গরমে ভোগান্তি এড়াতে পদক্ষেপ
প্রাথমিকে সংযোগ দেবে শিক্ষা সংসদ
রমের মরসুমে পড়ুয়া ও শিক্ষকদের ভোগান্তি এড়ানোর কথা মাথায় রেখে কোচবিহারের বিদ্যুৎ বিহীন প্রাথমিক স্কুলগুলিতে নিরখচায় সংযোগে উদ্যোগী হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। ওই ব্যাপারে সংসদের তরফে প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। চলতি মার্চ মাসেই প্রথম দফায় জেলার ৩০টি প্রাথমিক স্কুলের নামের তালিকা চূড়ান্ত করে জেলাশাসকের কাছে নিখরচায় সংযোগের আবেদন দেওয়ার প্রস্তাব পাঠাবেন তাঁরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “জেলার বিদ্যুৎ বিহীন সমস্ত প্রাথমিক স্কুলে পর্যায়ক্রমে সংযোগের ব্যবস্থা করার পরিকল্পনা হয়েছে। তার মধ্যে প্রথম দফায় এবারের গরমের মরসুমের আগে ৩০ স্কুলে ওই সংযোগ দেওয়ার জন্য তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। চলতি মাসেই ওই তালিকা জেলাশাসকের কাছে পাঠানো হবে।” কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “সংসদের তালিকা ও লিখিত প্রস্তাব এলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। নির্দেশ মেনে পদক্ষেপ করা হবে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রেই জানা গিয়েছে, জেলায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ১৮২০। তার মধ্যে তিন শতাধিক স্কুলে বিদ্যুতের ব্যবস্থা নেই। ফি বছর গরমের মরসুমে পড়ুয়া ও শিক্ষকদের চরম ভোগান্তি হয়। ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত কোচবিহারে গেলে তাঁকে ওই সমস্যার কথা জানিয়ে নিখরচায় সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন। কল্যাণী দেবীর দাবি, “বিদ্যুৎ মন্ত্রী ওই ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসনকেও প্রাথমিক ভাবে জরুরি ভিত্তিতে কিছু স্কুলে সংযোগ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার জেরেই বেশি ভোগান্তি হচ্ছে এমন ৩০ টি স্কুলের তালিকা তৈরির কাজ শুরু করেছি।” ওই প্রাথমিক স্কুলগুলি চিহ্নিত করার ক্ষেত্রে সেখানকার মোট পড়ুয়া, ক্লাস ঘর এবং পরিকাঠামো খতিয়ে দেখা হবে। প্রাথমিক ভাবে ওই তালিকার জন্য ১৭টি স্কুলের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদ চেয়ারপার্সনের কাছে জমা পড়েছে। ওই তালিকায় মাথাভাঙা-১ সার্কেলের বড় কইমারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিকারপুর কুসুমকুমারী জুনিয়র বেসিক স্কুল, ছাট জোরপাকড়ি প্রাথমিক বিদ্যালয়, নিউটাউন সুভাষপল্লি প্রাথমিক বিদ্যালয়য়ের নাম রয়েছে। শীতলখুচি সার্কেলের মাহিম স্মৃতি বিদ্যাপীঠ, খলিসামারি আলাউদ্দিন গভর্নমেন্ট, পিঞ্জরেরঝাড় জুনিয়র বেসিক, নগেন বিশ্বাস স্মৃতি জুনিয়র বেসিক স্কুলের নামও তালিকায় রয়েছে। মাথাভাঙা-৪ সার্কেলের মুকুলডাঙা, বোলপরি, বড় শিমুলগুড়ি, রাঙামাটি উত্তর প্রাথমিক স্কুলের নাম রয়েছে। মাঠভাঙা-২ সার্কেলে কোদালখেতি, ফেরসাবাড়ি, বাবুডাঙা ও আঙারকাটা পারাডুবি স্কুলের নাম রয়েছে। সংসদের চেয়ারপার্সন বলেন, “পুরো তালিকা তৈরি হয়ে গেলে সব কিছু আরও বিশদে খতিয়ে দেখা হবে। তার পরে আমরা জেলাশাসকের কাছে তা অনুমোদনের জন্য পাঠাব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.