আজকের শিরোনাম
রেলমন্ত্রী হচ্ছেন মুকুল রায়, শপথ নেবেন আগামীকাল
আজ মমতা-প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক সবেমাত্র শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা জানান, আলোচনা ভাল হয়েছে। রেলমন্ত্রী প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, মুকুল রায়ই পরবর্তী রেলমন্ত্রী হচ্ছেন। আগামীকাল সকাল ১০ টায় তিনি শপথ নেবেন।

আদালতে পেশ করা হল না লক্ষ্ণণ শেঠকে
লক্ষ্ণণ শেঠকে আজকে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু আইনগত কারণে তাঁকে পেশ করা যায়নি। ২২ মার্চ তাঁকে আদালতে পেশ করা হবে। এর মধ্যে লক্ষ্ণণবাবুকে আরও জেরা করা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর।

লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
দীনেশ-বিতর্ক-সহ একাধিক বিষয় নিয়ে লোকসভায় জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন:

দীনেশ ত্রিবেদী প্রসঙ্গ
• নতুন রেলমন্ত্রী শপথ নেবেন খুব শীঘ্রই।
• গত কাল রাতে দীনেশ ত্রিবেদীর ই-মেল এবং নিয়মমাফিক পদত্যাগ পত্র পেয়েছি।
• দীনেশের পদত্যাগ পত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে সেই চিঠি পৌঁছনো হয়েছে।
• দীনেশ ভাল রেল বাজেট করেছেন। তিনি পূর্বসূরির ভিশন ২০২০ প্রকল্প রূপায়নের চেষ্টা করেছিলেন মাত্র।

এনসিটিসি প্রসঙ্গ
• জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র বা ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর ব্যাপারে আন্তরিক উদ্যোগ নিয়ে রাজ্যগুলির সঙ্গে ঐকমত্য হওয়ার চেষ্টা করা হবে।
• মুখ্যমন্ত্রীদের ১৬ এপ্রিলের বৈঠকে এনসিটিসি নিয়ে প্রয়োজনীয় আলোচনা করা হবে।
• সন্ত্রাস রুখতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে— এনসিটিসি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, রাজ্য সরকারগুলির আত্মবিশ্বাসের সঙ্গে এই উদ্যোগ মেনে নেওয়া উচিত।

অর্থনৈতিক প্রসঙ্গ
• ফিসকাল ঘাটতি কমিয়ে সামনের আর্থিক বছরে ৫.১ শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
• কোয়ালিশন সরকার চালাতে গিয়ে জটিল সিদ্ধান্ত আরও জটিল হয়ে উঠছে, আমাদের ঐকমত্য হওয়ার প্রয়োজন।
• মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের একটা ইঙ্গিত দেখা দিয়েছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।
• অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের বৃহত্ জাতীয় ঐকমত্যের প্রয়োজন, সংকীর্ণ রাজনৈতিক মতামত থেকে দূরে থাকতে হবে।

বিরোধিদের বক্তব্য
এনসিটিসি নিয়ে বিজেপি-র বক্তব্য
• এনসিটিসিতে রাজ্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
• সরকারের অহঙ্কারেই শরিক-বিরোধিতার সৃষ্টি।
• অহঙ্কারের ফল রেলমন্ত্রীর ইস্তফা।

বামেদের বক্তব্য
• এনসিটিসি প্রত্যাহার করতে হবে: বাসুদেব আচারিয়া

এর পাশাপাশি আজ সংসদে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র নিয়ে ভোটাভুটি হয়। তৃণমূল ভোটদান পর্ব থেকে বিরত থাকে। এনসিটিসি নিয়ে সংশোধনী চেয়েছিল বিজেপি। ২২৬টি ভোট তাদের বিপক্ষে যায়, পক্ষে থাকে ১৪১টি ভোট। বিএসপি-র সাংসদরাও বিজেপির এই কর্মসূচিতে অংশ নেয়নি। তাঁরা ওয়াকআউট করেন। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে রেলের আংশিক ভাড়া কমানোর ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের তিনি জানান, লোকাল ট্রেনের ভাড়া কমানো হবে। প্রথম শ্রেণির ভাড়া বাড়ানোয় তাঁর বিশেষ আপত্তি নেই। তবে নতুন রেলমন্ত্রী এলেই সাধারণ মানুষের স্বার্থ দেখা হবে। পাশাপাশি এনসিটিসি নিয়ে তিনি বলেন, ‘‘আমরা এনসিটিসির বিরুদ্ধে হলেও সরকারকে বিড়ম্বনায় ফেলতে চাই না। সরকারের কাছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এনসিটিসি-র বিরুদ্ধে।’’

দীনেশ-বিতর্কে উত্তাল সংসদ
দিল্লির বাসভবনের
বাইরে সাংবাদিকদের
মুখোমুখি দীনেশ ত্রিবেদী।
ছবি: রমাকান্ত কুশওয়াহা
দীনেশ-বিতর্ক ক্রমশ জটিল হয়ে উঠছে। তাঁর ইস্তফা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি থেকে সংসদ। বিতর্কের নিরসন করতে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। এদিকে, দীনেশ ত্রিবেদী জানান, সংসদীয় বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। আজ সংসদে বিরোধীরা সরকারের কাছে রেলমন্ত্রীর বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীরও জবাব চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণব মুখোপাধ্যায় জানান, গত রাতেই প্রধানমন্ত্রীর কাছে দীনেশের ইস্তফা পত্র পৌঁছেছে। বিষয়টি বিবেচনাধীন।

উচ্চমাধ্যমিকে দু’টি বিষয়ের প্রশ্নপত্রে ভুল
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে ভুল ধরা পড়ল। আজ পদার্থবিদ্যার পরীক্ষা ছিল। ইংরাজি ও বাংলা মাধ্যমের একই প্রশ্নপত্রে দু’রকম বয়ান থাকায় রীতিমত বিভ্রান্তির সৃষ্টি হল ছাত্র ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে সমগ্র বিষয়টি জানানো হয়েছে। সংসদের তরফ থেকে ভুল স্বীকার করে বলা হয়েছে ওই প্রশ্নের উত্তর লিখলেই পুরো নম্বর দেওয়া হবে। অন্যদিকে, কলাবিভাগের এডুকেশন পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের গ্রাফ পেপার না দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। তবে সংসদের পক্ষ থেকে সাদা কাগজে গ্রাফ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বারাসতে ট্রেন অবরোধ, নাকাল নিত্যযাত্রীরা
আজ থেকে পাঁচ দিন বারাসত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে বারাসত স্টেশনে সকাল ৮ টা থেকে অবরোধ করেন নিত্যযাত্রীরা। ফলে বনগাঁ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন নিত্যযাত্রী ও পরীক্ষার্থীরা। অবরোধকারী ও যাত্রীদের মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ এসে মধ্যস্থতা করায় প্রায় দেড়ঘন্টা পর অবরোধ ওঠে।

ট্রেন থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
বারাসতে অবরোধের জেরে ট্রেনে প্রচণ্ড ভীড় হয়। ট্রেনটি দুর্গানগরে পৌঁছলে ভিড় ঠেলে ট্রেনে ওঠার চেষ্টা করে এক ছাত্রী। ট্রেনে উঠলেও ধাক্কাধাক্কিতে দুর্গানগর ও ক্যান্টনমেন্টের মাঝখানে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ছাত্রীটি। আবার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও অভিযোগ উঠছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রথম বর্ষের ছাত্রী ছিল প্রিয়ঙ্কা সিনহা। জানা গেছে, দুর্গানগর বকুলতলার বাসিন্দা প্রিয়ঙ্কা। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রদীপ তা হত্যাকাণ্ড: গ্রেফতার আরও ৫
প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে জড়িতে থাকার অভিযোগে আরও ৫ জনকে মির্জাপুর থেকে গ্রেফতার করল সিআইডি। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ১১। সিআইডি সূত্রে খবর, আরও বেশ কয়েক জনের নাম পাওয়া গেছে। তবে তারা এখন ফেরার। তাদেরই খোঁজ চলছে।

দিল্লি-রাজধানী এক্সপ্রেসে সাংসদের দেহরক্ষীর অভব্য আচরণ
কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেসে সাংসদের দেহরক্ষীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দেহরক্ষী তিনি। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় এতটাই বেসামাল ছিলেন যে বাথরুম কোনদিকে তা বুঝে উঠতে পারেননি। ফলে যাত্রীর শয়নাসনের সামনেই কৃতকর্মটি সারেন। বাধা দিতে গেলে তাঁকে নিগ্রহ করা হয় বলে যাত্রীর অভিযোগ। সমস্ত ঘটনাটি জানিয়ে জিআরপিকে অভিযোগ দায়ের করেন তিনি।

দাসপুরে তৃণমূলের বিধায়ক প্রয়াত
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিধায়ক অজিত ভুঁইয়া প্রয়াত। কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ফলে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১৮৫ থেকে কমে দাঁড়াল ১৮৪-তে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.