দুই দিন ব্যাপী ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আসর বসছে কোচবিহার এবিএন শীল কলেজে। চলতি মার্চ মাসের ২০-২১ তারিখে আয়োজিত ওই সেমিনারের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা খ্যাতনামা লেখক জেরাল্ডিন এম ফোর্ব। কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে সম্মতিও জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহমুব রহমান ও আর্কিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের ডিরেক্টর এ কে শাহানুরও যোগ দিচ্ছেন। সব মিলিয়ে বক্তা থাকবেন ৫০ জন। সেমিনারের বিষয় ‘পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটের অভিমুখ’। কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায় বলেন, “কলেজে এবারই প্রথম আন্তর্জাতিক সেমিনার করা হচ্ছে। আমেরিকার অধ্যাপক মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন।” দুই দিন ব্যাপী ওই সেমিনারের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। এশিয়াটিক সোসাইটির ফেলো প্রণব ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অনিতা বাগচি, অধ্যাপক ইছামুদ্দিন সরকার, অসমের ইতিহাসবিদ রাজেন শইকিয়া প্রমুখও উপস্থিত থাকবেন। ওই কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক তথা সেমিনারের সম্পাদক অনিল সরকার বলেন, “গত নভেম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতিহাস বিভাগের উন্নয়নে ৫ লক্ষ টাকা ও সেমিনারের জন্য আলাদা করে ১ লক্ষ টাকা বরাদ্দ দেয়। তারপরেই কলেজে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সেমিনার করার পরিকল্পনা হয়। সেটাই এবারে বাস্তবায়িত হচ্ছে।” কলেজের ইতিহাস বিভাগ সূত্রে জানা গিয়েছে, ইউজিসির বরাদ্দে ইতিহাস বিভাগের লাইব্রেরির পরিকাঠামোর মানোন্নয়ন, শিক্ষামূলক ভ্রমণ, এ ছাড়াও বিভিন্ন জনজাতির তথ্যানুসন্ধানের কাজ চালানো ও বিভিন্ন শিক্ষণ উপযোগী সামগ্রী কেনার জন্য খরচ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। |