|
|
|
|
দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ যুবক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দোলের পুরানো বচসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হল এক যুবক। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার বাগরাকোট এলাকায়। জখম যুবকের নাম শ্যাম সাহানি। তিনি গাড়ির চালক। তাঁর কাঁধের কাছে গুলি লেগেছে। পাইপগান থেকে গুলি ছোঁড়া হয়েছে পুলিশের সন্দেহ। জখমকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত শেরু সিংহ নামে এলাকার এক যুবককে খুঁজছে পুলিশ। শেরু আগেও চুরি, ছিনতাই অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। দুষ্কৃতীকে গ্রেফতারের দাবিতে রবিবার ডিওয়াইএফআই শিলিগুড়ি থানায় স্মারকলিপি দিয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দুটি পরিবারের মধ্যে গণ্ডগোলের সময় এক যুবক গুলি চালায়। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়ি। তিনি বলেন, “পুলিশের ভূমিকায় দুষ্কৃতীরা সাহস পাচ্ছে। বর্তমান সরকার সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। আর সাধারণ মানুষকে তার ফল পেতে হচ্ছে।” তৃণমূলের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিখিল সাহানি বলেন, “বাগরাকোট এলাকার নাম শুনে একসময় মানুষ ভয় পেত। এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তার পরেও এলাকায় দুষ্কৃতীদের আড্ডা বসছে। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের দিন মদ্যপ অবস্থায় শেরু’র সঙ্গে গুলিবিদ্ধ শ্যামের ভাইয়ের গণ্ডগোল হয়। সে সময়ই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় শেরু। ওই রাতে শেরু দলবল নিয়ে শ্যামের ভাইয়ের বাড়িতে চড়াও হয়। শ্যামের স্ত্রী প্রমীল সাহানি জানান, দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। শেরু বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ফের চড়াও হয়॥ শ্যামকে লক্ষ করে একটি গুলি ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ শেরুর মা, তার দাদা পাঞ্জাব সিংহ এবং বন্ধু পাপ্পু সিংহকে গ্রেফতার করেছে। এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর শান্তি চক্রবর্তী বলেন, “সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানুষকে সমস্যায় পড়তে হবে।” |
|
|
|
|
|