উত্তরবঙ্গ |
ভিন্ ধর্মে বিয়ে,
পুলিশের ‘ভুলে’
হাজতে দম্পতি |
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ভিন ধর্মে বিয়ের পরে আত্মীয়দের ‘চাপ’ সামলাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নবদম্পতি। সেই পুলিশই তাঁদের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ জানিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড বা সিআরপিসির ৪১ ধারায় মামলা করে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে রবিবার তাঁদের হাজির করানোর পরে বিচারক ওই নবদম্পতির জেল হেফাজতের নির্দেশ দেন। তবে পুলিশ দাবি করেছে, ‘ভুল’ করেই ওই দম্পতির বিরুদ্ধে আইনের ওই ধারা প্রয়োগ করা হয়েছে। |
|
আইএনটিইউসি-র আন্দোলনে তিন মাস বন্ধ কারখানা |
নিজস্ব সংবাদদাতা, বৈষ্ণবনগর: শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র আন্দোলনের জেরে প্রায় তিন মাস কারখানা বন্ধ। অভিযোগ, পুলিশ-প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যা মেটেনি। এ বার মালদহের বৈষ্ণবনগর থেকে রেললাইনের ‘স্লিপার’ তৈরির ওই বেসরকারি কারখানাটি উত্তরপ্রদেশে সরানোর হুমকি দিলেন কর্তৃপক্ষ। মালিক পক্ষের অভিযোগ, আন্দোলনকারীদের মদত দিচ্ছেন কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী। বিধায়ক-সহ অভিযোগ মানেনি সংশ্লিষ্ট কোনও পক্ষই। |
|
|
প্রাথমিকে সংযোগ দেবে শিক্ষা সংসদ |
|
বাজারে ঘর না পেয়ে
ক্ষোভ ইংরেজবাজারে |
তদন্তে মুখ খোলায়
‘রেফার’, নালিশ |
|
এবিএনে সেমিনার |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে, ফের সরব গুরুঙ্গ |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। বিধানসভা বয়কট, রাজ্যসভার ভোট বয়কটের ঘোষণা করা ছাড়াও, তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে ‘ধোঁকা’ দেওয়ার অভিযোগ তুললেন খোদ মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ।
রবিবার দুপুরে কালিম্পঙের মংপুর রবীন্দ্র ভবনে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে গুরুঙ্গ বলেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) আওতায় তরাই-ডুয়ার্সের এলাকা আসবে বলে রাজ্যের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। |
|
আন্দোলনে নামবে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: শিল্পের জন্য অধিগৃহীত জমির অব্যবহৃত অংশ ফেরত দেওয়ার দাবিতে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেসের কৃষক সংগঠন। কিসান ও খেত মজদুর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই নির্দেশ জেলায় এসেছে। শিল্প করার জন্য জমি অধিগ্রহণ করে দীর্ঘদিন ধরে সেই জমি ফেলে রাখার জন্য পূর্বতন বাম সরকারকেই অভিযুক্ত করেছে কংগ্রেসের কৃষক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকে সেই সব জমি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলনের পথে গিয়ে রাজ্যের তৃণমুল নেতৃত্বাধীন সরকারের ওপরেই ‘চাপ’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিসান ও খেত মজদুর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। |
|
|
|
শ্রাদ্ধ-ফেরত
দুর্ঘটনায় মৃত ৬ |
|
জতুগৃহে ‘নিধিরাম’ দমকল |
পাকা রাস্তা নির্মাণের দাবি |
|
জলকষ্ট শুরু ২৮ মাইলে |
|
দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ যুবক |
রক্ষণাবেক্ষণ নেই ফালাকাটার হাটে |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
চিত্র সংবাদ |
|
|