলনে
গোষ্ঠী-সংঘর্ষ, জখম ৫
পুরুলিয়া
স্কুলের উন্নয়নে
টাকা দান শিক্ষকের
মুর্শিদাবাদ
ফের বাজেট পাশ
করানোর উদ্যোগ
প্রতিশ্রুতিই সার,
প্রাপ্তির ভাঁড়ার শূন্যই
মেদিনীপুর
দ্বন্দ্ব রুখতে বিশেষ
কমিটি তৃণমূলের
কর্মসংস্থানের দাবিতে
সিপিআইয়ের যুব সংগঠন
কলকাতা
৩৪.৮/২৫.২
আজকের দিনে
২০০৮:
তামিল অভিনেতা
রঘুবরণের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.