খেজুরিতে পঞ্চায়েতরাজ সম্মেলন
ভুল স্বীকারের আহ্বান শিশিরের
গামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়ল পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস। রবিবার খেজুরির হেঁড়িয়ায় দলের পঞ্চায়েতরাজ সম্মেলনের মাধ্যমে সেই প্রস্তুতিই শুরু হয়ে গেল।
হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত কাঁথি ও এগরা মহকুমার ১৩টি ব্লকের ত্রি-স্তর পঞ্চায়েত প্রতিনিধিদের ও বুথ তৃণমূল কর্মীদের নিয়ে আয়োজিত এ দিনের সম্মেলনে অন্যতম বক্তা ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী ও রাজ্য যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিশিরবাবু বলেন, “পঞ্চায়েতের কাজ করতে গিয়ে কোনও ভুলচুক হলে সরাসরি তা স্বীকার করুন। না পারার কারণ বুঝিয়ে বলুন। কিন্তু কোনওমতেই দুর্নীতির আশ্রয় নেবেন না। দুর্নীতি করলে, তিনি দলের যে পদেই থাকুন না কেন, ছাড় পাবেন না। শুভেন্দুর বক্তব্যে ফিরে আসে নন্দীগ্রাম প্রসঙ্গ। তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষ আন্দোলন শিখিয়েছেন। আর পূর্ব মেদিনীপুর পথ দেখিয়েছে বাম সন্ত্রাস ও অপশাসন অবসানের। আগামী পঞ্চায়েত নির্বাচনেও এই জেলায় সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূল জয়ী হবে।” গত পঞ্চায়েত নিবার্চনে সিপিএমের ‘সন্ত্রাসে’ খেজুরি, পটাশপুর, কাঁথির ভাজাচাউলি, মুগবেড়িয়ার কিছু জায়গায় নির্বাচন সুষ্ঠু ভাবে হয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু।
হেঁড়িয়ার সম্মেলনে শিশির অধিকারী
সম্মেলনে জেলার বিভিন্ন পঞ্চায়েতের কাজকর্মের পরিসংখ্যান তুলে ধরেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক সমরেশ দাস, অখিল গিরি, জ্যোতির্ময় কর, অমিয় ভট্টার্চায, রণজিৎ মণ্ডল। সঞ্চালনায় ছিলেন বিধায়ক ও জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অর্ধেন্দু মাইতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.