কাছের কারও হাতেই খুন প্রৌঢ়া, সন্দেহ পুলিশের
বাড়ির উঠোনে সার দিয়ে দাঁড়িয়ে পুরুষ ও মহিলারা। পুলিশের কুকুর দফায় দফায় তাঁদের কাছে যাচ্ছে, গন্ধ শুঁকছে আর ফিরে আসছে।
ঘণ্টা খানেক ধরে এ সব চলার পরেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি কুকুরটি। ফলে কাটোয়ার কাছারি পাড়ায় গৃহকর্ত্রী খুনের ৪৮ ঘণ্টা পরেও পুলিশ তাঁর মৃত্যুর সঠিক কারণ খুঁজে পায়নি। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, খুনই হয়েছেন বিজলি দাস (৫৩)। আর বাড়ির বা কাছের কোনও লোকই জড়িত সেই খুনে। তাই শনিবার সন্ধ্যায় শবদাহ করে আসার পরেই ছেলে-জামাই-দেওর থেকে শুরু করে বাড়ির বধূ এবং আত্মীয়স্বজনদের পুলিশের কুকুরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়।
বিজলি দাস। —পরিবার সূত্রে প্রাপ্ত ছবি
বিজলিদেবীর খুনি শীঘ্রই ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৈর্য ধরুন, খুব দ্রুত খুনের ঘটনার কিনারা করে ফেলব।”
শনিবার বিকেলে কাছারি পাড়ার ওই বাড়িতে গিয়ে সিমি নামের কুকুরটি প্রথমেই চলে যায় দোতলায় গৃহকর্ত্রীর ঘরে। সেখানে বিছানা, বালিশ শুঁকে জানলার চারপাশ ঘুরে নেয় সে। তার পরে মৃতদেহের গলায় ফাঁস দেওয়া হলুদ রঙের কাপড়টির গন্ধ শোঁকে। সিমি এর পরে চলে যায় পাশের ঘরে। ওই ঘরে থাকেন বিজলিদেবীর দেওর অশোক দাস। ওই ঘর থেকে সে সোজা চলে আসে বাড়ির এক তলার উঠোনে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সে বাথরুমের কাছে যায়। তার পরে ফের দোতলায় উঠে অশোকবাবুর ঘর ঘুরে চলে আসে। কাটোয়া মহকুমার এক পুলিশ কর্তা বলেন, “এই খুনের পিছনে অনেকগুলি প্রশ্ন আছে। সে সবের উত্তর আমরা পাইনি। তাই খুনের কারণ নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। খুনি তাই অধরা।”
শুক্রবার রাতে কাছারি পাড়ার ওই বাড়ির দোতলার ঘর থেকে বিজলিদেবীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের গলায় একটি কাপড়ের ফাঁস ছিল। কাপড়টি বাঁধা ছিল জানলার শিকের সঙ্গে। ঘটনার খবর পেয়েই ওই বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার (কাটোয়া) ইন্দ্র চট্টোপাধ্যায়, সিআই (কাটোয়া) শচীন্দ্রনাথ পুড়িয়া। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, বিছানার উপরে শ্বাসরোধ করে খুন করার পরে বিজলিদেবীর গলায় কাপড়ের ফাঁস দিয়ে খাট লাগোয়া জানলার লোহার রডে বাঁধে খুনি। আপাদমস্তক চাদর দিয়ে ঢেকে দেয়। ঘর থেকে বেরনোর পরে দরজার শিকল তুলে দেওয়া হয়। পুলিশের আরও ধারণা, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ৯টার মধ্যেই বিজলিদেবীকে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে স্পষ্ট ধস্তাধস্তির চিহ্ন।
সে দিন রাত সাড়ে ৯টা নাগাদ বিজলিদেবীকে ওই অবস্থায় প্রথম দেখেন তাঁর জামাই, হাসপাতাল লাগোয়া এলাকার বাসিন্দা মিঠু মণ্ডল। তিনি বলেন, “আমার বাড়িতে আমার শ্যালক সন্দীপের নিমন্ত্রণ ছিল ওই দিন। রাত সাড়ে ৮টা নাগাদ ও ফোন করে আমাদের বাড়িতে আসতে পারবে না বলে জানায়। ওর কথা মতো শাশুড়ি-মাকে রাতের খাবার দিতে ওই বাড়িতে যাই। দোতলায় উঠে কারও সাড়াশব্দ পাইনি। শিকল খুলতেই দেখি, ওই দৃশ্য।”
ঘটনাস্থলে পুলিশের কুকুর। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।
অশোকবাবু তখন পাশের ঘরে শুয়েছিলেন। তাঁকে ডেকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন মিঠুবাবু। পুলিশ জানিয়েছে, অশোকবাবুর নিজের বাড়ি কাটোয়া পুরসভার পিছনে স্কুল কম্পাউন্ড রোডের প্রথম গলিতে। সেখানে থাকেন তাঁর স্ত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে। প্রতি দিন রাতে সেখানে খাওয়া দাওয়া করে ঘুমনোর জন্য পৈত্রিক বাড়িতে চলে আসতেন তিনি। শনিবার গভীর রাত পর্যন্ত থানায় ডেকে পাঠিয়ে সন্দীপবাবু, অশোকবাবুর সঙ্গে সন্দীপবাবুর শ্যালক এবং বন্ধুদেরও বার বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বিজলিদেবীর ছেলে সন্দীপ পেশায় শিক্ষক। পুলিশকে তিনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় পৌনে সাতটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন। এর পরে মোবাইলে যখন মায়ের মৃত্যু সংবাদ পান, তখন তিনি তাঁর বন্ধুদের সঙ্গে বসে। সন্দীপবাবুর কথায়, “বাড়ি হোক বা বাইরের কেউ, যেই খুন করুক না কেন, মায়ের খুনির চরম শাস্তি চাই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.